আন্তর্জাতিক বিষয়াবলী-৮২

প্রশ্নঃ নেপালের সর্বশেষ রাজা ছিলেন–
ক. ধীরেন্দ্র
খ. জ্ঞানেন্দ্র
গ. বীরেন্দ্র
ঘ. মহেন্দ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাজ্যের বর্তমান (২০১৬) ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. Maria Miller
খ. Amber Rudd
গ. Theresa May
ঘ. Nicky Morgan
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ফ্রান্সের বর্তমান (২০১৭) প্রধানমন্ত্রী কে?
ক. Édouard Philippe
খ. Arnaud Montebourg
গ. Benoît Hamon
ঘ. Sylvia Pinel
উত্তরঃ ক

প্রশ্নঃ পেরুর বর্তমান (২০১৭) ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. Ana Jara
খ. Rosario Fernández
গ. Mercedes Aráoz Fernández
ঘ. None of the above
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছিল?
ক. ফুনসিনপেক
খ. সিপিপি
গ. খেমাররুজ
ঘ. কেপিএলএনএফ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে?
ক. ভারত
খ. নেপাল
গ. যুক্তরাজ্য
ঘ. মিশর
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাজ্যের রাণী কোন দেশটির রাষ্ট্রপ্রধান?
ক. নিউজিল্যান্ড
খ. কানাডা
গ. সাইপ্রাস
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান (২০১৭) অর্থমন্ত্রী কে?
ক. জেফ সেশন্স
খ. জেমস ম্যাটিস
গ. স্টিভেন মুচিন
ঘ. রেক্স টিলারসন
উত্তরঃ গ

প্রশ্নঃ লিথুয়ানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. কাজিমিরা প্রুন্সকিন
খ. ডালিয়া গ্রেবাস্কুট
গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
ঘ. লাইমদোতা স্টারুজুমা
উত্তরঃ খ

প্রশ্নঃ প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি প্রকাশ করে কোন সংগঠন?
ক. U.S. Secretary of Commerce Wilbur Ross
খ. Süddeutsche Zeitung
গ. International Consortium of Investigative Journalists(ICIJ)
ঘ. None of them
উত্তরঃ গ

প্রশ্নঃ মার্শাল দ্বীপপুঞ্জের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি?
ক. হিলদা হিউগেট
খ. ঝাউ হাইনে
গ. হিলদা হাইনে
ঘ. জিউম হিউ
উত্তরঃ গ

প্রশ্নঃ ফিনল্যান্ড এর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. এরনা সোলবার্গ
খ. তারজা হ্যালোনেন
গ. গ্রো হারলেম ব্রান্ডেটল্যান্ড
ঘ. আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিল?
ক. পর্তুগাল
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়েশিয়া
ঘ. ফিলিপাইন
উত্তরঃ খ

প্রশ্নঃ Ping Pong Dplomacy-র সাথে কোন দেশটি সংশ্লিষ্ট
ক. চীন
খ. জাপান
গ. ইসরাইল
ঘ. কোরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি?
ক. সাই ইং ওয়েন
খ. ওয়েন সাই
গ. তিউ ওয়েন
ঘ. সাং ইয়ং
উত্তরঃ ক

প্রশ্নঃ শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
ক. অনিল বিক্রমাসিংহে
খ. রঙ্গনাথন হেরাথ
গ. মাইথ্রিপালা সিরিসেনা
ঘ. মাহিন্দ্র রাজাপাকসে
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাজ্যের BREXIT বিষয়ক মন্ত্রী কে?
ক. George Osborne
খ. Michael Fallon
গ. Nicky Morgan
ঘ. David Davis
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Bhumibol is the king of which country?/ ভূমিবল কোন দেশের রাজা?
ক. Nepal
খ. Malaysia
গ. Thailand
ঘ. Bhutan
উত্তরঃ গ

প্রশ্নঃ অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে?
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীনতার সময় এ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ফ্রান্স
খ. যুক্তরাজ্য
গ. ইতালি
ঘ. পর্তুগাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. লিউ ইয়ানদং
খ. লিউ ইয়াং
গ. সাই ইং-ওয়েন
ঘ. ইউ ইউ তু
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে বিশ্বের দীর্ঘকালীন শাসক কে?
ক. রানী দ্বিতীয় এলিজাবেথ
খ. ভূমিবল আদুলাদেজ
গ. মাহাথির মোহাম্মদ
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান–
ক. মারজিয়েহ মাখতুন
খ. মারজিয়েহ আফখাম
গ. আফখাম মাখতুন
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয়?
ক. রাজা
খ. প্রেসিডেন্ট
গ. প্রধানমন্ত্রী
ঘ. বাদশাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষনা করেন?
ক. ৭ জুন, ১৯৯৪
খ. ১১ জুন, ১৯৯৪
গ. ১ জুলাই, ১৯৯৪
ঘ. ১২ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ক

প্রশ্নঃ নেপালের রাজতন্ত্রের বিলুপ্ত ঘটে কোন সালে?
ক. ২০০৫
খ. ২০০৬
গ. ২০০৭
ঘ. ২০০৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. স্পেন
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. জার্মান
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল?
ক. মরক্কো
খ. ঘানা
গ. মিশর
ঘ. ইথিওপিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট সর্বাধিকবার বিলে ভেটো দেন?
ক. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
খ. গ্রোভার ক্লিভল্যান্ড
গ. হ্যারি এস. ট্রুম্যান
ঘ. ডুইট ডি. আইজেনহাওয়ার
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!