Data Deletion Instructions

*** amarStudy.com ওয়েবসাইটে অনলাইন এক্সাম দেওয়ার জন্য একটি প্রোফাইল তৈরি করা বাধ্যতামূলক। অনলাইন এক্সাম দেওয়ার জন্য amarStudy.com এ প্রোফাইল তৈরি করার সবচেয়ে সহজ উপায় হলো সোস্যাল লগইন। আমরা দুই ধরণের সোস্যাল লগইন সাপোর্ট করি। প্রথমত গুগল সোস্যাল লগইন, দ্বিতীয়ত ফেসবুক সোস্যাল লগইন। দুটো মাধ্যমেই লগইন করার জন্য আমরা আমাদের ব্যবহারকারীদের থেকে মাত্র তিনটি সাধারণ তথ্য নিয়ে থাকি। তথ্যগুলো হলো: ব্যবহারকারীর নাম, ব্যবহারকারীর প্রোফাইল পিকচার(যদি থাকে) এবং সর্বশেষটি হলো ব্যবহারকারীর ইমেইল। উপরোক্ত তথ্যগুলো আমরা সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা ব্যবহারকারীকে কোনো স্পেম মেইল করিনা। তারপরেও যদি কোনো ইউজার চান তবে তার প্রোফাইল আমাদের ওয়েবসাইট থেকে ডিলেট করতে পারবেন। আমাদের ওয়েবসাইটের যেকোনো ইউজার [email protected] এই মেইল ঠিকানায় মেইল করার মাধ্যমে তার প্রোফাইল ডিলেট করার জন্য অনুরোধ করতে পারবেন এবং অনুরোধ করার নির্ধারিত কর্মদিবসের মধ্যে সেই ব্যবহারকারীর প্রোফাইল আমাদের ওয়েবসাইট থেকে ডিলেট করতে আমরা সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। amarStudy.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top