জন্ম : ৭ আগস্ট , ১৯৬৮ যশোর । পৈতৃক নিবাস হরিপুর গ্রাম , পাবনা।
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী । তিনি বীরবল ছদ্মনামে লিখতেন । বীরবলের হালখাতা নামে চলিত রীতিতে তিনি প্রথম গদ্য রচনা করেন।
তাঁর সম্পাদিত পত্রিকা হলো সবুজ – পত্র ও বিশ্বভারতী । সবুজপত্র পত্রিকাটিকে বাংলা চলিতরীতির মুখপত্র বলা হয় । ১৯৩৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন । ২ সেপ্টেম্বর ১৯৪৬ সালে তিনি মৃত্যুবরণ করেন ।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী – প্রমথ চৌধুরী :
০১ । বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ? = প্রমথ চৌধুরী ।
০২ । ‘ বীরবল ’ ছদ্মনামে কে লিখতেন ? = প্রমথ চৌধুরী ।
০৩ । ‘ বীরবলের হালখাতা ’ গ্রন্থটি কোন ধরনের রচনা ? = প্রবন্ধ ।
০৪ । বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক কে ? = প্রমথ চৌধুরী ।
০৫ । বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্বক প্রবন্ধ রচনা করেন = প্রমথ চৌধুরী ।
০৬ । ‘ তেল নুন লাকড়ি ’ রচনা করেন = প্রমথ চৌধুরী ।
০৭ । শাস্ত্রমতে কাব্যরস কী ? = অমৃত ।
০৮ । প্রমথ চৌধুরী একজন = প্রাবন্ধিক ।
০৯ । ‘ সনেট পঞ্চাশৎ ’ কার রচনা ? = প্রমথ চৌধুরী ।
১০ । চলিত ভাষায় গদ্যের সার্থক প্রবর্তন করেন কে ? = প্রমথ চৌধুরী ।
১১ । প্রমথ চৌধুরী কোন পত্রিকার সসম্পাদনা করেন ? = সবুজপত্র ।
১২ । সাহিত্য খেলা প্রবন্ধে ‘ রোদ্যাঁ ’ কী ? = এক ব্যাক্তির নাম ।
১৩ । ‘ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ’ কার উক্তি ? = প্রমথ চৌধুরী ।
১৪ । “ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে , উল্টোতে গেলে মুখে কালি পড়ে ” – কার উক্তি ? = প্রমথ চৌধুরী ।
১৫ । প্রমথ চৌধুরীর সম্পাদিত সবুজপত্র কত সালে প্রকাশিত হয় ? = ১৯১৪ সালে ।
আরো পড়ুন:
- শামসুর রাহমান
- জহির রায়হান
- মুনীর চৌধুরী
- সৈয়দ ওয়ালী উল্লাহ
- জসীম উদ্দীন
- মাইকেল মধুসূদন দত্ত
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মীর মোশাররফ হোসেন
- বেগম রোকেয়া
- জীবনানন্দ দাশ
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- হুমায়ুন আহমেদ
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ইবুক