বাংলাদেশ বিষয়াবলী-৯৯

প্রশ্নঃ চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত?
ক. সীতাকুন্ডুতে
খ. খাগড়াছড়িতে
গ. মৌলভীবাজারে
ঘ. টেকনাফে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
ক. কক্সবাজার
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. কাপ্তাই
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ভারত থেকে কতগুলি আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. ৫৪টি
খ. ১টি
গ. ৩টি
ঘ. ২৮টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মহানন্দা’ নদী কোন জেলায় ?
ক. দিনাজপুর
খ. রংপুর
গ. বগুড়া
ঘ. পাবনা
উত্তরঃ ক

প্রশ্নঃ মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত ?
ক. ভৈরব
খ. মেঘনা
গ. রূপসা
ঘ. পদ্মা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. গাইবান্ধা
খ. নীলফামারী
গ. ঠাকুরগাঁও
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ?
ক. মাছের প্রজনন ক্ষেত্র বলে
খ. ঝড়ঝঞ্বা কবলিত এলাকা বলে
গ. জনমানবহীন এলাকা বলে
ঘ. সামুদ্রিক মাছ শিকারের জন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ (Swatch of no ground ) এর মানে-
ক. একটি খেলার মাঠ
খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
গ. একটি প্লাবন ভূমির নাম
ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা যে নদীর তীরে অবস্থিত-
ক. ইরাবতী
খ. বুড়িগঙ্গা
গ. শীতলক্ষ্যা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. ছেড়া দ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ Where is the’ Chimbuk Hill’ situated ?
ক. Bangladesh
খ. India
গ. Pakistan
ঘ. Endland
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ‘বিজয়’ -এর পূর্ণ নাম –
ক. কেউক্রেডং
খ. তাজিংডং
গ. বাটালি
ঘ. ক-১২
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. নাফ
খ. কর্ণফুলী
গ. নবগঙ্গা
ঘ. ভাগিরথী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী , ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে –
ক. গোয়ালন্দ
খ. বাহাদুরাবাদ
গ. ভৈরববাজার
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম হাওড়-
ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভৈরব’ নদীর অবস্থান কোথায় ?
ক. কিশোরগঞ্জ
খ. পঞ্চগড়
গ. বরিশাল
ঘ. ঝিনাইদহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. আসাম
খ. মনিপুর
গ. মিজোরাম
ঘ. নাগাল্যাণ্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নদী সিকস্তি’ কারা ?
ক. নদীর চর জাগলে যারা চর দখল করতে যারা
খ. পূজা-পার্বণে যারা নদীতে স্নান করতে যায়
গ. নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ
ঘ. নদীতে জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত জনগণ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপ কোন জেলায় ?
ক. ভোলা
খ. নোয়াখালী
গ. চট্টগ্রাম
ঘ. কক্সবাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি?
ক. ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
খ. ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
গ. পত্র পতনশীল জাতীয়
ঘ. ম্যানগ্রোভ জাতীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ হিরন পয়েন্ট : সুন্দরবন :: এলিফ্যাণ্ট পয়েন্ট :
ক. বান্দরবান
খ. কক্সবাজার
গ. রাঙ্গামাটি
ঘ. সিলেট
উত্তরঃ খ

প্রশ্নঃ পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. ভৈরব
ঘ. নরসিংদী
উত্তরঃ খ

প্রশ্নঃ মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?
ক. মধুমতি
খ. আড়িয়াল খাঁ
গ. পদ্মা
ঘ. কুমার
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে জলপ্রপাত রয়েছে –
ক. জাফলং
খ. রাঙ্গামাটি
গ. মাধবকুণ্ড
ঘ. ইমছড়ি
উত্তরঃ গ

প্রশ্নঃ চরফ্যাশন কোন জেলায় ?
ক. ভোলা
খ. বরিশাল
গ. বাগেরহাট
ঘ. লক্ষীপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ক. ফেনী নদী
খ. সাঙ্গু নদী
গ. নাফ নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তরঃ খ

প্রশ্নঃ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচু ভূমিকে বলে –
ক. বরেন্দ্রভূমি
খ. মধুপুরের
গ. ভাওয়ালের গড়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ উত্তর -পূর্ব দিক থেকে আগত পদ্মার উপ-নদী কোনটি ?
ক. পুনর্ভবা
খ. আত্রাই
গ. বরাল
ঘ. মহানন্দা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নির্মল চর কোথায় অবস্থিত ?
ক. ফেনী
খ. ভোলা
গ. রাজশাহী
ঘ. হাতিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত ?
ক. লক্ষীপুর
খ. কক্সবাজার
গ. নোয়াখালী
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!