আমার জেলা – পঞ্চগড়

DISCLAIMER || OFF TOPIC (OUT OF MY VIEWS CATEGORY)

পঞ্চগড়বাসী হিসেবে আপনার জানা থাকা উচিতঃ

০১। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা? পঞ্চগড়।

০২। জাতীয় সংসদের ১ নং আসনঃ পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা)।

০৩। হিমালয়ের কণ্যা বলা হয়ঃ পঞ্চগড় জেলাকে, তবে দেশ হিসেবে নেপালকে হিমালয়ের কণ্যা বলা হয়।

০৪। স্বাধীন বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকার্ড করা হয়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (৮ জানুয়ারি, ২০১৮)।

০৫। পঞ্চগড় জেলার আয়তনঃ ১,৪০৪.৬২ বর্গ কি.মি.।

০৬। সমতল ভূমিতে সবুজ চা উৎপাদনের জন্য বিখ্যাত জেলাঃ পঞ্চগড়। এছাড়াও শীতপ্রধান দেশের টিউলিপ ফুল সম্প্রতি পঞ্চগড়ে চাষ হচ্ছে।

০৭। মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড় জেলাঃ ৬ নং সেক্টরের অধীনে ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত ছিল।

০৮। দেশের একমাত্র এবং বৃহত্তম পাথরের জাদুঘর ”রকস মিউজিয়াম” – পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অবস্থিত।

০৯। পঞ্চগড়ের প্রখ্যাত ব্যক্তিত্বঃ ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কমরেড মোহাম্মদ ফরহাদ, মির্জা গোলাম হাফিজ, চিত্রনায়ক আব্দুর রহমান ও জমির উদ্দিন সরকার। এছাড়াও বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীঃ নূরুল ইসলাম সুজন।

১০। পঞ্চগড় থেকে জাতীয় সংসদের স্পীকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেনঃ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

১১। পঞ্চগড় জেলার সাথে ভারতীয় সীমান্ত রয়েছেঃ প্রায় ১৮০ মাইল বা ২৮৮ কি.মি।

১২। পঞ্চগড় নামটি এসেছে পঞ্চনগরী অথবা পাঁচটি গড় বা দুর্গের (ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড় ও দেবনগড়) নাম থেকে। তবে স্থানীয়ভাবে এখনো অনেক মানুষ পঞ্চগড়কে পঁচাগড় নামে অবিহিত করে।

১৩। পঞ্চগড়ের প্রধান কয়েকটি নদী করতোয়া, তিস্তা ও মহানন্দা ছাড়াও আরো প্রায় ২০ টির মতো নদী রয়েছে।

১৪। বিখ্যাত খাবারঃ সিদলের ভর্তা, ছ্যাকা, প্যালকা ইত্যাদি।

১৫। বাংলাবান্ধা স্থল বন্দর অবস্থিতঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় (সর্ব উত্তরের উপজেলা- তেঁতুলিয়া, সর্ব উত্তরের ইউনিয়ন/স্থান- বাংলাবান্ধা।

১৬। প্রস্তাবিত তেঁতুলিয়া করিডোর অবস্থিতঃ পঞ্চগড় জেলায়।

১৭। পঞ্চগড় ভূখণ্ডে মোট ভারতীয় ছিটমহল ছিলঃ ৩৬ টি। (২০১৫ সালে ৩১ জুলাই ছিটমহল বিনিয়ম কার্যকর হয়)।

১৮। পঞ্চগড়ের দর্শনীয় স্থানঃ মহারাজার দিঘী, রকস্ মিউজিয়াম, ময়নামতির চর, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ভিতরগড় দুর্গনগরী, বারো আউলিয়ার মাজার, মির্জাপুর শাহী মসজিদ ইত্যাদি। তবে বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া পঞ্চগড় থেকে দেখা যায়।

১৯। পঞ্চগড় জেলা 26º00′ থেকে 26º38′ উত্তর অক্ষাংশ এবং 88º19′ থেকে 88º49′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ভৌগোলিক ভাবে এটির উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলা, উত্তর-পশ্চিমে জলপাইগুড়ি জেলা ও কোচবিহার জেলা, দক্ষিণে ঠাকুরগাঁও জেলা ও দিনাজপুর জেলা, পশ্চিমে ভারতের উত্তর দিনাজপুর জেলা এবং পূর্বে নীলফামারী জেলা অবস্থিত।

Saturday, February 4, 2023 | Alamin Islam | তথ্যসুত্রঃ জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং বিভিন্ন জাতীয় দৈনিক।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!