Amarstudy Foundation

amarStudy Foundation – আমারস্টাডি ফাউন্ডেশন

আমারস্টাডি ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বহুমুখী সমর্থন প্রদান করা, যার মধ্যে অর্থনৈতিক সমর্থন ও নির্দেশিকা প্রদান অন্যতম।

লক্ষ ও উদ্দেশ্যঃ

আমাদের সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক বৈষম্য এবং এর ফলে সৃষ্ট দরিদ্রতা বর্তমান সময়ে একটি প্রকট সমস্যা হয়ে দাড়িয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। লক্ষ্য করা যায় অনেক সময় অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক সমস্যার কারণে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। অনেকের অজান্তেই ঝড়ে যায় অনেক মেধাবী মুখ। জাতি হারিয়ে ফেলে কতকগুলো সম্ভবনাময় সূর্য সন্তান। এরকম সমস্যার সমাধানের প্রয়াসে amarStudy Foundation – আমারস্টাডি ফাউন্ডেশন” -এর পথচলা শুরু।

যেভাবে পরিচালিত হবে amarStudy Foundation :

বাংলাদেশের যেকোনো নাগরিক (স্থায়ী বাসিন্দা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী) নির্ধারিত পদ্ধতির মাধ্যমে আবেদন করে যোগ্য প্রমাণিত হলে উক্ত শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ না করা পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাওয়ার মতো যাবতীয় খরচ আমারস্টাডি ফাউন্ডেশন বহন করবে এই শর্তে যে, উক্ত শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করার পর উনার মোট আয়ের ২ শতাংশ আমারস্টাডি ফাউন্ডেশনে দান করবেন। এই দানের টাকা নতুন দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের খরচ বাবদ ব্যয় করা হবে।

উল্লেখ্য যে, যারা আমারস্টাডি ফাউন্ডেশনের তহবিলের জন্য আবেদন করবে তাদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে। ক্ষেত্রবিশেষে কোনো সদস্য যদি স্বেচ্ছায় ফাউন্ডেশনের ব্যাপারে কৃতজ্ঞতা স্বরুপ কোনো বক্তব্য প্রদান করতে চায়, তবে amarStudy Foundation – আমারস্টাডি ফাউন্ডেশন” নিরুৎসাহিত করেনা। কিন্তু গোপনীয়তার বিধানের জন্য স্বেচ্ছায় বক্তব্য প্রদানের পূর্বে উক্ত সদস্যকে লিখিতভাবে অনুমোদন নেওয়ার প্রয়োজন হতে পারে।

অবেদনের লিংকঃ APPLY NOW

LAST UPDATED: 2023-06-05

You're currently offline !!

error: Content is protected !!