বিখ্যাত সাহিত্যিকদের প্রথম গ্রন্থ

মাইকেল মধুসূদন দত্ত:-

০১। প্রথম কাব্যগ্রন্থ-তিলোত্তমা সম্ভব
০২। প্রথম নাটক-শর্মিষ্ঠা
০৩। প্রথম ইংরেজী রচনা-Captive Lady

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:-

০৪। প্রথম সামাজিক উপন্যাস-বিষবৃক্ষ
০৫। প্রথম বাংলা উপন্যাস-দুর্গেশনন্দিনী
০৬। প্রথম ইংরেজী উপন্যাস-Rajmohons Wife

রবীন্দ্রনাথ ঠাকুর:-

০৭। প্রথম কাব্য গ্রন্থ-কবি কাহিনী
০৮। প্রথম ছোট গল্প-ভিখারিণী
০৯। প্রথম কবিতা-হিন্দু মেলার উপহার

কাজী নজরুল ইসলাম:-

১০। প্রথম কাব্য গ্রন্থ-অগ্নিবীণা
১১। প্রথম উপন্যাস-বাধনহারা
১২। প্রথম কবিতা-মুক্তি
১৩। প্রথম নাটক-ঝিলিমিলি

জীবনানন্দ দাস:-
১৪। প্রথম কাব্যগ্রন্থ-ঝরা পালক

জসীম উদ্দীন:-
১৫। প্রথম কাব্যগ্রন্থ-রাখালী

আবুল ফজল:-

১৬। প্রথম গল্প-মাটির পৃথিবী
১৭। প্রথম নাটক-আলোক লতা
১৮। প্রথম উপন্যাস-চৌচির

আলাউদ্দিন আল আজাদ:-

১৯। প্রথম কাব্যগ্রন্থ-মানচিত্র
২০। প্রথম গল্প-জেগে আছি
২১। প্রথম উপন্যাস-তেইশ নম্বর তৈলচিত্র

হুমায়ুন আহমেদ:-
২২। প্রথম উপন্যাস-নন্দিত নরকে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:-
২৩। প্রথম গল্প-মন্দির

আরো পড়ুুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!