আন্তর্জাতিক বিষয়াবলী-৬৯

প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় সদস্য কে ছিলেন?
ক. দাদাভাই নওরোজী
খ. রমেশ চন্দ্র দত্ত
গ. মওলানা মোহাম্মদ আলী
ঘ. স্যার সৈয়দ আহমদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
ক. ২০টি
খ. ১৯ টি
গ. ১৮টি
ঘ. ১৭ টি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চলতি বছরের মতো শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল?
ক. ১৯০৫
খ. ১৯২০
গ. ১৯২১
ঘ. ১৯৩০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্রাজিল
খ. আর্জেন্টিনা
গ. পেরু
ঘ. পানামা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুসলিম বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দেন?
ক. আল আযহার
খ. কিং ফয়সাল
গ. কিং সৌদি
ঘ. কিং আবদুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ কোরিয়া কখন বিভক্ত হয়?
ক. ১৯৫৫ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৪৫ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২১ আগস্ট ২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে হটলাইন চালু করে?
ক. ইরাক
খ. ইরান
গ. আফগানিস্তান
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
ক. লাসা
খ. উলানবাটোর
গ. পিয়ংইয়ং
ঘ. কাবুল
উত্তরঃ ক

প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন কত সালে বিলুপ্ত করা হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ পশ্চিম ইউরোপে ট্রুমান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫৩ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৫ আগস্ট ২০১৫ উত্তর কোরিয়া কি নামে নতুন সময় চালু করে?
ক. কোরিয় সময়
খ. পিয়ংইয়ং সময়
গ. এশিয় সময়
ঘ. উত্তর কোরিয়ান সময়
উত্তরঃ খ

প্রশ্নঃ PLOএর সদর দপ্তর কোথায়
ক. রামাল্লা
খ. জেনিন
গ. গাজা
ঘ. জেরুজালেম
উত্তরঃ ক

প্রশ্নঃ ফরাসী বিপ্লব সংঘটিত হয়েছিল-
ক. ১৬৪০ সালে
খ. ১৭৬৯ সালে
গ. ১৭৮৯ সালে
ঘ. ১৮১৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ইস্তাম্বুলের পূর্ব নাম-
ক. আঙ্কারা
খ. ইজমির
গ. কনস্টানটিনোপল
ঘ. আদানা
উত্তরঃ গ

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
ক. ৩০০ বছর
খ. ৩৩৫ বছর
গ. ৩৪২ বছর
ঘ. ৫০০ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ সেক্রেটারী অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ

প্রশ্নঃ নীরব খনির দেশ কোনটি?
ক. কিউবা
খ. বাংলাদেশ
গ. ঘানা
ঘ. মেক্সিকো
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমান ইসরাইলের প্রধানমন্ত্রী নাম-
ক. ইহুদ বারাক
খ. বেঞ্জামিন নেতানিয়াহু
গ. আইজ্যাক রবিন
ঘ. মিসেস গোল্ডামেয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?
ক. জর্জ ওয়াশিংটন
খ. ট্রুমান
গ. উড্রো উইলসন
ঘ. আব্রাহাম লিংকন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মার্কিন কংগ্রেসে প্রথম কৃষাঙ্গ নারীর নাম কি?
ক. মিয়া হ্যাম
খ. মিয়া লাভ
গ. ডায়ানা প্যান্টি
ঘ. পলিন ভেগা
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫ এপ্রিল ২০১৫ কোন দেশ পিতৃত্বকালীন ছুটি চালু করে?
ক. ওমান
খ. ইসরাইল
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ International Development Association (IDA) দরিদ্র উন্নয়নশীল দেশ গুলোকে শতকরা কত হার সুদে ঋণ দেয়?
ক. ২.৬২%
খ. ১.২৫%
গ. ০.৭৫%
ঘ. ০.২৫%
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে?
ক. দুবাই
খ. অমৃতসর
গ. শিকাগো
ঘ. জোহান্সবার্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ
ক. মার্টিন লুথার কিং
খ. মাদার তেরেসা
গ. প্রিন্সেস ডায়ানা
ঘ. নেলসন ম্যান্ডেলা
উত্তরঃ খ

প্রশ্নঃ Current president of the Palestine Authority Mr. Mahmud Abbas is also known as:
ক. Abu Ala
খ. Abu Mazen
গ. Nabil Shath
ঘ. Hanan Ashrawi
ঙ. Saeb Erakat
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
ক. যুক্তরাজ্য
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ সোয়াত উপত্যকা কোন দেশে?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নে কোন শহরটিকে ঝরনার শহর বলা হয়?
ক. এথেন্স
খ. মিলান
গ. তাসখন্দ
ঘ. রোম
ঙ. জুরিখ
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্লাক ক্যাট কোন দেশের কমান্ডো বার্হিনী?
ক. নেপাল
খ. ভারত
গ. মায়ানমার
ঘ. ইরান
উত্তরঃ খ

প্রশ্নঃ দুশাম্বে কোন দেশের রাজধানী?
ক. উজবেকিস্তান
খ. কিরগিজস্তান
গ. কাজাকিস্তান
ঘ. তাজিকিস্তান
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!