বাংলাদেশ বিষয়াবলী-১১

প্রশ্নঃ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ্‌
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ. আকবর
ঘ. ঈসা খান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
ক. বাবর
খ. জাহাঙ্গীর
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ

প্রশ্নঃ আওয়ামী লীগের মূল বা আদি নাম কি ?
ক. আওয়ামী পার্টি
খ. আওয়ামী জাতীয় পার্টি
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. আওয়ামী লীগ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ
ক. ১৭৭০ খ্রীষ্টাব্দ
খ. ১৭৬০ খ্রীষ্টাব্দ
গ. ১৭৬৫ খ্রীষ্টাব্দ
ঘ. ১৭৫৬ খ্রীষ্টাব্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
ক. আমজাদ খাঁ
খ. সার্জেন্ট জহুরুল হক
গ. মকবুল ভুঁইয়া
ঘ. কৃষ্ণ দুগার
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
ক. বিজয় সেন
খ. লক্ষণ সেন
গ. হেমন্ত সেন
ঘ. বল্লাল সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
ক. অযোধ্যা
খ. পাঞ্জাব
গ. নাগপুর
ঘ. হায়দ্রাবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা কে করেন?
ক. আলী মর্দান খলজী
খ. তুঘরিল খান
গ. সামছুদ্দিন ফিরোজ
ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?
ক. কৌটিল্য
খ. বাণভট্ট
গ. আনন্দভট্ট
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
ক. মুসলিম লীগ প্রতিষ্ঠা
খ. বঙ্গভঙ্গ
গ. গান্ধী হত্যা
ঘ. ভারত বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?
ক. আলাউদ্দিন হোসেন শাহ্‌
খ. রুকনউদ্দিন বারবক শাহ্‌
গ. ফকরুদ্দিন মোবারক শাহ্‌
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন –
ক. আকবরের আমলে
খ. জাহাঙ্গীরের আমলে
গ. শাহজাহানের আমলে
ঘ. আলমগীরের আমলে
উত্তরঃ গ

প্রশ্নঃ কে ‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন ?
ক. হযরত আমানত শাহ্‌
খ. যুবরাজ মুহাম্মদ আযম
গ. পীর খানজাহান আলী
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. খনুয়ার যদ্ধ
ঘ. হলদিঘাটের যুদ্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ দ্বি-জতিতত্বের প্রবক্তা কে ছিলেন ?
ক. আল্লামা ইকবাল
খ. স্যার সৈয়দ আহম্মদ
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন –
ক. স্যার জন হাবার্ট
খ. এন্ডারসন
গ. স্যার এফ বারোজ
ঘ. আর জি কেসি
উত্তরঃ গ

প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে –
ক. ১৭৬০ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬০ খ্রিষ্টাব্দে
গ. ১৬০০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৬৮৫ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ক

প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা –
ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
খ. ধর্ম নিরপেক্ষতা
গ. স্বাতন্ত্র্য মুদ্রা
ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
ক. লর্ড কার্জন
খ. লর্ড পাওয়েল
গ. লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ. লর্ড লিনলিথগো
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
ক. বখতিয়ার খিলজি
খ. হোসেন শাহ্‌
গ. ইলিয়াস শাহ্‌
ঘ. সরফরাজ খান
উত্তরঃ ক

প্রশ্নঃ শুধু একটি নম্বর ‘৩২’ উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি ?
ক. গণভবন
খ. ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
গ. আহসান মঞ্জিল
ঘ. বঙ্গভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?
ক. ১৩ ফেব্রুয়ারী ১৯৪০
খ. ১৩ মার্চ ১৯৪০
গ. ২৩ মার্চ ১৯৪০
ঘ. ২৩ মার্চ ১৯৪২
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্থানের একজন নেতা ঘোষনা করেন ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্থানের রাষ্ট্রভাষা ।’ – কে এই নেতা ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. লিয়াকত আলী খান
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. আইয়ুব খান
উত্তরঃ গ

প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় ?
ক. রোজ গার্ডেনে
খ. সিরাজগঞ্জে
গ. সন্তোষে
ঘ. সুনামগঞ্জে
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি –
ক. এ্যালান অক্টোভিয়ান হিউম
খ. আনন্দমোহন বসু
গ. মতিলাল নেহেরু
ঘ. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত?
ক. তেভাগা
খ. ফরায়েজী
গ. স্বদেশী
ঘ. ওয়াহাবী
উত্তরঃ খ

প্রশ্নঃ সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
ক. ১ মার্চ
খ. ৩ মার্চ
গ. ৫ মার্চ
ঘ. ৭ মার্চ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করে?
ক. সম্রাট আকবর
খ. ঈসা খাঁ
গ. সুবেদার ইসলাম খান
ঘ. শাহজাদা আজম
উত্তরঃ খ

প্রশ্নঃ ফা-হিয়েন ছিলেন –
ক. সম্রাট
খ. সেনাপতি
গ. পরিব্রাজক
ঘ. মন্ত্রী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top