বাংলাদেশ বিষয়াবলী-৪০

প্রশ্নঃ সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
ক. সওগাত
খ. সমকাল
গ. উত্তরণ
ঘ. শিখা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মুখ ও মুখোশ’ –
ক. একটি নাটকের নাম
খ. একটি চলচ্চিত্রের নাম
গ. একটি উপন্যাসের নাম
ঘ. একটিও নয়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ক. মোহাম্মদ নাসির উদ্দিন
খ. আবুল কালাম শামসুদ্দিন
গ. কাজী আব্দুল ওদুদ
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
ক. বরিশাল হিতৈষী
খ. সমাচার দর্পণ
গ. ঢাকা প্রকাশ
ঘ. রংপুর বার্তাবহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাসিক মোহাম্মাদী কোন সালে প্রকাশিত ?
ক. ১৯২৬ সালে
খ. ১৯২৭ সালে
গ. ১৯২৮ সালে
ঘ. ১৯২৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধুমকেতু’ কত সালে প্রথম প্রকাশিত হয় ?
ক. ১৯৩০
খ. ১৯২০
গ. ১৯২২
ঘ. ১৯৩২
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দৈনিক নবযুগ’ এর ১৯২০ সালের প্রথম ও প্রধান সম্পাদক কে ছিলেন ?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মুজাফফর আহম্মদ
গ. এ কে ফজলুল হক
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি ?
ক. শিখা
খ. সমকাল
গ. অভিযান
ঘ. জয়শ্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
ক. দিকদর্শন
খ. সংবাদ প্রভাকর
গ. তত্ত্ববোধিনী
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকায় নির্মিত প্রথম বাংলা ছায়াছবি কোনটি ?
ক. মুখ ও মুখোশ
খ. আনোয়ারা
গ. জোয়ার এলো
ঘ. আয়না ও অবশিষ্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি ?
ক. বেগম শামসুন নাহার মাহমুদ
খ. নূরজাহান বেগম
গ. বেগম ফয়জুন্নেসা
ঘ. বেগম সারা আহসান উল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সম্পাদক কে ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মোজাম্মেল হক
ঘ. মওলানা আকরাম খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. মৃনাল সেন
গ. গৌতম ঘোষ
ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয় –
ক. মিহির
খ. হাফেজ
গ. সুধাকর
ঘ. কোহিনূর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম –
ক. আনোয়ার হোসেন
খ. মঈনুল হোসেন
গ. তফাজ্জল হোসেন
ঘ. সিরাজউদ্দিন হোসেন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিটিভি ওয়াল্ড’ চালু হয় কখন ?
ক. ১১ এপ্রিল, ২০০৪
খ. ৯ মার্চ, ২০০৪
গ. ৭ মার্চ, ২০০৪
ঘ. ২৩ মার্চ, ২০০৪
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি ?
ক. দিকদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয় ?
ক. প্রমথ নাথ চৌধুরী
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি ?
ক. একতলা দোতলা
খ. জমিদার দর্পণ
গ. কবর
ঘ. কাবুলিওয়ালা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ক. মোহাম্মদ আকরাম খাঁ
খ. তফাজ্জল হোসেন
গ. নাসিরুদ্দিন
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের প্রকাশনা ?
ক. কবিতা
খ. পত্রিকা
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ:

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ?
ক. ১২ নভেম্বর, ১৯৯৭
খ. ২ ডিসেম্বর, ১৯৯৭
গ. ১৬ ডিসেম্বর, ১৯৯৭
ঘ. ২৫ ডিসেম্বর, ১৯৯৭
উত্তরঃ খ

প্রশ্নঃ চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশের পাবার কথা?
ক. করিমগঞ্জ
খ. পেট্টাপোল
গ. বনগাঁ
ঘ. তিন বিঘা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন ?
ক. মানবেন্দ্র নারায়ণ লারমা
খ. রাজা দেবাশীষ রায়
গ. সন্তু লারমা
ঘ. বীণা চাকমা
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃতে পরিচালিত হয় ?
ক. অধ্যাপক গোলাম আযম
খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
গ. মওলানা তর্কবাগীস
ঘ. অধ্যাপক মুজাফফর আহমেদ
উত্তরঃ খ

প্রশ্নঃ পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেন ?
ক. মনবেন্দ্র নারায়ন লারমা
খ. রাজা দেবাশীষ রায়
গ. জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
ঘ. মনি স্বপন দেওয়ান
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয়েছে কবে ?
ক. ১২ ডিসেম্বর, ১৯৯৫
খ. ২৬ মার্চ, ১৯৯৬
গ. ১২ ডিসেম্বর, ১৯৯৬
ঘ. ২৬ মার্চ, ১৯৯৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক. ঢাকা
খ. দিল্লী
গ. কলকাতা
ঘ. সিমলা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!