বাংলাদেশ বিষয়াবলী-৯৭

প্রশ্নঃ মধ্যপাড়া কঠিন শিলাখনি কোন জেলায় অবস্থিত ?
ক. সিলেট
খ. রংপুর
গ. দিনাজপুর
ঘ. জয়পুরহাট
উত্তরঃ গ

প্রশ্নঃ পানি দূষণের জন্য দায়ী –
ক. শিল্প কারখানার বর্জ্য পদার্থ
খ. জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক
গ. শহর ও গ্রামের ময়লা আবর্জনা
ঘ. উপরের সবকয়টিই
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পচাব্দি গাজী কেন বিখ্যাত ?
ক. সমাজসেবক
খ. গীতিকার
গ. শিকার
ঘ. দাবা খেলোয়াড়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
ক. ২ কোটি ৪০ লক্ষ একর
খ. ২ কোটি ৫০ লক্ষ একর
গ. ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ. ২ কোটি ২১ লক্ষ একর
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউরিয়া সারের কাঁচামাল –
ক. অপরিশোধিত তেল
খ. ক্রিংকার
গ. আমনিয়া
ঘ. মিথেন গ্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন ?
ক. জে এইচ বি হেলেন
খ. লর্ড লিনলিথগো
গ. লর্ড ক্লাইভ
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের (White Gold) কোনটি?
ক. ইলিশ
খ. পাট
গ. রুপা
ঘ. চিংড়ি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়?
ক. কৈলাশটিলা
খ. হালুয়াঘাট
গ. হরিপুর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি ?
ক. বেলে মাটি
খ. এঁটেল মাটি
গ. দো-আঁশ মাটি
ঘ. পলি মাটি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন ?
ক. ইউরিয়া মিশ্রিত খড় তাড়াতাড়ি হজম হয়
খ. ইউরিয়া মিশ্রিত খড়ে প্রচুর ভিটামিন থাকে
গ. ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে
ঘ. ইউরিয়া মিশ্রিত খড়ে প্রচুর ফসফরাস থাকে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে পিট (Peat) কয়লা পাওয়া যায় কোন জেলায় ?
ক. বগুড়া
খ. ময়মনসিংহ
গ. সিলেট
ঘ. টাঙ্গাইল
উত্তরঃ খ, গ

প্রশ্নঃ কোন মৌল গাছে সরবরাহের জন্য মাটিতে ‘মিউরেট অব পটাশ’ দেওয়া হয় ?
ক. নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. সালফার
ঘ. পটাসিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় ?
ক. সিলেটের পাহাড়ে
খ. কক্সবাজার সমুদ্র সৈকতে
গ. সুন্দরবনে
ঘ. লালমাই এলাকায়
উত্তরঃ খ

প্রশ্নঃ বেসিমার পদ্ধতি দ্বারা কি উৎপাদন করা হয় ?
ক. সাবান
খ. ইউরিয়া
গ. ইস্পাত
ঘ. পেট্রোল
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৪ মার্চ ২০১৫ কোন জেলায় প্রথমবারের মত চা চাষ শুরু হয়?
ক. লালমনিরহাট
খ. দিনাজপুর
গ. রংপুর
ঘ. নীলফামারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৫ এপ্রিল ২০১৭ জাতীয় বীজ বোর্ডের ৯২তম সভায় কতটি নতুন জাতের পাট চাষাবাদের জন্য অনুমোদন দেয়?
ক. ৩টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ১টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রুপালী’ ও ‘ডেলফোজ’ কি ?
ক. উন্নত জাতের চা
খ. উন্নত জাতের তুলা
গ. উন্নত জাতের পশম
ঘ. উন্নত জাতের তৈলবীজ
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের সর্ববৃহৎ বীজ খামার কোথায় অবস্থিত?
ক. কয়রা, খুলনা
খ. পত্নীতলা, নওগাঁ
গ. দশমিনা, পটুয়াখালী
ঘ. নলছীটি, ঝালকাঠি
উত্তরঃ গ

প্রশ্নঃ দিনাজপুরের বড়পুকুরিয়া কিসের জন্য বিখ্যাত ?
ক. প্রথম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র
খ. প্রথম গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র
গ. দ্বিতীয় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র
ঘ. দ্বিতীয় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে?
ক. ১৩টি
খ. ২৩টি
গ. ১৯টি
ঘ. ২৪টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম অরণ্যের নাম ‘সুন্দরবন’ হওয়ার কারণ হলো-
ক. এক প্রকার হরিণ
খ. এক প্রকার বাঘ
গ. এক প্রকার গাছ
ঘ. এক প্রকার ঘাস
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কতভাগে ভাগ করা যায়?
ক. ৫ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৬ ভাগে
ঘ. ৪ ভাগে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের পোনামাছ ধরা নিষিদ্ধ?
ক. ২০ সে.মি.
খ. ২৩ সে.মি.
গ. ২৫ সে.মি.
ঘ. ৩০ সে.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয় ?
ক. উর্বরতা বৃদ্ধি পায়
খ. অনুর্বর হয়
গ. বনে গাছের উপকার হয়
ঘ. উপরের মাটির স্তর ক্ষয় হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা-
ক. ১৭ টি
খ. ১৮ টি
গ. ২৩ টি
ঘ. ২৫ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
ক. আখের ছোবরা
খ. বাঁশ
গ. জারুল গাছ
ঘ. নল-খাগড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি ?
ক. হাড়ের গুড়া
খ. সরিষার খৈল
গ. গৃহস্থলীর ছাই
ঘ. মাছের কাঁটা
উত্তরঃ খ

প্রশ্নঃ সেমুতাং গ্যাসক্ষেত্র অবস্থিত-
ক. বান্দরবানে
খ. খাগড়াছড়িতে
গ. সুনামগঞ্জে
ঘ. রাঙ্গামাটিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে?
ক. ৬৩ টি জেলা
খ. ৬১ টি জেলা
গ. ৫১ টি জেলা
ঘ. ৪৯ টি জেলা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা কোনটি?
ক. জিয়া সার কারখানা, আশুগঞ্জ
খ. ঘোড়াশাল সার কারখানা
গ. ফেষ্ণুগঞ্জ সার কারখানা
ঘ. যমুনা সার কারখানা, তারাকান্দি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!