আন্তর্জাতিক বিষয়াবলী-৭০

প্রশ্নঃ Which country is the only one to be surrounded by a single country on all four side?/শুধুমাত্র কোন দেশটি তার চারদিকে অন্য দেশ দ্বারা পরিবেষ্টিত?
ক. বাংলাদেশ(Bangladesh)
খ. সার্বিয়া(Serbia)
গ. মঙ্গোলিয়া(Mongolia)
ঘ. লেসোথো(Lesotho)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিষিদ্ধ দেশ বলা হয়-
ক. ইসরাইলকে
খ. আফগানিস্তানকে
গ. তিব্বতকে
ঘ. কিউবাকে
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে?
ক. বিংশ
খ. ঊনবিংশ
গ. অষ্টাদশ
ঘ. সপ্তদশ
উত্তরঃ গ

প্রশ্নঃ চির সবুজের দেশ-
ক. বাংলাদেশ
খ. দক্ষিণ কোরিয়া
গ. নাটাল
ঘ. কিউবা
উত্তরঃ গ

প্রশ্নঃ সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?
ক. কিউবা
খ. চীন
গ. রাশিয়া
ঘ. চিলি
উত্তরঃ খ

প্রশ্নঃ আয়ারল্যান্ডের রাজধানী কোনটি?
ক. ডাবলিন
খ. বেলফাস্ট
গ. গ্লাসগো
ঘ. লন্ডন
উত্তরঃ ক

প্রশ্নঃ সলোমন-দীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক. ভারত মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর
ঘ. আর্কটিক মহাসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ মলদোভার রাজধানীর নাম কি?
ক. বুদাপেস্ট
খ. ভিয়েনা
গ. কিশিনাউ
ঘ. তিরানা
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে?
ক. ১২টি
খ. ১৪টি
গ. ১৬টি
ঘ. ১৮টি
উত্তরঃ খ

প্রশ্নঃ Bangladesh was known as-
ক. Abode of Peace
খ. Desart City
গ. Green city
ঘ. Democratic City
উত্তরঃ ক

প্রশ্নঃ আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত?
ক. তিব্বত
খ. কাশ্মীর
গ. ভুটান
ঘ. হিমাচল
উত্তরঃ খ

প্রশ্নঃ চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
ক. তুর্কমেন
খ. উইঘুর
গ. তাজিক
ঘ. কাজাখ
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপান নতুন করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ১০ জুলাই, ২০১৭
গ. ৬ জুলাই, ২০১৭
ঘ. ৮ জুলাই, ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. শ্রীলংকা
উত্তরঃ খ

প্রশ্নঃ গার্ড অব অনারে নেতৃত্ব দেয়া প্রথম নারী কোন দেশের?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. আমেরিকা
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ মাল্টার রাজধানী-
ক. অসলো
খ. ব্রাসিলিয়া
গ. লিবসন
ঘ. ভ্যালেটা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে Big One বলতে বোঝায়-
ক. চূড়ান্ত ভূমিকম্প
খ. স্টক বাজার পতন
গ. বাৎসরিক মটর চালনা উৎসব
ঘ. আণবিক যুদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ Doha is the capital of / দোহা কোন দেশের রাজধানী?
ক. Bahrain
খ. Qatar
গ. Brunei
ঘ. Oman
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন কোনটি?
ক. হোয়াইট হাউস
খ. হোয়াইট হল
গ. ১০ নং ডাউনিং স্ট্রীট
ঘ. বাকিংহাম প্যালেস
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) বিশ্বের কোন দেশে সর্বাধিক সুপার কম্পিউটার রয়েছে?
ক. ফ্রান্স
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ

প্রশ্নঃ পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোন্ডেন ট্রায়াঙ্গল, বলা হয়,
ক. মায়ানমার, থাইল্যান্ড
খ. মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
গ. মায়ানমার, থইল্যান্ড ও কম্বোডিয়া
ঘ. ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
উত্তরঃ খ

প্রশ্নঃ Two persons hanged for killing of the Indian prime minister Mrs. Indira Gandhi are/দুইজন ব্যক্তিকে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়। তারা হলেন
ক. Beant Singh and Satwant Singh
খ. Balbir Singh and Kehar Singh
গ. Kehar Singh and Satwant Singh
ঘ. Satwant Singh and Balbir Singh
উত্তরঃ ক

প্রশ্নঃ দিলি কোন দেশের রাজধানী?
ক. জ্যামাইকার
খ. ক্যামেরুনের
গ. পূর্ব তিমুরের
ঘ. ভারতের
উত্তরঃ গ

প্রশ্নঃ জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে?
ক. মাইকেল অ্যাঞ্জেলা
খ. অ্যাঞ্জেলা মার্কেল
গ. মাইকেল গ্রিফিন
ঘ. পল উলফোভিৎস
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান–
ক. পঞ্চম এডওয়ার্ড
খ. ষষ্ঠ এডওয়ার্ড
গ. সপ্তম এডওয়ার্ড
ঘ. অষ্টম এডওয়ার্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি?/ Land of Rising sun-
ক. চীন(China)
খ. জাপান(Japan)
গ. ইংল্যান্ড(England)
ঘ. সিঙ্গাপুর(Singapore)
উত্তরঃ খ

প্রশ্নঃ ইরাক অধ্যাসিত কুর্দিস্থানের রাজধানীর নাম কি?
ক. ডাহুক
খ. ইরবিল
গ. কিরকুক
ঘ. কুর্দিস্থান
উত্তরঃ খ

প্রশ্নঃ গার্ড অব অনারে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?
ক. দিপালী রায়
খ. পূজা ঠাকুর
গ. শারদা রানী
ঘ. দিপালী ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ জার্মান নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস কবে মৃত্যু বরণ করেন?
ক. ১০ এপ্রিল ২০১৫
খ. ১২ এপ্রিল ২০১৫
গ. ১৩ এপ্রিল ২০১৫
ঘ. ১৩ এপ্রিল ২০১৪
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের প্রথম ডটকম ডোমেইনের রেজিস্ট্রেশন হয় কবে?
ক. ১৫ মার্চ ১৯৮৫
খ. ২০ মার্চ ১৯৮৫
গ. ২৫ মার্চ ১৯৮৫
ঘ. ১২ মার্চ ১৯৮৫
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!