আন্তর্জাতিক বিষয়াবলী-৮১

প্রশ্নঃ আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক. ইরাক
খ. আলজেরিয়া
গ. সৌদি আরব
ঘ. জর্ডান
উত্তরঃ ক

প্রশ্নঃ প্যারাডাইস পেপারস (Paradise Papers) কেলেঙ্কারি প্রকাশ পায় কবে?
ক. ৩০ আগস্ট ২০১৭
খ. ৫ নভেম্বর ২০১৭
গ. ১৫ নভেম্বর ২০১৭
ঘ. ১৩ নভেম্বর ২০১৭
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. সাইপ্রাস
ঘ. মরিশাস
উত্তরঃ ক

প্রশ্নঃ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK) কবে গঠিত হয়?
ক. ২০ নভেম্বর ১৯৭৮
খ. ২২ নভেম্বর ১৯৭৮
গ. ২৫ নভেম্বর ১৯৭৮
ঘ. ২৮ নভেম্বর ১৯৭৮
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
ক. কানাডা
খ. ইতালি
গ. সুইডেন
ঘ. জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনাত লাভ করে?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
ক. ১৫০
খ. ১৫৬
গ. ১৭৮
ঘ. ১৭৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পোল্যান্ডের বর্তমান (২০১৫) ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. কাজিমিরা প্রুন্সকিন
খ. বিয়াতা মারিয়া এসজিদলো
গ. ইভা কোপাজ
ঘ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?
ক. ১১ জুলাই, ১৯৯৪
খ. ১২ জুলাই, ১৯৯৪
গ. ১৩ জুলাই, ১৯৯৪
ঘ. ১ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান?
ক. রাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. শাসনতান্ত্রিক রাজতন্ত্র
ঘ. সমাজতন্ত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ সৌদি আরবের নতুন বাদশাহর নাম কি?
ক. আবদুল্লাহ বিন আবদুল আজিজ
খ. মুকরিন বিন আবদুল আজিজ আল সউদ
গ. সালমান বিন আবদুল আজিজ
ঘ. আবদুল আজিজ ইবনে সউদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
ক. ২০ নভেম্বর ২০১৬
খ. ২৫ নভেম্বর ২০১৬
গ. ২৮ নভেম্বর ২০১৬
ঘ. ৩০ নভেম্বর ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ নেপালের পঞ্চায়েত ব্যবস্থার অধীনে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রীর নাম—-
ক. গিরিজা প্রসাদ কৈরালা
খ. সূর্য বাহাদুর থাপা
গ. সুশীল কৈরালা
ঘ. রাম থান যাদব
উত্তরঃ খ

প্রশ্নঃ নাইজেরিয়ার বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. জোনাথন গুডরাক
খ. কেনিয়াত্তা জোমো
গ. আথিকিউ নামদি
ঘ. মুহাম্মদ বুহারি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
ক. ১৯৮৮ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ১৯৯০ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বৃটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্র প্রধান নন?
ক. ফিজি
খ. কানাডা
গ. অস্ট্রিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
ক. মন্ট্রিল প্রটোকল
খ. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ. IPCC চুক্তি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ মিশরের বর্তমান (২০১৫) প্রধানমন্ত্রী কে?
ক. আবদেল ফাত্তাহ আল সিসি
খ. ইব্রাহীম মাহলাব
গ. সালাহ হেলাল
ঘ. শরিফ ইসমাইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফিজির বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. ফ্রান্সিস গুডি
খ. ইরথিন কাজিন
গ. জর্জ করনট
ঘ. জন মাগুফুলি
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র চায় ইসরাইল ক্ত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
ক. ১২ শতাংশ
খ. ১০ শতাংশ
গ. ১৩ শতাংশ
ঘ. ১১ শতাংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ২০০৮
গ. ২০০৭
ঘ. ১৯৯১
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ চীন সাগরের দ্বন্দ্ব নিয়ে নেদারল্যান্ডসের সালিশি আদালতে সম্প্রতি (২০১৫) মামলা করেছে কোন দেশ?
ক. ব্রুনাই
খ. মালয়েশিয়া
গ. ফিলিপাইন
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ফিনল্যান্ড এর প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
ক. ক্রিশ্চিয়ান মিকেলসেন
খ. তারজা হ্যালোনেন
গ. ফের এবিন্দ সিসভিনহু ফুন্দ
ঘ. আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি
উত্তরঃ গ

প্রশ্নঃ লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান কোন দেশের বংশোদ্ভুত?
ক. ইরাক
খ. ইরান
গ. পাকিস্তান
ঘ. আলজেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
ক. দাউদ খাঁ
খ. জহির শাহ
গ. নাদির শাহ
ঘ. নজীবুল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ জর্জ কেনান মার্কিন কুটনীতির ক্ষেত্রে কেন প্রসিদ্ধ?
ক. কূটনীতির নতুন ধারণা দেন
খ. ‘Containment Doctrine’-এর প্রবক্তা
গ. Detente প্রক্রিয়ার কর্ণধার
ঘ. নিবারক তত্বের জন্মদাতা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট ছিল তার নাম?
ক. ইউনিটা
খ. সান্ডিনিষ্টা
গ. কন্ট্রা
ঘ. সোয়াপো
উত্তরঃ গ

প্রশ্নঃ কিরগিজস্থানের বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?
ক. Omurbek Babanov
খ. Almazbek Atambayev
গ. Daniar Usenov
ঘ. Kurmanbek Bakiyev
উত্তরঃ খ

প্রশ্নঃ পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি?
ক. ইন্দেনেশিয়ার একটি অঙ্গ রাজ্য
খ. একটি স্বাধীন দেশ
গ. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
ঘ. কোনটি ঠিক নয়
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!