পৃথিবীর আলোচিত স্বাধীনতাকামী গোষ্ঠী/গেরিলা গোষ্ঠীঃ
হিজবুল্লাহঃ
০১। হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। লেবানন ভিত্তিক শিয়াপন্থী রাজনৈতিক সংগঠন।
০২। মহাসচিব – হাসান নাসরাল্লাহ
০৩। যাত্রা ১৯৮২ সালে । আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু ১৯৮৫ সালে
০৪। সদর দপর – বৈরুত,লেবানন
পিএলওঃ
০৫। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ২৮ মে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ।
০৬। বর্তমান চেয়্যারম্যান – মাহমুদ আব্বাস
০৭। সদর দপ্তর – রামাল্লা, পশ্চিম তীর
আরাকান আর্মি (এএ):
০৮। প্রতিষ্ঠা ১০ এপ্রিল ২০০৯ । এটা ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ) এর সশস্ত্র শাখা ।
০৯। নেতা- তোয়ান মারাত নাইং
১০। সদর দপ্তর – লাইজা , কাচিন প্রদেশ (অস্থায়ী)
১১। উদ্দেশ্য- আরাকানের স্বাধীনতা
কাচিন বিদ্রোহীঃ
১২। কেআইএ/কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি হল কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন ( কেআইও ) এর একটি সামরিক শাখা এবং KIO এর ফান্ডিং এ চলে ।
১৩। বসবাস – উত্তর মিয়ানমারে চীনের সীমান্তে।
১৪। প্রতিষ্ঠা – ৫ ফেব্রুয়ারি ১৯৬১
১৫। নেতা- জে. এন’বান লা ও লে. জে. গাম সোয়াং
১৬। সদর দপ্তর – পাজাউ; লাইজা (২০০৫ থেকে)।
আরো পড়ুুন:
- বিখ্যাত সাহিত্যিকদের প্রথম গ্রন্থ
- নদী সংশ্লিষ্ট স্থাপনা
- বাংলাদেশ সংবিধান বিস্তারিত
- জাতিসংঘের সংক্ষিপ্ত বর্ণনা
- পদার্থ বিজ্ঞানের ১৪০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন
- আন্তর্জাতিক নদ নদী বিষয়ক তথ্য
- শুদ্ধ বানান
- বাংলাদেশের ভূ-প্রকৃতি
- বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা
- বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা
- কবি ও সাহিত্যেকদের প্রথম গ্রন্থ
- বিশ্বের কিছু আলোচিত উপজাতি