দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ প্রায় সব ধরণের ভোগান্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ করণ হলো দুর্নীতি। এখনই সময় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। সামাজিক আন্দোলন বলতে আমি রাস্তায় গিয়ে কোনো আন্দোলনকে বোঝাচ্ছি নাহ। আপনি আপনার নিজের যায়গা থেকে প্রতিবাদ করুন। যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিবাদ করার সর্বোচ্চ চেষ্টা করুন। আমরা সবাই যদি আমাদের নিজ নিজ যায়গা থেকে একটু করে প্রতিবাদ করি তাহলে দুর্নীতিবাজরা নিমিষেই হারিয়ে যাবে, হারিয়ে যেতে বাধ্য।
সমাজে দুর্নীতিবাজদের সংখ্যা কেমন হবে? সর্বোচ্চ ১০ শতাংশ ??? এর থেকে তো মোটেও বেশি নয়। অথচ এই ১০ শতাংশ মানুষের কাছে বাকি ৯০ শতাংশ মানুষ জিম্মি!!!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে অনেকেই বলতে পারেন কোভিড এবং যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের দামস্তর বেড়েছে। তা অবশ্যই ঠিক, তবে দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির পেছনে দুর্নীতিবাজদের অনেক বড় সিন্ডিকেট কাজ করছে এটাতো অস্বীকার করার উপায় নাই।
দুইজন আড়ৎদার মিলে সিন্ডিকেট করে যদি রাতারাতি ডিমের দাম এতোটা বাড়াতে পারে, তাহলে নিত্যপ্রয়োজনীয় বাকি পণ্যগুলোর ক্ষেত্রে কি হতে পারে সেটা আমাদের ধারণার বাইরে।
আমি এখানে দুর্নীতি বলতে প্রতিটি ক্ষেত্রের দুর্নীতিকে বুঝিয়েছি। সেটা সরকারি অফিস-আদালত থেকে শুরু করে বেসরকারি খাতের সব ধরণের দুর্নীতির বিরুদ্ধে আমাদের যতটুকু সম্ভব প্রতিবাদে অংশ নেওয়া উচিত। তাহলেই আমরা পারবো সমাজটাকে বদলে দিতে। আমরাই পারি সামাজিক একটা বড় পরিবর্তন নিয়ে আসতে। তবে তার জন্য প্রয়োজন একটু সচেতনতার।
September 22, 2022 | Alamin ISLAM