শামসুর রাহমান

জন্ম : ২৪ অক্টোবর , ১৯২৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

কবি শামসুর রাহমানের ডাক নাম ছিল বাচ্ছু ও ছদ্মনাম ছিল মজলুম আবিদ । তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন । বঙ্গবন্ধু শেখ মুজিব যখন কারাগারে ছিল তখন তাঁকে উদ্দেশ্য করে বিখ্যাত টেলেমেকাস কবিতাটি লিখেন।

তিনি আদমজী পুরস্কার , বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পুরস্কার লাভ করেন । ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী – শামসুর রাহমান :

০১ । কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? = প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ।

০২ । ‘ উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ ’ কার লেখা ? = শামসুর রাহমান ।

০৩ । ‘ আসাদের শার্ট ’ কবিতার লেখক কে ? = শামসুর রাহমান ।

০৪ । ‘ স্বাধীনতা তুমি ’ কবিতার লেখক কে ? = শামসুর রাহমান ।

০৫ । ‘ নিরালোকে দিব্যরথ ’ শামসুর রাহমানের কোন ধরনের রচনা ? = কাব্যগ্রন্থ ।

০৬ । ‘ একটি ফটোগ্রাফ ’- কবি শামসুর রাহমানের কোন ধরনের লেখা ? = কবিতা ।

০৭ । ‘ স্মৃতির শহর ’ – কবি শামসুর রাহমানের কোন ধরনের লেখা ? = আত্মস্মৃতি ।

০৮ । ‘ এলো সে অবেলায় ’ – উপন্যাসের লেখক কে ? = শামসুর রাহমান ।

০৯ । শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? = প্রথম গান , দ্বিতীয় মৃত্যুর আগে ।

১০ । ‘ তুমি আসবে বলে হে স্বাধীনতা ’ – কবিতার লেখক কে ? = শামসুর রাহমান ।

১১ । ‘ বাংলাদেশ স্বপ্ন দ্যাখে ’ – গ্রন্থটির লেখক কে ? = শামসুর রাহমান ।

১২ । ‘ প্রতিদিন ঘরহীন ঘরে ’ – কাব্যগ্রন্থের লেখক কে ? = শামসুর রাহমান ।

১৩ । ‘ দুঃসময়ের মুখোমুখি ’ কার লেখা ? = শামসুর রাহমান ।

১৪ । ‘ রৌদ্র করোটিতে ’ – শামসুর রাহমানের কোন ধরনের গ্রন্থ ? = কাব্য ।

১৫ । শামসুর রাহমানের কবিতার বইয়ের নাম কি ? = প্রতিদিন ঘরহীন ঘরে ।

১৬ । ‘ নিজ বাসভূমে ’ – কাব্যগ্রন্থটি কার লেখা ? = শামসুর রাহমান ।

১৭ । ‘ অক্টোপাস ’ শামসুর রাহমানের কোন ধরনের লেখা ? = উপন্যাস ।

১৮ । ‘ বন্দী ‍শিবির থেকে ’ – এর রচয়িতা কে ? = শামসুর রাহমান ।

১৯ । ‘ এলাটিং বেলাটিং ’ ও ‘ ধান ভানলে কুঁড়ো দিব ’ কোন ধরনের লেখা ? = শিশুতোষ গ্রন্থ ।

২০ । ‘ কালের ধুলোয় লেখা ’ কোন ধরনের লেখা ? = আত্মস্মৃতি ।

২১ । ‘ মৈনাক ’ কোন কবির ছদ্মনাম ? = শামসুর রাহমান ।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!