আন্তর্জাতিক নদ নদী বিষয়ক তথ্য

০১। নাইজার নদী কোথায় পতিত হয়েছে? দিনি উপসাগরে।
০২। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি-মিসৌরী (৬০২০ কিমি)
০৩। নদীর পানি প্রবাহ পরিমাপের একক কি? কিউসেফ।
০৪। উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি? ম্যাকেঞ্জি (৪২৪১ কিমি)।

০৫। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? আমাজান (৬৪৩৭ কিমি)।
০৬। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? আমাজান।
০৭। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? আমাজান।
০৮। আমাজান নদী কোথায় পতিত হয়েছে? আটলান্টিক মহাসাগরে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৯। কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? আমাজান।
১০। আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট পানি প্রবাহিত হয? ৭২ লক্ষ ঘনফুট।
১১। ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি? মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কিমি)।
১২। মারে ডালিং নদী কোন নদী সাগরে পতিত হয়েছে? ভারত মহাসাগরে।

১৩। মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? যুক্তরাষ্ট্র।
১৪। আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? পামীর মালভূমি।
১৫। শিরদরিয়া কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে? তিয়েনশান পর্বত।
১৬। আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে? আরল হ্রদে।

১৭। কোন নদীতে মাছ বাঁচতে পারে না? জর্ডান নদীতে।
১৮। কোন নদী নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিরোধ চলছে? রিও গেনডে নদী।
১৯। ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ? তিব্বত থেকে।
২০। ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি? ফোরাত নদী।

২১। টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে? পারস্য উপসাগরে।
২২। টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত? ইরাক, (১,৮৯৯ কিমি) ।
২৩। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ভলগা (৩৬৯০ কিমি) ।
২৪। ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? রাশিয়া।

২৫। ভলগা নদী কোথায় পতিত হয়েছে? কাস্পিয়ান সাগরে।
২৬। ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি? দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম।
২৭। দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়? ব্ল্যাক ফরেস্ট থেকে।
২৮। দানিউব নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? রুমানিয়া ও যুগোশ্লাভিয়া।

২৯। দানিউব নদী কোথায় পতিত হয়েছে? কৃষ্ণ সাগর।
৩০। আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে? দানিউব নদীকে।
৩১। কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? টেমস।
৩২। উরাল নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত ? রাশিয়া (২৫৩৩ কিমি)।

৩৩। রাইন নদী কোথায় প্রবাহিত? জার্মানী ও হল্যান্ড (৮২০ কিমি)।
৩৪। রাইন নদী কোথায় পতিত হয়েছে? উত্তর সাগরে।
৩৫। রাইন নদী উৎপত্তিস্থল কোথায়? আল্পস পর্বতে।
৩৬। উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে? ক্যাস্পিয়ান সাগরে।

৩৭। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কিমি)।
৩৮। ইয়াং সি কিয়াং কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। চীন।
৩৯। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সালউইন।
৪০। এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি? ইয়াং সি কিয়াং(৫৪৯৪ কিমি), ওব (৫৪১০ কিমি), ইনিসি (৪৫০৬ কিমি), হোয়াং হো (৪৩৪৪ কিমি), লেনা (৪৪০০ কিমি), ব্রহ্মপুত্র (২৭০০ কিমি)।

৪১। আমুর নদী কোথায় পতিত হয়েছে? ওখটস্ক উপসাগরে।
৪২। আমুর নদীর দৈর্ঘ্য কত? ২৮২৪ কিমি।
৪৩। আমুর নদীর উৎপত্তিস্থল কোথায়? ইয়াব্লোনর পর্বত।
৪৪। দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ? সিন্ধু -২৮৮০, গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০।

৪৫। সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? পাকিস্তান।
৪৬। সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? আরব সাগরে।
৪৭। ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা (গঙ্গা) নদীতে।
৪৮। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সানপো।

৪৯। কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে? ভারত ও পাকিস্তান।
৫০। সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? আরব সাগরে।
৫১। গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে।
৫২। কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে? উত্তর প্রশান্ত মহাসাগরে।

৫৩। আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ (৬৬৫০ কিমি)।
৫৪। নীল নদ কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? ইথিওপিয়া, সুদান, ও মিশর।
৫৫। নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত? ১০ টি।
৫৬। আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি? নীলনদ, কঙ্গো (৪৮০০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)।

৫৭। জাম্বেসী নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? জাম্বিয়া ও মোজাম্বিক।
৫৮। জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে? ভারত মহাসাগরে।
৫৯। ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তিব্বত, ভারত ও বাংলাদেশ।

আরো পড়ুুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!