বিভিন্ন চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর

০১। বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) তে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ চুক্তিটি অনুমােদন করে। (সূত্রঃ www.ctbto.org)।

০২। বাংলাদেশ Mine Ban Policy তে স্বাক্ষর করে ৭ মে ১৯৯৮ , অনুমােদন করে ৬ সেপ্টেম্বর , ২০০০।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ২ ডিসেম্বর , ১৯৯৭ সালে। বাংলাদেশের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রামের পক্ষে সন্তু লারমা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ০৫ মার্চ , ১৯৯৮ সালে। এর ফলে ধীরে ধীরে উপজাতি – বাঙালি সংঘর্ষ কমে যায়। পার্বত্য এলাকায় শান্তি নেমে আসে।

০৪। বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর , ১৯৯৬ সালে। গঙ্গা পানি চুক্তি ৩০ বছরের জন্য স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া।

০৫। ১৯৭৪ সালে মুজিব – ইন্দিরা সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দিল্লীতে। এখন পর্যন্ত ফারাক্কার উপর ৫ (পাঁচ) টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
০৬। বাংলাদেশ – মায়ানমার স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ১২ নভেম্বর , ১৯৯৮ সালে।
০৭। বাংলাদেশ – ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় ৪ জুলাই , ২০০০ সালে।
০৮। বাংলাদেশ – থাইল্যান্ড আসামী প্রত্যার্পণ চুক্তি (Extradition Treaty) স্বাক্ষরিত হয় ৯ জুলাই , ১৯৯৮ সালে।
০৯। বাংলাদেশ – ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯ মার্চ , ১৯৭২ সালে। এ চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৫ বছরের জন্য।

১০। জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর করে ১৯৯২ সালে।
১১। বাংলাদেশ UNFCC স্বাক্ষর করে ৯ জুন , ১৯৯২ সালে এবং অনুমােদন করে ১৫ এপ্রিল , ১৯৯৪ সালে ।
১২। কার্টাগেনা প্রােটোকল স্বাক্ষর এবং কার্যকর করে যথাক্রমে ২০০০ এবং ২০০৪ সালে ।
১৩। কিয়ােটো প্রােটোকল স্বাক্ষর করে ২২ অক্টোবর , ২০০১ সালে এবং তা কার্যকর করে ১৬ ডিসেম্বর , ২০০৫ সালে ।
১৪। জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র অনুমােদন করে ২৬ ফেব্রুয়ারি , ২০১৩ সালে । এর মেয়াদ ২০২১ সাল পর্যন্ত ।

আরো পড়ুুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!