বাংলাদেশ বিষয়াবলী-১০

প্রশ্নঃ কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?
ক. কাসিম খান
খ. ইসলাম খান
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল ?
ক. ইট
খ. পাথর
গ. বাঁশ
ঘ. কাঠ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
ক. ৫ম-৬ষ্ঠ শতক
খ. ৬ষ্ঠ -৭ম শতক
গ. ৭ম-৮ম শতক
ঘ. ৮ম-৯ম শতক
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে?
ক. ১৮৫৭
খ. ১৮৫৮
গ. ১৮৫৯
ঘ. ১৮৬০
উত্তরঃ খ

প্রশ্নঃ আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
ক. বাহরাইন
খ. ইরাক
গ. মেক্সিকো
ঘ. ইরান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯০৫ ও ১৯২৩ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত ?
ক. বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
খ. খেলাফত আন্দোলন, বিপ্লবী আন্দোলন
গ. বঙ্গভঙ্গ রদ, গান্ধীর অসহযোগ আন্দোলন
ঘ. গান্ধীর ভারত আগমন, বিপ্লবী আন্দোলন
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয় –
ক. ১৭৮৪
খ. ১৭৮৬
গ. ১৭৭৩
ঘ. ১৭৯০
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন –
ক. শশাংঙ্ক
খ. বখতিয়ার খলজি
গ. বিজয় সেন
ঘ. গোপাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কখন গুপ্ত সাম্রাজের পতন হয়?
ক. ৯ম শতকের শুরুতে
খ. ৮ম শতকের পূর্বে
গ. ষষ্ঠ শতকের শুরুতে
ঘ. ৫ম শতকে
উত্তরঃ গ

প্রশ্নঃ পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ক. আবুল হাসেম
খ. শেখ মুজিবুর রহমান
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন –
ক. শাহজাদা আজম খাঁ
খ. নবাব শায়েস্তা খাঁ
গ. যুবরাজ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
ক. ১৪৯৮-১৫১৬ খৃষ্টাব্দ
খ. ১৪৯৮-১৫১৭ খৃষ্টাব্দ
গ. ১৪৯৮-১৫১৮ খৃষ্টাব্দ
ঘ. ১৪৯৮-১৫১৯ খৃষ্টাব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. ইসলাম খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
ক. আর্য
খ. মোঙ্গল
গ. পুণ্ড্র
ঘ. দ্রাবিড়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রথম বাংলা জয় করেন –
ক. বখতিয়ার খলজি
খ. আলাউদ্দিন খলজি
গ. আলাউদ্দিন হোসেন শাহ্‌
ঘ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
উত্তরঃ ক

প্রশ্নঃ বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
ক. অশোক
খ. চন্দ্রগুপ্ত
গ. মহাবীর
ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ কৌটিল্য কার নাম ?
ক. প্রাচীন রাজনীতিবিদ
খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ
গ. পণ্ডিত
ঘ. রাজকবি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ছয়-দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ?
ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
খ. ২২ মার্চ ১৯৫৮
গ. ২০ এপ্রিল ১৯৬২
ঘ. ২৩ মার্চ ১৯৬৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ময়ূর সিংহাসন এর নির্মাতা –
ক. আকবর
খ. শাহজাহান
গ. হুমায়ূন
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ

প্রশ্নঃ জমিদারি প্রথা বিলুপ্ত হয় ?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ধীরেন্দ্র নাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত?
ক. কবি
খ. স্বাধীনতা সংগ্রামী
গ. বিশিষ্ট লেখক
ঘ. বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফরায়েজী আন্দলনের প্রধান কেন্দ্র ছিল –
ক. ফরিদপুর
খ. শরিয়তপুর
গ. খুলনা
ঘ. যশোর
উত্তরঃ ক

প্রশ্নঃ ফকির আন্দোলনের নেতা কে?
ক. সিরাজ শাহ্‌
খ. মোহসিন আলী
গ. মজনু শাহ্‌
ঘ. জহির শাহ্‌
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতে ক্যাবনেট মিশন কখন এসেছিল ?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ক. নবাব সিরাজউদ্দৌলা
খ. মুর্শিদ কুলী খান
গ. ইলিয়াস শাহ
ঘ. আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন –
ক. পল্টন ময়দানে
খ. মানিক মিয়া এ্যাভিনিউতে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ঘ. লালদিঘী ময়দানে
উত্তরঃ গ

প্রশ্নঃ কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. শায়েস্তা খাঁ
গ. আলীবর্দি খাঁ
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন –
ক. সম্রাট আকবর
খ. সম্রাট জাহাঙ্গীর
গ. ইসলাম খাঁ
ঘ. শায়েস্তা খাঁন
উত্তরঃ গ

প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন দেশের অধিবাসী ছিলেন ?
ক. আফগানিস্থান
খ. তুরস্ক
গ. ইরান
ঘ. বাংলাদেশ
ঙ. ভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ নাদির শাহ্‌ ভারত আক্রমন করেছিলেন কোন সালে?
ক. ১৭৬১
খ. ১৭৯৩
গ. ১৭৩৯
ঘ. ১৭৬০
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!