আন্তর্জাতিক বিষয়াবলী-৮১

প্রশ্নঃ আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক. ইরাক
খ. আলজেরিয়া
গ. সৌদি আরব
ঘ. জর্ডান
উত্তরঃ ক

প্রশ্নঃ প্যারাডাইস পেপারস (Paradise Papers) কেলেঙ্কারি প্রকাশ পায় কবে?
ক. ৩০ আগস্ট ২০১৭
খ. ৫ নভেম্বর ২০১৭
গ. ১৫ নভেম্বর ২০১৭
ঘ. ১৩ নভেম্বর ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. সাইপ্রাস
ঘ. মরিশাস
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK) কবে গঠিত হয়?
ক. ২০ নভেম্বর ১৯৭৮
খ. ২২ নভেম্বর ১৯৭৮
গ. ২৫ নভেম্বর ১৯৭৮
ঘ. ২৮ নভেম্বর ১৯৭৮
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
ক. কানাডা
খ. ইতালি
গ. সুইডেন
ঘ. জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনাত লাভ করে?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
ক. ১৫০
খ. ১৫৬
গ. ১৭৮
ঘ. ১৭৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পোল্যান্ডের বর্তমান (২০১৫) ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. কাজিমিরা প্রুন্সকিন
খ. বিয়াতা মারিয়া এসজিদলো
গ. ইভা কোপাজ
ঘ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?
ক. ১১ জুলাই, ১৯৯৪
খ. ১২ জুলাই, ১৯৯৪
গ. ১৩ জুলাই, ১৯৯৪
ঘ. ১ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান?
ক. রাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. শাসনতান্ত্রিক রাজতন্ত্র
ঘ. সমাজতন্ত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ সৌদি আরবের নতুন বাদশাহর নাম কি?
ক. আবদুল্লাহ বিন আবদুল আজিজ
খ. মুকরিন বিন আবদুল আজিজ আল সউদ
গ. সালমান বিন আবদুল আজিজ
ঘ. আবদুল আজিজ ইবনে সউদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
ক. ২০ নভেম্বর ২০১৬
খ. ২৫ নভেম্বর ২০১৬
গ. ২৮ নভেম্বর ২০১৬
ঘ. ৩০ নভেম্বর ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ নেপালের পঞ্চায়েত ব্যবস্থার অধীনে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রীর নাম—-
ক. গিরিজা প্রসাদ কৈরালা
খ. সূর্য বাহাদুর থাপা
গ. সুশীল কৈরালা
ঘ. রাম থান যাদব
উত্তরঃ খ

প্রশ্নঃ নাইজেরিয়ার বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. জোনাথন গুডরাক
খ. কেনিয়াত্তা জোমো
গ. আথিকিউ নামদি
ঘ. মুহাম্মদ বুহারি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
ক. ১৯৮৮ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ১৯৯০ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বৃটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্র প্রধান নন?
ক. ফিজি
খ. কানাডা
গ. অস্ট্রিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
ক. মন্ট্রিল প্রটোকল
খ. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ. IPCC চুক্তি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ মিশরের বর্তমান (২০১৫) প্রধানমন্ত্রী কে?
ক. আবদেল ফাত্তাহ আল সিসি
খ. ইব্রাহীম মাহলাব
গ. সালাহ হেলাল
ঘ. শরিফ ইসমাইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফিজির বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. ফ্রান্সিস গুডি
খ. ইরথিন কাজিন
গ. জর্জ করনট
ঘ. জন মাগুফুলি
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র চায় ইসরাইল ক্ত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
ক. ১২ শতাংশ
খ. ১০ শতাংশ
গ. ১৩ শতাংশ
ঘ. ১১ শতাংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ২০০৮
গ. ২০০৭
ঘ. ১৯৯১
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ চীন সাগরের দ্বন্দ্ব নিয়ে নেদারল্যান্ডসের সালিশি আদালতে সম্প্রতি (২০১৫) মামলা করেছে কোন দেশ?
ক. ব্রুনাই
খ. মালয়েশিয়া
গ. ফিলিপাইন
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ফিনল্যান্ড এর প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
ক. ক্রিশ্চিয়ান মিকেলসেন
খ. তারজা হ্যালোনেন
গ. ফের এবিন্দ সিসভিনহু ফুন্দ
ঘ. আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি
উত্তরঃ গ

প্রশ্নঃ লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান কোন দেশের বংশোদ্ভুত?
ক. ইরাক
খ. ইরান
গ. পাকিস্তান
ঘ. আলজেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
ক. দাউদ খাঁ
খ. জহির শাহ
গ. নাদির শাহ
ঘ. নজীবুল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ জর্জ কেনান মার্কিন কুটনীতির ক্ষেত্রে কেন প্রসিদ্ধ?
ক. কূটনীতির নতুন ধারণা দেন
খ. ‘Containment Doctrine’-এর প্রবক্তা
গ. Detente প্রক্রিয়ার কর্ণধার
ঘ. নিবারক তত্বের জন্মদাতা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট ছিল তার নাম?
ক. ইউনিটা
খ. সান্ডিনিষ্টা
গ. কন্ট্রা
ঘ. সোয়াপো
উত্তরঃ গ

প্রশ্নঃ কিরগিজস্থানের বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?
ক. Omurbek Babanov
খ. Almazbek Atambayev
গ. Daniar Usenov
ঘ. Kurmanbek Bakiyev
উত্তরঃ খ

প্রশ্নঃ পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি?
ক. ইন্দেনেশিয়ার একটি অঙ্গ রাজ্য
খ. একটি স্বাধীন দেশ
গ. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
ঘ. কোনটি ঠিক নয়
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top