আন্তর্জাতিক বিষয়াবলী-৬৮

প্রশ্নঃ মলদোভার পূর্ব নাম কি ছিল?
ক. পারস্য
খ. বেসারাবিয়া
গ. সলসবেরি
ঘ. নিপ্পন
উত্তরঃ খ

প্রশ্নঃ গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র(USA)
খ. ব্রিটেন(UK)
গ. ইরাক(Iraq)
ঘ. কিউবা(Cuba)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ লাওসের রাজধানীর নাম কি?
ক. ভিয়েনতিয়েন
খ. হ্যানয়
গ. নমপেন
ঘ. হো চি মিন সিটি
উত্তরঃ ক

প্রশ্নঃ ফরাসি বিপ্লবের শিশু বলা হয়-
ক. রুশোকে
খ. জনলককে
গ. ভলতেয়ারকে
ঘ. নেপোলিয়নকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বে প্রথম হটলাইন চালু হয় কবে?
ক. ২৫ জুন ১৯৬০
খ. ২০ জুন ১৯৬৫
গ. ২০ জুন ১৯৬৪
ঘ. ২০ জুন ১৯৬৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাজারের শহর’ বলা হয় কোন শহরকে?
ক. কায়রো
খ. দুবাই
গ. রাবাত
ঘ. কুয়ালালামপুরে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নাগার্নো-কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
ক. আজারবাইজান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-লাটভিয়া
গ. কাজাখস্তান-আজারবাইজান
ঘ. রাশিয়া-আর্মেনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
ক. আফগানিস্তান
খ. নেপাল
গ. ভিয়েতনাম
ঘ. লাওস
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ার বা ভবনের নাম কি?
ক. ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
খ. সাংহাই টাওয়ার
গ. জেদ্দা টাওয়ার
ঘ. বুর্জ খলিফা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ট্রাফাল্‌গার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত?
ক. ওয়াশিংটন
খ. প্যারিস
গ. মস্কো
ঘ. লন্ডন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এলিসি প্রাসাদ হলো-
ক. স্পেনের রানীর প্রাসাদ
খ. ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন
গ. ভারতের রাষ্ট্রপতির বাসভবন
ঘ. ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ আইভরি কোস্টের লৌহমানবী হিসেবে খ্যাত কে?
ক. সিমোন কালানা
খ. সিমোন বাগবো
গ. তাওহিয়া বাগবো
ঘ. লাবিব লাওয়ানা
উত্তরঃ খ

প্রশ্নঃ যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত
ক. নূরজাহান
খ. ঘসেটি বেগম
গ. মমতাজ
ঘ. জেবুন্নেসা
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীন ও আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বা জনক কে?
ক. হো চিং
খ. লি চিং চু
গ. লি কুয়ান ইউ
ঘ. লি হেসিয়েন লং
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়-
ক. ১৯১৭
খ. ১৯৩৩
গ. ১৯৬২
ঘ. ১৯৬৭
উত্তরঃ ক

প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসি মাওরিরা দেশটিকে কি নামে ডাকে?
ক. নিউজিল্যান্ড
খ. অটিরোয়া
গ. জটিরোয়া
ঘ. কিউই
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে—-
ক. ফ্রান্সে
খ. ব্রিটেনে
গ. যুক্তরাষ্ট্রে
ঘ. জার্মানিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?/ The country known as ‘Land of the midnight sun’ is:
ক. ইরাক(Iraq)
খ. সুইডেন(Sweden)
গ. ফ্রান্স(France)
ঘ. নরওয়ে(Norway)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়?
ক. ১৪ আগস্ট ১৯৯০
খ. ১৭ নভেম্বর ১৯৯১
গ. ৭ মার্চ ১৯৯২
ঘ. ৬ ডিসেম্বর ১৯৯২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতের বর্তমান জোট সরকারের প্রতিষ্ঠানিক নাম-
ক. ভারতীয় জাতীয় কংগ্রেস
খ. ভারতীয় গণতান্ত্রিক
গ. জাতীয় জনতা পার্টি
ঘ. ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইউরোপের ক্রীড়াঙ্গন’ বলা হয় কোন দেশটিকে?
ক. বেলজিয়াম
খ. সুইডেন
গ. সুইজারল্যান্ড
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্রথম MNP প্রবর্তিত হয়?
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. সিঙ্গাপুর
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধেও নেতৃত্ব দেন?
ক. চার্লস ডি গ্যালে
খ. নেলসন ম্যান্ডেলা
গ. জুমো কেনিয়াটা
ঘ. কিনেথ কাউন্ডা
উত্তরঃ ক

প্রশ্নঃ স্থলবেষ্টিত দেশ নয়?
ক. লাওস
খ. ভিয়েতনাম
গ. কম্বোডিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারতের রাজধানী নয়াদিল্লির প্রথম নারী বাসচালক কে?
ক. ভাদারাথ সারিথা
খ. ভাঙ্কাদারাথ সারিথা
গ. সারাহ হামিদ আহমেদ
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসরাইল রাষ্ট্রের Declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখে?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ?
ক. পাপুয়া নিউগিনি
খ. অস্ট্রেলিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়—-
ক. ওয়েস্ট মিনিস্টার এ্যাবে
খ. হোয়াইট হল
গ. মার্বেল চার্চ
ঘ. বুশ হাউস
উত্তরঃ খ

প্রশ্নঃ হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত—-
ক. নিউইয়র্কে
খ. ওয়াশিংটনে
গ. শিকাগোতে
ঘ. হনলুলুতে
উত্তরঃ খ

প্রশ্নঃ রামাল্লা কোথায় অবস্থিত
ক. ইরাক
খ. আফগানিস্তান
গ. ফিলিস্তিন
ঘ. মিশর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!