বাংলাদেশ বিষয়াবলী-৪২

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী:

প্রশ্নঃ বাংলাদেশ রাইফেলস -এর পরিবর্তিত নাম –
ক. বর্ডার গার্ড বাংলাদেশ
খ. বর্ডার রাইফেলস গার্ড
গ. বর্ডার অপারেশন ফ্রন্ট
ঘ. বাংলাদেশ বর্ডার গার্ড
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমী অবস্থিত ?
ক. ঢাকার সাভারে
খ. খুলনার রূপসায়
গ. চট্টগামের জলদিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) -এ প্রথম নারী সেনা নিয়োগ দেয়া হয় কোন সালে?
ক. ২০১২
খ. ২০১৪
গ. ২০১১
ঘ. ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের নৌবাহিনীর সদরদপ্তর কোথায় ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. যশোর
ঘ. খুলনা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ –
ক. জেনারেল
খ. লেফটেন্যান্ট জেনারেল
গ. ফিল্ড মার্শাল
ঘ. ভাইস-এডমিরাল
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমান আইন-শৃঙখলা রক্ষায় নবগঠিত র‍্যাব এর পূর্ব নাম কি ছিল ?
ক. সিআইডি
খ. র‍্যাট
গ. নিব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কোন পর্যায়ের উপাধি ‘অ্যাডমিরাল’ ?
ক. সেনাবাহিনী
খ. পুলিশ বাহিনী
গ. বিমানবাহিনী
ঘ. নৌবাহিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের পদবি ‘এয়ার মার্শাল’ থেকে ‘এয়ার ভাইস মার্শাল’- এ উন্নীত করা হয় কবে?
ক. ১৭ জানুয়ারি ২০১৬
খ. ১৪ জানুয়ারি ২০১৬
গ. ১২ জানুয়ারি ২০১৬
ঘ. ৯ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ সেনাবাহিনীতে নিচের চারটি পদের কোনটি সর্বোচ্চ ?
ক. বিগ্রেডিয়ার জেনারেল
খ. লেফটেনেন্ট জেনারেল
গ. মেজর জেনারেল
ঘ. লেফটেনেন্ট কর্ণেল
উত্তরঃ খ

প্রশ্নঃ সামরিক শাসন জারি হলে জনগণের –
ক. সার্বভৌমত্ব থাকে না
খ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে
গ. সার্বভৌমত্ব উহ্য থাকে
ঘ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে না
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয়? (Which one is not a Defence Service in Bangladesh ?)
ক. সেনাবাহিনী (Army)
খ. নৌবাহিনী (Navy)
গ. বিডিআর (BDR)
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের পুলিশ আইন প্রণিত হয় –
ক. ১৮৫৪ সালে
খ. ১৮৬১ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ২০০১ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন ?
ক. মিবার্ড
খ. সম্রাট আকবর
গ. লর্ড ক্যানিং
ঘ. সম্রাট শাহ্‌জাহান
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে?
ক. আবু বেলাল মোহাম্মদ শফিউল ইসলাম
খ. আবু এসরার
গ. ইকবাল করিম ভূইয়া
ঘ. মাসুদ রাজ্জাক
উত্তরঃ ক

প্রশ্নঃ পালকি, অরুণ আলো, আকাশপ্রদীপ, রাঙাপ্রভাত, মেঘদূত ও ময়ূরপঙ্খী এগুলো কি?
ক. বিমান বহরের উড়োজাহাজ
খ. বেগুনের কয়েকটি জাত
গ. নৌবহরের জাহাজ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম কি ?
ক. সেন্টাল ইন্টেলিজেন্স
খ. সিকিউরিটি সেল
গ. র‍্যাট
ঘ. কাউন্টার ইন্টেলিজেন্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ নৌবাহিনীতে কোন দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়?
ক. স্বাধীনতা ও পালকি
খ. প্রত্যয় ও অরুণ আলো
গ. স্বাধীনতা ও প্রত্যয়
ঘ. স্বাধীনতা ও মেঘদূত
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. যশোর
ঘ. রাজশাহী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ ‘র‍্যাব’ -এর প্রতিশব্দ কি ?
ক. রেড আর্মি ব্রিগেড
খ. র‍্যাপিড আর্মি ব্যাটালিয়ন
গ. র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
ঘ. র‍্যাপিড অ্যাকশন ব্রিগেড
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের দেশরক্ষা বাহিনীর সংগঠন বিভক্ত –
ক. দু ভাগে
খ. পাঁচ ভাগে
গ. চার ভাগে
ঘ. তিন ভাগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি ?
ক. বিএনএস পদ্মা
খ. বিএনএস হাজী মহসীন
গ. বিএনএস বাশার
ঘ. বিএনএস ঈশা খাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ‘মিলিটারি একাডেমী’ কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রামের জলদিয়াতে
খ. চট্টগ্রামের ভাটিয়ারীতে
গ. ঢাকার কুর্মিটোলায়
ঘ. রাজশাহীর সারদায়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে?
ক. ১৯৮২
খ. ১৯৮৮
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৯
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নৌবহরের নাম –
ক. ঈশা খাঁ
খ. মোয়াজ্জেম
গ. বঙ্গবন্ধু
ঘ. তিতুমীর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান (২০১৬) প্রধান কে?
ক. মুহাম্মদ ফরিদ হাবিব
খ. জহির উদ্দিন আহমেদ
গ. এম হাসান আলী খান
ঘ. মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম এয়ার চিফ মার্শাল কে?
ক. আবু এসরার
খ. মোহাম্মদ ইনামুল বারি
গ. শাহ মোহাম্মদ জিয়াউর রহমান
ঘ. ফখরুল আজম
উত্তরঃ ক

প্রশ্নঃ ১২ জানুয়ারি ২০১৬ বিমান বহরে যুক্ত হয় কোন দুটি উড়োজাহাজ?
ক. পালকি ও অরুণ আলো
খ. পালকি ও মেঘদূত
গ. মেঘদূত ও ময়ূরপঙ্খী
ঘ. ময়ূরপঙ্খী ও অরুণ আলো
উত্তরঃ গ

প্রশ্নঃ জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় ?
ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. খুলনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?
ক. মার্শাল অব দ্য এয়ারফোর্স
খ. এয়ার চিফ মার্শাল
গ. এয়ার মার্শাল
ঘ. এয়ার ভাইস মার্শাল
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি ?
ক. প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট
খ. প্রেসিডেন্টস গার্ড ব্যাটালিয়ন
গ. প্রেসিডেন্টস গার্ড ফোর্স
ঘ. প্রেসিডেন্টস সিকিউরিটি ফোর্স
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!