নদী সংশ্লিষ্ট স্থাপনা

স্থাপনার নাম:
অবস্থান ও নদীর নাম

০১। হার্ডিঞ্জ ব্রীজ
পাকশীর কাছে পদ্মা নদীর উপর, পবনা।
০২। ফারাক্কা বাঁধ
গঙ্গা নদীর উপর (মুর্শিদাবাদ)
০৩। বাকল্যান্ড বাঁধ
বুড়ীগঙ্গার তীর ঘেষে

০৪। যমুনা সেতু
যমুনা নদীর উপর টাঙ্গাইল, সিরাজগঞ্জ।
০৫। নিঝুম সেতু
মেঘনা মোহনা, সন্দ্বীপ, চট্রগ্রাম।
০৬। দক্ষিণ তালপট্টি(পূর্বাশা)
হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা, সাতক্ষীরা।
০৭। পাকশী কাগজ কল
পদ্মা নদীর তীরে, পাকশী,পাবনা।

০৮। বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-১
বুড়ীগঙ্গা নদীর উপর, ঢাকা।
০৯। বাংলাদেশ-জাপানা মৈত্রী সেতু-২
গোমতী নদীর উপরে।
১০। বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১
মেঘনা উপর দাউদকান্দি।

১১। চট্টগ্রাম বন্দর
কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম।
১২। আহসান মঞ্জিল
বুড়ীগঙ্গার তীরে, ঢাকা।
১৩। তিস্তা বাঁধ প্রকল্প
তিস্তা নদীতে রংপুর।
১৪। মংলা বন্দর
পশুর নদীর তীরে, বাগেরহাট।
১৫। পানি বিদ্যুৎ প্রকল্প কাপ্তাই
কর্ণফুলী নদী, রাঙ্গামাটি, পার্বত্য চট্রগ্রাম।
১৬। তিতাস গ্যাস ক্ষেত্র
তিতাস তীরে, ব্রাহ্মণবাড়ীয়া।
১৭। বাংলাদেশ চীন-মৈত্রী ৩
মহানন্দা নদীর উপর, চাপাইনবাবগঞ্জ।
১৮। বাংলাদেশ চীন-মৈত্রী-৪
করতোয়া নদীর উপর, পঞ্চগড়।
১৯। বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-২
শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ব্রহ্মপুত্র নদের উপর
২০। বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-৫
ঝালকাঠি, গাবখানা নদীর উপরে
২১। শাহ্ আমানত সেতুচট্টগ্রাম, কর্ণফুলি নদীর উপর

আরো পড়ুুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!