বাংলাদেশ বিষয়াবলী-৯৮

প্রশ্নঃ ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় –
ক. সদরঘাটে
খ. চাঁদনীঘাটে
গ. পোস্তগোলায়
ঘ. শ্যামবাজারে
উত্তরঃ খ

প্রশ্নঃ রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিস্কৃত হয়েছে ?
ক. চুনাপাথর
খ. কয়লা
গ. চীনামাটি
ঘ. তামা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. গোপালপুর
গ. পাকশী
ঘ. ঈশ্বরদী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?
ক. টি.এস.পি
খ. ইউরিয়া
গ. সবুজ সার
ঘ. মিউরেট অব পটাশ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে –
ক. খুলনা বিভাগে
খ. চট্টগ্রাম বিভাগে
গ. বরিশাল বিভাগে
ঘ. সিলেট বিভাগে
উত্তরঃ খ

প্রশ্নঃ দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে?
ক. কঠিন শিলা
খ. কয়লা
গ. চুনাপাথর
ঘ. কাদামাটি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের তেল শোধনাগারের নাম – (What is the name of the Oil refinery in Bangladesh ?)
ক. Jamuna Oil & Co.
খ. Burma Estern Refinery
গ. Eastern Refinery
ঘ. Meghna Oil Co.
ঙ. Petrobangla Refinery
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের রেয়নমিল কোথায় অবস্থিত ?
ক. রাজশাহী
খ. নারায়ণগঞ্জ
গ. খুলনা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ ঘ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের সাগর-নদী, পাহাড়-পর্বত, হাওড়-বিল, চর ও দ্বীপ সম্পর্কিত তথ্যবলী:

প্রশ্নঃ কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
ক. পদ্মা
খ. যমুনা
গ. মেঘনা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুবলার চর’ কোথায় অবস্থিত ?
ক. সেন্টমার্টিনে
খ. সুন্দরবনের দক্ষিন উপকূলে
গ. ভোলা জেলায়
ঘ. মাধবকুণ্ডের পাশে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ক. রাজশাহী
খ. পাবনা
গ. বগুড়া
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
ক. কাঞ্চন
খ. কালীগঙ্গা
গ. কপোতাক্ষ
ঘ. করতোয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?
ক. মালভূমি
খ. প্লাবন সমভূমি
গ. পাহাড়
ঘ. দ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় ?
ক. কক্সবাজার
খ. কুয়াকাটা
গ. দীঘা
ঘ. পাটায়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত?
ক. মৌলভীবাজার
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ খ

প্রশ্নঃ সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত ?
ক. যমুনা নদীতে
খ. বঙ্গোপসাগরে
গ. মেঘনার মোহনায়
ঘ. সন্দ্বীপ চেনেল
উত্তরঃ খ

প্রশ্নঃ নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?
ক. শিলাইদহ-মেঘনা
খ. চালনা-যমুনা
গ. সারদা-পদ্মা
ঘ. ঠাকুরগাঁও-পশুর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের নদী গবেষণা ইন্সিটিউট কোথায়?
ক. ফরিদপুর
খ. চাঁদপুর
গ. চট্টগ্রাম
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ক. চাঁদপুর
খ. সিরাজগঞ্জ
গ. গোয়ালন্দ
ঘ. ভোলা
উত্তরঃ গ

প্রশ্নঃ চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?
ক. হিমালয়
খ. আরাকান ইয়োমা
গ. কারাকোরাম
ঘ. তিয়েনশান
উত্তরঃ খ

প্রশ্নঃ সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?
ক. পদ্মা
খ. যমুনা
গ. করতোয়া
ঘ. আত্রাই
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি ?
ক. ব্রহ্মপুত্র
খ. পদ্মা
গ. মেঘনা
ঘ. যমুনা
উত্তরঃ ক

প্রশ্নঃ The highest mountain peak in Bangladesh is –
ক. Tajingdong
খ. Bijoy Tajingdong
গ. Bijoy Odong
ঘ. Caocradong
উত্তরঃ ক

প্রশ্নঃ ভবদহ বিল অবস্থিত –
ক. ফরিদপুর
খ. জামালপুরে
গ. যশোরে
ঘ. পটুয়াখালীতে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. ভোলা
খ. সন্দ্বীপ
গ. সেন্টমাটিন
ঘ. হাতিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ The river Naf runs in Bangladesh along the border of –
ক. India
খ. Nepal
গ. Myanmar
ঘ. Thailand
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ বরেন্দ্রভূমি হলো –
ক. সাম্প্রতিককালে প্লাবন সমভূমি
খ. টারশিয়ারী যুগের পাহাড়
গ. প্লাইস্টোসিনকালের সোপান
ঘ. পাদদেশীয় পলল সমভূমি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক. সুরমা
খ. কর্ণফুলী
গ. তিস্তা
ঘ. মেঘনা
উত্তরঃ খ

প্রশ্নঃ ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী
উত্তরঃ খ

প্রশ্নঃ অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়
ক. সেন্টমার্টিন
খ. রাঙ্গাবালি
গ. চর আলেকজান্ডার
ঘ. ছেড়া দ্বীপ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!