প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় সদস্য কে ছিলেন?
ক. দাদাভাই নওরোজী
খ. রমেশ চন্দ্র দত্ত
গ. মওলানা মোহাম্মদ আলী
ঘ. স্যার সৈয়দ আহমদ
উত্তরঃ ক
প্রশ্নঃ কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
ক. ২০টি
খ. ১৯ টি
গ. ১৮টি
ঘ. ১৭ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ চলতি বছরের মতো শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল?
ক. ১৯০৫
খ. ১৯২০
গ. ১৯২১
ঘ. ১৯৩০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্রাজিল
খ. আর্জেন্টিনা
গ. পেরু
ঘ. পানামা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুসলিম বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দেন?
ক. আল আযহার
খ. কিং ফয়সাল
গ. কিং সৌদি
ঘ. কিং আবদুল্লাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ কোরিয়া কখন বিভক্ত হয়?
ক. ১৯৫৫ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৪৫ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২১ আগস্ট ২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে হটলাইন চালু করে?
ক. ইরাক
খ. ইরান
গ. আফগানিস্তান
ঘ. ভারত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
ক. লাসা
খ. উলানবাটোর
গ. পিয়ংইয়ং
ঘ. কাবুল
উত্তরঃ ক
প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন কত সালে বিলুপ্ত করা হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ পশ্চিম ইউরোপে ট্রুমান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫৩ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৫ আগস্ট ২০১৫ উত্তর কোরিয়া কি নামে নতুন সময় চালু করে?
ক. কোরিয় সময়
খ. পিয়ংইয়ং সময়
গ. এশিয় সময়
ঘ. উত্তর কোরিয়ান সময়
উত্তরঃ খ
প্রশ্নঃ PLOএর সদর দপ্তর কোথায়
ক. রামাল্লা
খ. জেনিন
গ. গাজা
ঘ. জেরুজালেম
উত্তরঃ ক
প্রশ্নঃ ফরাসী বিপ্লব সংঘটিত হয়েছিল-
ক. ১৬৪০ সালে
খ. ১৭৬৯ সালে
গ. ১৭৮৯ সালে
ঘ. ১৮১৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ইস্তাম্বুলের পূর্ব নাম-
ক. আঙ্কারা
খ. ইজমির
গ. কনস্টানটিনোপল
ঘ. আদানা
উত্তরঃ গ
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
ক. ৩০০ বছর
খ. ৩৩৫ বছর
গ. ৩৪২ বছর
ঘ. ৫০০ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ সেক্রেটারী অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ
প্রশ্নঃ নীরব খনির দেশ কোনটি?
ক. কিউবা
খ. বাংলাদেশ
গ. ঘানা
ঘ. মেক্সিকো
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমান ইসরাইলের প্রধানমন্ত্রী নাম-
ক. ইহুদ বারাক
খ. বেঞ্জামিন নেতানিয়াহু
গ. আইজ্যাক রবিন
ঘ. মিসেস গোল্ডামেয়ার
উত্তরঃ খ
প্রশ্নঃ গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?
ক. জর্জ ওয়াশিংটন
খ. ট্রুমান
গ. উড্রো উইলসন
ঘ. আব্রাহাম লিংকন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মার্কিন কংগ্রেসে প্রথম কৃষাঙ্গ নারীর নাম কি?
ক. মিয়া হ্যাম
খ. মিয়া লাভ
গ. ডায়ানা প্যান্টি
ঘ. পলিন ভেগা
উত্তরঃ খ
প্রশ্নঃ ৫ এপ্রিল ২০১৫ কোন দেশ পিতৃত্বকালীন ছুটি চালু করে?
ক. ওমান
খ. ইসরাইল
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ International Development Association (IDA) দরিদ্র উন্নয়নশীল দেশ গুলোকে শতকরা কত হার সুদে ঋণ দেয়?
ক. ২.৬২%
খ. ১.২৫%
গ. ০.৭৫%
ঘ. ০.২৫%
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে?
ক. দুবাই
খ. অমৃতসর
গ. শিকাগো
ঘ. জোহান্সবার্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ
ক. মার্টিন লুথার কিং
খ. মাদার তেরেসা
গ. প্রিন্সেস ডায়ানা
ঘ. নেলসন ম্যান্ডেলা
উত্তরঃ খ
প্রশ্নঃ Current president of the Palestine Authority Mr. Mahmud Abbas is also known as:
ক. Abu Ala
খ. Abu Mazen
গ. Nabil Shath
ঘ. Hanan Ashrawi
ঙ. Saeb Erakat
উত্তরঃ খ
প্রশ্নঃ ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
ক. যুক্তরাজ্য
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ
প্রশ্নঃ সোয়াত উপত্যকা কোন দেশে?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নে কোন শহরটিকে ঝরনার শহর বলা হয়?
ক. এথেন্স
খ. মিলান
গ. তাসখন্দ
ঘ. রোম
ঙ. জুরিখ
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্লাক ক্যাট কোন দেশের কমান্ডো বার্হিনী?
ক. নেপাল
খ. ভারত
গ. মায়ানমার
ঘ. ইরান
উত্তরঃ খ
প্রশ্নঃ দুশাম্বে কোন দেশের রাজধানী?
ক. উজবেকিস্তান
খ. কিরগিজস্তান
গ. কাজাকিস্তান
ঘ. তাজিকিস্তান
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)