মুসলিমরা যেখানে সবচেয়ে অজ্ঞ

দীর্ঘদিন থেকে একটি প্রশ্নের উত্তর খুজে ব্যর্থ হয়ে আজকে লিখতে বসলাম!!! শুক্রবারে মুসল্লিরা জুম্মার নামাজ পড়তে গিয়ে সামনের পুরো অংশটা ফাঁকা রেখে পিছনের অংশটা ব্লক করে কেন??

আমরা প্রায়শই মসজিদে প্রবেশ করে শেষের দিক থেকে বসা শুরু করি, আবার অনেক সময় সামনে ফাঁকা রেখেই নামাজ পড়া শুরু করি, কাজেই যারা একটু পরে আসে তারা চাইলেও অনেক সময় নামাজরত ব্যক্তিকে পাশ কাটিয়ে সামনে যেতে পারেন না।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

তবে কিছু কিছু মসজিদে ব্যতিক্রমও দেখা যায়, যেখানে সামনের সারি থেকে মুসল্লিরা বসেন কিন্তু বেশিরভাগ মসজিদেই সামনের সারিগুলো ফাঁকা রেখে পিছনের দিক থেকে লাইনগুলো পূরণ করা হয়!!!

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কতকগুলো তরতাজা যুবক যারা কি’না মসজিদের ভিতরে না গিয়ে মসজিদের সামনের রাস্তা দখল করে নামাজ পড়ে, অথচ মসজিদের উপরের তলাগুলো প্রায় সময়ই ফাঁকা থাকে। যেখানে যুবকদের মসজিদের সিড়ি বেয়ে সবার উপরের তলায় গিয়ে নামাজ আদায় করার কথা, সেখানে মসজিদের বাইরে হট্টগোল করে, রাস্তা দখল করে কোনোমতে ২ রাকা’আত ফরজ নামাজ আদায় করা কতটুকু সমীচীন ??

একটু ভাবুন তো, যখন রাস্তা ব্লক করে আমরা নামাজ আদায় করি, তখন কোনো একটা সিরিয়াস রোগিকে হাসপাতাল নেওয়া দরকার এবং বিকল্প কোনো রাস্তা নেই যেখান দিয়ে রোগিয়ে হাসপাতালে নেওয়া যায়। সঠিক সময় হাসপাতালে না নেওয়ার কারণে রোগিটির মৃত্যু হলো, এটার সামান্য দায়ভারও কি যারা রাস্তা ব্লক করে রেখেছে তাদের উপর বর্তাবে নাহহ ???

আসুন আমরা নামে মুসলিম না হয়ে কামে মুসলিম হই, মুসলিম ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটাই। পরিবর্তন শুরু হোক আপনার আমার থেকেই_______

Wednesday, September 27, 2023 | Alamin Islam

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!