বাংলাদেশ বিষয়াবলী-৪১

প্রশ্নঃ কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয়?
ক. ১২ ডিসেম্বর, ১৯৯৬
খ. ২৪ ডিসেম্বর, ১৯৯৬
গ. ৩১ ডিসেম্বর, ১৯৯৬
ঘ. ১ জানুয়ারি, ১৯৯৭
ঙ. ১২ ডিসেম্বর, ১৯৯৭
উত্তরঃ ক

প্রশ্নঃ ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ক. ২৪.৭ কিলোমিটার
খ. ২১.০ কিলোমিটার
গ. ১৯.৩ কিলোমিটার
ঘ. ১৬.৫ কিলোমিটার
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
ক. ১৯৯৭
খ. ১৯৯৩
গ. ২০০১
ঘ. ১৯৯৯
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
ক. ১৯৯৯
খ. ২০০০
গ. ২০০১
ঘ. ২০০২
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
ক. ১৯৭১ সালের ২৬ মার্চ
খ. ১৯৭২ সালের ১৯ মার্চ
গ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ বহুল আলোচিত ‘টিফা’ চুক্তির বিষয় –
ক. বাণিজ্য ও বিনিয়োগ
খ. অস্ত্র ও বিনিয়োগ
গ. যৌথ সামরিক মহড়া ও বাণিজ্য
ঘ. সন্ত্রাস দমন ও আর্থিক সাহায্য
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ফারাক্কা বাঁধ চালু হয় কবে?
ক. ১৯৭৫
খ. ১৯৬৯
গ. ১৯৭০
ঘ. ১৯৭৩
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের প্রধান স্বরণীয় ঘটনা কি ?
ক. যমুনা সেতু উদ্বোধন
খ. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
গ. মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ
ঘ. কুয়ালালামপুরে কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত করা
উত্তরঃ খ

প্রশ্নঃ Extradition Treaty হল –
ক. উত্তর মেরু চুক্তি
খ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি
গ. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
ঘ. তৈল গ্যাস আহরণ চুক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক. দার্জিলিং
খ. কলকাতা
গ. নয়াদিল্লী
ঘ. ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে?
ক. ২৮ মে ২০১৫
খ. ২৬ জুন ২০১৫
গ. ১৫ মে ২০১৫
ঘ. ৩০ মে ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?
ক. ১৬ মে,১৯৭৪
খ. ১৭ মে,১৯৭৪
গ. ১৬মে,১৮৭৫
ঘ. ১৭ মে,১৯৭৫
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে?
ক. যমুনা
খ. মেঘনা
গ. গঙ্গা
ঘ. পদ্মা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?
ক. ১২ ডিসেম্বর, ১৯৯৬
খ. ২৩ মার্চ, ১৯৯৭
গ. ১৪ ডিসেম্বর, ১৯৯৮
ঘ. ৩১ জানুয়ারি, ২০০১
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি ১৯৭৪ কার্যকর হয় কবে?
ক. ২৮ মে ২০১৫
খ. ২৬ জুন ২০১৫
গ. ৬ জুন ২০১৫
ঘ. ৩০ মে ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কত সালে ‘হানা’ (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট ) চুক্তি স্বাক্ষর করে?
ক. ১৯৯৬
খ. ১৯৯৭
গ. ১৯৯৮
ঘ. ১৯৯৯
উত্তরঃ গ

প্রশ্নঃ ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে ?
ক. গ্রীন হাউজ প্রভাব
খ. জমির উর্বরতা বৃদ্ধি
গ. অতিবৃষ্টি
ঘ. বন্যার প্রকোপ বৃদ্ধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ (গঙ্গা নদীর) পানি চুক্তির মেয়াদ –
ক. ২০ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!