প্রশ্নঃ ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় –
ক. সদরঘাটে
খ. চাঁদনীঘাটে
গ. পোস্তগোলায়
ঘ. শ্যামবাজারে
উত্তরঃ খ
প্রশ্নঃ রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিস্কৃত হয়েছে ?
ক. চুনাপাথর
খ. কয়লা
গ. চীনামাটি
ঘ. তামা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. গোপালপুর
গ. পাকশী
ঘ. ঈশ্বরদী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?
ক. টি.এস.পি
খ. ইউরিয়া
গ. সবুজ সার
ঘ. মিউরেট অব পটাশ
উত্তরঃ খ
প্রশ্নঃ বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে –
ক. খুলনা বিভাগে
খ. চট্টগ্রাম বিভাগে
গ. বরিশাল বিভাগে
ঘ. সিলেট বিভাগে
উত্তরঃ খ
প্রশ্নঃ দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে?
ক. কঠিন শিলা
খ. কয়লা
গ. চুনাপাথর
ঘ. কাদামাটি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের তেল শোধনাগারের নাম – (What is the name of the Oil refinery in Bangladesh ?)
ক. Jamuna Oil & Co.
খ. Burma Estern Refinery
গ. Eastern Refinery
ঘ. Meghna Oil Co.
ঙ. Petrobangla Refinery
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের রেয়নমিল কোথায় অবস্থিত ?
ক. রাজশাহী
খ. নারায়ণগঞ্জ
গ. খুলনা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ ঘ
সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের সাগর-নদী, পাহাড়-পর্বত, হাওড়-বিল, চর ও দ্বীপ সম্পর্কিত তথ্যবলী:
প্রশ্নঃ কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
ক. পদ্মা
খ. যমুনা
গ. মেঘনা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দুবলার চর’ কোথায় অবস্থিত ?
ক. সেন্টমার্টিনে
খ. সুন্দরবনের দক্ষিন উপকূলে
গ. ভোলা জেলায়
ঘ. মাধবকুণ্ডের পাশে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ক. রাজশাহী
খ. পাবনা
গ. বগুড়া
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
ক. কাঞ্চন
খ. কালীগঙ্গা
গ. কপোতাক্ষ
ঘ. করতোয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?
ক. মালভূমি
খ. প্লাবন সমভূমি
গ. পাহাড়
ঘ. দ্বীপ
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় ?
ক. কক্সবাজার
খ. কুয়াকাটা
গ. দীঘা
ঘ. পাটায়া
উত্তরঃ ক
প্রশ্নঃ বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত?
ক. মৌলভীবাজার
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ খ
প্রশ্নঃ সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত ?
ক. যমুনা নদীতে
খ. বঙ্গোপসাগরে
গ. মেঘনার মোহনায়
ঘ. সন্দ্বীপ চেনেল
উত্তরঃ খ
প্রশ্নঃ নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?
ক. শিলাইদহ-মেঘনা
খ. চালনা-যমুনা
গ. সারদা-পদ্মা
ঘ. ঠাকুরগাঁও-পশুর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের নদী গবেষণা ইন্সিটিউট কোথায়?
ক. ফরিদপুর
খ. চাঁদপুর
গ. চট্টগ্রাম
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ক
প্রশ্নঃ পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ক. চাঁদপুর
খ. সিরাজগঞ্জ
গ. গোয়ালন্দ
ঘ. ভোলা
উত্তরঃ গ
প্রশ্নঃ চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?
ক. হিমালয়
খ. আরাকান ইয়োমা
গ. কারাকোরাম
ঘ. তিয়েনশান
উত্তরঃ খ
প্রশ্নঃ সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?
ক. পদ্মা
খ. যমুনা
গ. করতোয়া
ঘ. আত্রাই
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি ?
ক. ব্রহ্মপুত্র
খ. পদ্মা
গ. মেঘনা
ঘ. যমুনা
উত্তরঃ ক
প্রশ্নঃ The highest mountain peak in Bangladesh is –
ক. Tajingdong
খ. Bijoy Tajingdong
গ. Bijoy Odong
ঘ. Caocradong
উত্তরঃ ক
প্রশ্নঃ ভবদহ বিল অবস্থিত –
ক. ফরিদপুর
খ. জামালপুরে
গ. যশোরে
ঘ. পটুয়াখালীতে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. ভোলা
খ. সন্দ্বীপ
গ. সেন্টমাটিন
ঘ. হাতিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ The river Naf runs in Bangladesh along the border of –
ক. India
খ. Nepal
গ. Myanmar
ঘ. Thailand
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ বরেন্দ্রভূমি হলো –
ক. সাম্প্রতিককালে প্লাবন সমভূমি
খ. টারশিয়ারী যুগের পাহাড়
গ. প্লাইস্টোসিনকালের সোপান
ঘ. পাদদেশীয় পলল সমভূমি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক. সুরমা
খ. কর্ণফুলী
গ. তিস্তা
ঘ. মেঘনা
উত্তরঃ খ
প্রশ্নঃ ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী
উত্তরঃ খ
প্রশ্নঃ অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়
ক. সেন্টমার্টিন
খ. রাঙ্গাবালি
গ. চর আলেকজান্ডার
ঘ. ছেড়া দ্বীপ
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)