আন্তর্জাতিক বিষয়াবলী-১১৬

প্রশ্নঃ শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে?
ক. ত্রিষ্কোমালী
খ. হাম্বানটোটা
গ. গল বন্দর
ঘ. পোর্ট অব কলম্বো
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশে সাংবিধানিক, বাণিজ্যিক ও প্রশাসনকি রাজধানী আছে?
ক. মালয়েশিয়া
খ. কানাডা
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ তুরস্কের বন্দরনগরী কোনটি?
ক. বুসান
খ. আলেকজান্দ্রিয়া
গ. ইসকানদারুন
ঘ. আকাবা
উত্তরঃ গ

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত
ক. ইথিওপিয়া
খ. নাইজেরিয়া
গ. কেনিয়া
ঘ. সুদান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আবু মুসা দ্বীপ’ যে জলাশয়ে অবস্থিত?
ক. আরব সাগর
খ. বঙ্গোপসাগর
গ. পারস্য উপসাগর
ঘ. ক্যারিবিয়ান সাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ Smallest country in the world is- বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
ক. Singapore
খ. Vatican City
গ. Haily
ঘ. Maldives
উত্তরঃ খ

প্রশ্নঃ কানাডা কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. অস্ট্রেলিয়া
ঙ. উত্তর আমেরিকা
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বলকান রাষ্ট্র নয় যেটি-
ক. রুমানিয়া
খ. বুলগেরিয়া
গ. আলবেনিয়া
ঘ. বলিভিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাপানের সবচেয়ে বড় দ্বীপ—-
ক. হোক্কাইডো
খ. কিয়ুসু
গ. হনসু
ঘ. হিককু
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি দক্ষিণ আমেরিকার দেশ নয়?
ক. পেরু
খ. প্যারাগুয়ে
গ. উরুগুয়ে
ঘ. নিকারাগুয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আকিয়াব সমুদ্র বন্দর কোথায়?
ক. আলজেরিয়া
খ. বার্মায়
গ. ভারতে
ঘ. সুদানে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়?
ক. ফিজি
খ. ভানুয়াতু
গ. মালদ্বীপ
ঘ. পালাউ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শান্ত সমুদ্র’ অবস্থিত–
ক. মঙ্গলগ্রহে
খ. চন্দ্রে
গ. আটলান্টিক মহাসাগরে
ঘ. বৃহস্পতি গ্রহে
উত্তরঃ খ

প্রশ্নঃ Scandinavian countries are-/স্ক্যানডিনেভীয় দেশ-
ক. England, France and Germany
খ. Norway, Sweden, Denmark, Finland and Iceland
গ. USA and Canada
ঘ. Australia and Newzeland
উত্তরঃ খ

প্রশ্নঃ লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত–
ক. বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
খ. আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে
গ. ভূ-মধ্যসাগরের উপকূলে
ঘ. পারস্য উপসাগরে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মারে ডার্লিং’ কোন দেশের নদী?
ক. অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা
গ. ইরান
ঘ. ইরাক
উত্তরঃ ক

প্রশ্নঃ সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভারত মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত নয়?
ক. পর্তুগাল
খ. বসনিয়া
গ. ক্রোয়েশিয়া
ঘ. সার্বিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামকরণ করেন কে?
ক. ফন গ্যাটে
খ. নোগুচি
গ. জর্জ বার্নাড শ
ঘ. ক্রিস্টোফার কলম্বাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ককেশাস অঞ্চলটি অবস্থিত–
ক. এশিয়া মহাদেশে
খ. আফ্রিকা মহাদেশে
গ. উত্তর আমেরিকায়
ঘ. ইউরোপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
ক. উত্তর আমেরিকা
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক. ফিজি
খ. ভ্যাটিকান
গ. কুয়েত
ঘ. মালদ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ The capital of Fiji is-/ফিজির রাজধানী–
ক. Maputo
খ. Suva
গ. Agna
ঘ. Nusia
উত্তরঃ খ

প্রশ্নঃ এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইয়েমেন
খ. কাতার
গ. ওমান
ঘ. ইরাক
উত্তরঃ ক

প্রশ্নঃ লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে–
ক. ইউরোপ ও আফ্রিকা
খ. এশিয়া ও ইউরোপ
গ. এশিয়া ও আস্ট্রেলিয়া
ঘ. আফ্রিকা ও এশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?
ক. আমাজন
খ. মেঘনা
গ. মিসিসিপি
ঘ. নীলনদ
উত্তরঃ ক

প্রশ্নঃ Which country is bordered by both the Atlantic and Indian Ocean?/আটলান্টিক ও ভারতীয় উভয় মহাসাগরের তীরবর্তী দেশ কোনটি?
ক. ভারত(India)
খ. দক্ষিণ আফ্রিকা(South Africa)
গ. জাপান(Japan)
ঘ. চীন(China)
উত্তরঃ খ

প্রশ্নঃ The capital of Bahamas-/বাহামার রাজধানী–
ক. West Indies
খ. Papua New Ginie
গ. Nassau
ঘ. San Salvador
উত্তরঃ গ

প্রশ্নঃ পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর?
ক. আলজেরিয়া
খ. লেবানন
গ. মিশর
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ The second largest continent on Earth is-/ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. Asia
খ. Africa
গ. North America
ঘ. South America
উত্তরঃ খ

আরো পড়ুন:

1 thought on “আন্তর্জাতিক বিষয়াবলী-১১৬”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!