বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

জন্ম : ২৬ জুন , ১৮৩৮ সালে ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে।

বাংলা উপন্যাস সাহিত্যেধারার প্রতিষ্ঠাতা পুরুষ বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে পাশ্চাত্য আর্দশ বা ভাবধারার প্রথম ঔপন্যাসিক । তার উপাধি সাহিত্য সম্রাট । তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্রাজুয়েট।

তার ছদ্মনাম হলো কমলাকান্ত । তাঁর সম্পাদিত পত্রিকার নাম হলো বঙ্গদর্শন । ৮ এপ্রিল , ১৮৯৪ সালে তিনি মৃত্যুবরণ করেন ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় :

০১ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেন ? = ১৯৩৮ সালে ।

০২ । বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি ? = কপালকুন্ডলা ।

০৩ । বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ? = দুর্গেশনন্দিনী ।

০৪ । ‘ দুর্গেশনন্দিনী ’ শব্দের অর্থ কি ? = দুর্গ প্রধানের কন্যা ।

০৫ । ‘ কৃষ্ণকান্তের উইল ’ কোন ধরনের রচনা ? = সামাজিক উপন্যাস ।

০৬ । বঙ্কিমচন্দ্রের নায়িকা প্রধান উপন্যাস কোনটি ? = রাজসিংহ ।

০৭ । ‘ বিষবৃক্ষ ’ বঙ্কিমচন্দ্র কোন শ্রেণির নাটক ? = সামাজিক ।

০৮ । বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনগুলো ? = সীতারাম , দেবী চৌধুরাণী , আনন্দমমঠ ।

০৯ । বঙ্কিমচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করেন ? = কলিকাতা ।

১০ । বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

১১ । বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ? = দুর্গেশনন্দিনী ।

১২ । ‘ কুন্দনন্দিনী ’ কোন উপন্যাসের চরিত্র ? = বিষবৃক্ষ ।

১৩ । ‘ আনন্দমঠ ’ উপন্যাসের লেখক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

১৪ । ‘ সাম্য ’ গ্রন্থের লেখক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

১৫ । ‘ কৃষ্ণকান্তের উইল ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি ? = গোবিন্দ্রলাল ও রোহিনী ।

১৬ । ‘ কপাল কুন্ডলা ’ কোন ধরনের উপন্যাস ? = রোমান্সমুলক ।

১৭ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি ? = বঙ্গদর্শন ।

১৮ । ‘ কমলাকান্তের দপ্তর ’ গ্রন্থটি কার লেখা ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

১৯ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন ? = ডেপুটি ম্যাজিস্ট্রেট ।

২০ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি ? = দুর্গেশনন্দিনী ।

২১ । সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত কোন লেখক ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

২২ । ‘ কপালকুন্ডলা ’ উপন্যাসের নায়কের নাম কি ? = নবকুমার ।

২৩ । ‘ Rajmohon’s Wife ’ গ্রন্থের লেখক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

২৪ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি ? = রাজসিংহ ।

২৫ । বাংলা উপন্যাস সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

২৬ । কমলাকান্তের দপ্তর কোন শ্রেণির রচনা ? = প্রবন্ধ ।

২৭ । ‘ দেবী চৌধুরাণী ’ উপন্যাসটির রচয়িতা কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!