আন্তর্জাতিক বিষয়াবলী-৮০

প্রশ্নঃ লিথুয়ানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
ক. কাজিমিরা প্রুন্সকিন
খ. ডালিয়া গ্রেবাস্কুট
গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
ঘ. লাইমদোতা স্টারুজুমা
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাকৃতিক আইনের উদ্ভব হয়ঃ
ক. থমাস হবসন, হুগো গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
খ. ম্যাগনা কার্টা থেকে
গ. গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
ঘ. কনফুসিয়ানিজম থেকে
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জম্মু ও কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে?
ক. মমতা বন্দ্যোপাধ্যায়
খ. মায়াবতী
গ. জয়ললিতা
ঘ. মেহবুবা মুফতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)-এর নতুন প্রেসিডেন্ট কে?
ক. বন্দর আল-হাজর (সৌদি আরব)
খ. বাবাতুন্দে অসোতিমেহিন (নাইজেরিয়া)
গ. আহমেদ আবুল ঘেইত (মিসর)
ঘ. সৈয়দ আলী মোহাম্মদ (ইরান)
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?
ক. সিঙ্গাপুর
খ. থাইল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. ব্রুনাই দারুস সালাম
উত্তরঃ খ

প্রশ্নঃ লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. বৃটেন
খ. ফ্রান্স
গ. তুরস্ক
ঘ. স্পেন
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের কোন দেশে কোন সংবিধান বা সংসদ নেই?
ক. ইরাক
খ. ইরান
গ. সৌদি আরব
ঘ. ওমান
উত্তরঃ গ

প্রশ্নঃ জার্মানির ইতিহাসে প্রথম মুসলিম স্পিকার কে?
ক. আনোয়ার খান
খ. আইরিন খান
গ. মুহতেরেম আরাস
ঘ. সাদিক খান
উত্তরঃ গ

প্রশ্নঃ ১২ মে ২০১৬ যুক্তরাষ্ট্র কোন দেশে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে?
ক. হাঙ্গেরি
খ. ইউক্রেন
গ. বুলগেরিয়া
ঘ. রোমানিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ কবে মারা যান?
ক. ২২শে জানুয়ারী ২০১৫
খ. ২৩শে মার্চ ২০১৫
গ. ২৩শে এপ্রিল ২০১৫
ঘ. ২১ ফেব্রুয়ারী ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ডেনমার্কের (২০১৫) নতুন প্রধানমন্ত্রী কে?
ক. মার্ক রুটে
খ. ম্যানুয়েল ডালাস
গ. লার্স লোয়েক্কি রাসমুসেন
ঘ. হেল থার্নিং স্মিদ
উত্তরঃ গ

প্রশ্নঃ নেপালের বর্তমান (২০১৫) প্রধানমন্ত্রী কে?
ক. সুশীল কৈরালা
খ. কে পি শর্মা অলি
গ. মাধব কুমার নেপাল
ঘ. সূর্য বাহাদুর থাপা
উত্তরঃ খ

প্রশ্নঃ বসনিয়া-হারজেগোভিনা স্বাধীনতা গোষনা করে-
ক. ১৯৮৯ সালে
খ. ১৯৯০ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ১৯৯২ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ফ্রান্সের বর্তমান ও ২৫তম প্রেসিডেন্ট কে?
ক. Jean-Luc Mélenchon
খ. François Fillon
গ. Marine Le Pen
ঘ. Emmanuel Macron
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নেপাল বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক. মি: কাইরালা
খ. মি: থাপা
গ. মি: রানা
ঘ. মি: দেউবা
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ লন্ডনের প্রথম মুসলিম মেয়র কে?
ক. সালমান ফারসি
খ. আনোয়ার খান
গ. আইরিন খান
ঘ. সাদিক খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লাটভিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
ক. আন্নোলি টুয়োলিক্কি
খ. এরনা সোলবার্গ
গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
ঘ. লিইমদোতা স্টারুজুমা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০০৭ সালে নেপাল কত বছরের পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে?
ক. ২৩৫ বছর
খ. ২৪০ বছর
গ. ২৪৬ বছর
ঘ. ২৩৮ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন?
ক. ইয়াসির আরাফাত
খ. কফি আনান
গ. ওসামা বিল লাদেন
ঘ. অ্যারিয়েল শ্যারন
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের ৪৮তম ও নতুন ভাইস প্রেসিডেন্ট কে?
ক. ইভানকা ট্রাম্প
খ. কমলা হ্যারিস
গ. টিম কেইন
ঘ. মাইক পেন্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে আর্জেন্টিনার নির্বাচিত প্রেসিডেন্ট কে?
ক. দানিয়েল সিয়োলি
খ. মাওরিসিয়ো মাকরি
গ. ক্রিস্টিনা ফার্নানদেজ দ্য কিচনার
ঘ. ওপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ নরওয়ের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
ক. ক্রিশ্চিয়ান মিকেলসেন
খ. তারজা হ্যালোনেন
গ. ফের এবিন্দ সিসভিনহু ফুন্দ
ঘ. এরনা সোলবার্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন
খ. রাশিয়া
গ. সৌদি আরব
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার বর্তমান (২০১৭) প্রধানমন্ত্রী কে?
ক. Kim Hwang-sik
খ. Lee Nak-yeon
গ. Hwang Kyo-ahn
ঘ. Yoo Il-ho
উত্তরঃ খ

প্রশ্নঃ Singapure was the colony of/ সিঙ্গাপুর কোন দেশের উপনিবেশ ছিল?
ক. France
খ. UK
গ. Malaysia
ঘ. Itali
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
ক. ২ অক্টোবর (সকালে)
খ. ২ অক্টোবর (মাঝরাতে)
গ. ১ অক্টোবর (দুপুরে)
ঘ. ৩ অক্টোবর (মাঝরাতে)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন কে?
ক. প্রিন্স নরোদম সিহানুক
খ. হেং সামরিন
গ. পল পট
ঘ. লন নল
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার বর্তমান ও ১২তম প্রেসিডেন্ট কে?
ক. Moon Jae-in
খ. Hong Jun-pyo
গ. Ahn Cheol-soo
ঘ. Sim Sang-jung
উত্তরঃ ক

প্রশ্নঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
ক. ২১ বছর
খ. ২২ বছর
গ. ২৪ বছর
ঘ. ২৫ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. হালিমা ইয়াকুব
খ. ফাতেমা বিনতে আব্দুল লতিফ
গ. ইন্টান আজুরা মোখতার
ঘ. খোর লেং সুয়ান
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!