বাংলাদেশ বিষয়াবলী-৪১

প্রশ্নঃ কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয়?
ক. ১২ ডিসেম্বর, ১৯৯৬
খ. ২৪ ডিসেম্বর, ১৯৯৬
গ. ৩১ ডিসেম্বর, ১৯৯৬
ঘ. ১ জানুয়ারি, ১৯৯৭
ঙ. ১২ ডিসেম্বর, ১৯৯৭
উত্তরঃ ক

প্রশ্নঃ ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ক. ২৪.৭ কিলোমিটার
খ. ২১.০ কিলোমিটার
গ. ১৯.৩ কিলোমিটার
ঘ. ১৬.৫ কিলোমিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
ক. ১৯৯৭
খ. ১৯৯৩
গ. ২০০১
ঘ. ১৯৯৯
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
ক. ১৯৯৯
খ. ২০০০
গ. ২০০১
ঘ. ২০০২
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
ক. ১৯৭১ সালের ২৬ মার্চ
খ. ১৯৭২ সালের ১৯ মার্চ
গ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ বহুল আলোচিত ‘টিফা’ চুক্তির বিষয় –
ক. বাণিজ্য ও বিনিয়োগ
খ. অস্ত্র ও বিনিয়োগ
গ. যৌথ সামরিক মহড়া ও বাণিজ্য
ঘ. সন্ত্রাস দমন ও আর্থিক সাহায্য
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ফারাক্কা বাঁধ চালু হয় কবে?
ক. ১৯৭৫
খ. ১৯৬৯
গ. ১৯৭০
ঘ. ১৯৭৩
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের প্রধান স্বরণীয় ঘটনা কি ?
ক. যমুনা সেতু উদ্বোধন
খ. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
গ. মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ
ঘ. কুয়ালালামপুরে কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত করা
উত্তরঃ খ

প্রশ্নঃ Extradition Treaty হল –
ক. উত্তর মেরু চুক্তি
খ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি
গ. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
ঘ. তৈল গ্যাস আহরণ চুক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক. দার্জিলিং
খ. কলকাতা
গ. নয়াদিল্লী
ঘ. ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে?
ক. ২৮ মে ২০১৫
খ. ২৬ জুন ২০১৫
গ. ১৫ মে ২০১৫
ঘ. ৩০ মে ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?
ক. ১৬ মে,১৯৭৪
খ. ১৭ মে,১৯৭৪
গ. ১৬মে,১৮৭৫
ঘ. ১৭ মে,১৯৭৫
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে?
ক. যমুনা
খ. মেঘনা
গ. গঙ্গা
ঘ. পদ্মা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?
ক. ১২ ডিসেম্বর, ১৯৯৬
খ. ২৩ মার্চ, ১৯৯৭
গ. ১৪ ডিসেম্বর, ১৯৯৮
ঘ. ৩১ জানুয়ারি, ২০০১
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি ১৯৭৪ কার্যকর হয় কবে?
ক. ২৮ মে ২০১৫
খ. ২৬ জুন ২০১৫
গ. ৬ জুন ২০১৫
ঘ. ৩০ মে ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কত সালে ‘হানা’ (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট ) চুক্তি স্বাক্ষর করে?
ক. ১৯৯৬
খ. ১৯৯৭
গ. ১৯৯৮
ঘ. ১৯৯৯
উত্তরঃ গ

প্রশ্নঃ ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে ?
ক. গ্রীন হাউজ প্রভাব
খ. জমির উর্বরতা বৃদ্ধি
গ. অতিবৃষ্টি
ঘ. বন্যার প্রকোপ বৃদ্ধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ (গঙ্গা নদীর) পানি চুক্তির মেয়াদ –
ক. ২০ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top