৪০৪ – রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নব্যাংক – পরিচয়ের রাজনীতি

ঢাকা কলেজ – প্রথম ইনকোর্সঃ

১। পরিচয় বলতে কি বুঝ? পরিচয়ের উৎসসমূহ আলোচনা কর।

২। জাতিসত্ত্বা ও ধর্মের প্রেক্ষিতে পরিচয়ের রাজনীতির ধারণাটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ঢাকা কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। পরিচয় বলতে কি বুঝ? পরিচয় নির্ধারণের বিভিন্ন উপাদান ব্যাখ্যা কর।

২। জাতীয়তা বলতে কি বুঝ? জাতীয়তা পরিচয়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

ঢাকা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। পরিচয় কি? বাঙ্গালি জাতির সাংস্কৃতিক পরিচয় নির্ধারণের উপাদানসমূহ আলোচনা কর।

২। জাতি গঠন বলতে কি বুঝ? জাতি গঠনের উপাদান সমূহ আলোচনা কর।

৩) অস্তিত্ব রক্ষার রাজনীতির সংজ্ঞা দাও।“জাতি হলো কাল্পনিক সম্প্রদায়”-এ্যান্ডারসন- এর উক্তিটি বিশ্লেষণ কর।

৪ । বিশ্ব রাজনীতির ক্রীডনক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সাফল্য ও ব্যর্থতার পরিচয় তুলে ধর।

৫। জাতীয় সংহতির বিভিন্ন দিক উল্লেখ করে শ্রীলংকার জাতীয় সংহতির সমস্যাসমূহ আলোচনা কর।

৬। পরিচয়ের পেক্ষিতে রোহিঙ্গা সংকটের উদ্ভব ও তার প্রতিকার বিষয়ে তোমার মতামত ব্যক্ত কর।

৭। বৈশ্বিক পরিচয়ের রাজনীতি প্রসঙ্গে স্বাধীন ফিলিস্থিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় ব্যাখ্যা কর।

৮। পরিচয়ের পেক্ষিতে কাশ্মীরি জনগনের স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয়দের মনোভাব ব্যাখ্যা কর।

সোহরাওয়ার্দী কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। এথনিক গ্রুপ কাকে বলে? এথনিসিটি অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।

২। আইডেন্টিটি কাকে বলে? এর উৎস সমূহ আলোচনা কর।

৩। বাঙালি জাতির নৃ-গোষ্ঠীগত পরিচয় সম্পর্কে আলোচনা কর ।

৪। জেন্ডার বলতে কি বুঝ? জেন্ডার চাহিদা ও ভূমিকা বিস্তারিত আলোচনা কর।

৫। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝায়? এর প্রভাব ও ফলাফল আলোচনা কর।

৬। পরিচয়ের রাজনীতি কাকে বলে? পরিচয় গঠনে প্রভাবকারী উপাদানসমূহ আলোচনা কর।

৭। পরিচয় কাকে বলে? বিভিন্ন প্রকার পরিচয় সম্পর্কে আলোচনা কর।

৮। শ্রেনি কাকে বলে? কার্ল মার্কস এর শ্রেণী সংগ্রাম তত্ত্ব আলোচনা কর।

নজরুল কলেজ – প্রথম ইনকোর্সঃ

১। পরিচয়ের সংজ্ঞা দাও। পরিচয় ধারনাটির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।

২। জাতিসত্তা বলতে কি বুঝ? জাতীয় সংহতি রক্ষায় জাতিসত্তা, ধর্ম ও জাতীয়তাবাদের মধ্যে সম্পর্ক আলোচনা কর।

নজরুল কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক পরিচয় নির্ধারণে ধর্মের কী ধরনের প্রভাব রয়েছে?

২। ১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।

বদরুন্নেছা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। সভ্যতার সংজ্ঞা দাও। সভ্যতা ও সংস্কৃতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক আলোচনা কর ।

২। জাতীয় সংহতি বলতে কি বুঝ? বাংলাদেশের জাতীয় সংহতির সমস্যা সম্পর্কে আলোচনা কর।

৩। জেন্ডার বৈষম্য বলতে কি বুঝ? জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব সম্পর্কে আলোচনা কর।

৪ । ধর্মের সংজ্ঞা দাও। ধর্মের সামাজিক ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা কর।

৫ । বহুসংস্কৃতিবাদ বলতে কি বুঝ? মার্কিন যুক্তরাষ্ট্রে ‘বহুসংস্কৃতির মধ্যে ঐক্য”-কীভাবে গড়ে উঠেছে?

৬। জাতিসত্তাগত পরিচয় বলতে কি বুঝ? শ্রীলংকায় গৃহযুদ্ধ বা জাতিগত সংঘাতের কারণ আলোচনা কর।

৭। ভারতের জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্য সম্পর্কে লিখ। ভারতের জাতিবর্ণ প্রথা কীভাবে শ্রেণি বৈষম্য সৃষ্টি করে।

৮। রোহীঙ্গা শরনার্থী সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে লিখ।

ইডেন কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। জাতিসত্তা কাকে বলে ? পরিচয় নির্ধারণের ক্ষেত্রে জাতিসত্তার ভূমিকা মূল্যায়ন কর।

২। ধর্ম কী ? ধর্ম পরিচয়ের ক্ষেত্রে যেভাবে নির্দেশক হিসেবে কাজ করে বর্ণনা কর।

৩। শ্রীলঙ্কাতে জাতিগত সংঘাতের ফলে সৃষ্ট সংকট তুলে ধর।

৪। চার্লস টেইলরের স্বীকৃতির রাজনীতি’ (Politics of Recognition) সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

৫। ইসলামিক প্রজাতন্ত্র বিদ্যমান থাকার পরও ইরানে ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে সহাবস্থান বজায় থাকার কারণগুলো আলোচনা কর।

৬। রোহিঙ্গাদের রাষ্ট্রীয় পরিচয়হীনতা যে ধরনের সংকট সৃষ্টি করেছে তা আলোচনা কর ।

৭। রাষ্ট্রীয় পরিচয়ের সংকট ফিলিস্তিনে যে সকল সমস্যার সৃষ্টি করেছে তা আলোচনা কর।

৮। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সংক্ষেপে আলোচনা কর।

তিতুমীর কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। জাতীয় রাষ্ট্র কী ? জাতীয়তার উপাদানসমূহ আলোচনা কর।

২। জেন্ডার বৈষম্য কী ? লিঙ্গভিত্তিক অসমতার কারন আলোচনা কর।

*** সবগুলো পত্রকোডের প্রশ্নব্যাংক একসাথে পেতে এখানে ক্লিক করুনঃ 7 COLLEGE – POLITICAL SCIENCE – QB

1 thought on “৪০৪ – রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নব্যাংক – পরিচয়ের রাজনীতি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!