বাংলাদেশ বিষয়াবলী-১১

প্রশ্নঃ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ্‌
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ. আকবর
ঘ. ঈসা খান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
ক. বাবর
খ. জাহাঙ্গীর
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আওয়ামী লীগের মূল বা আদি নাম কি ?
ক. আওয়ামী পার্টি
খ. আওয়ামী জাতীয় পার্টি
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. আওয়ামী লীগ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ
ক. ১৭৭০ খ্রীষ্টাব্দ
খ. ১৭৬০ খ্রীষ্টাব্দ
গ. ১৭৬৫ খ্রীষ্টাব্দ
ঘ. ১৭৫৬ খ্রীষ্টাব্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
ক. আমজাদ খাঁ
খ. সার্জেন্ট জহুরুল হক
গ. মকবুল ভুঁইয়া
ঘ. কৃষ্ণ দুগার
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
ক. বিজয় সেন
খ. লক্ষণ সেন
গ. হেমন্ত সেন
ঘ. বল্লাল সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
ক. অযোধ্যা
খ. পাঞ্জাব
গ. নাগপুর
ঘ. হায়দ্রাবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা কে করেন?
ক. আলী মর্দান খলজী
খ. তুঘরিল খান
গ. সামছুদ্দিন ফিরোজ
ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?
ক. কৌটিল্য
খ. বাণভট্ট
গ. আনন্দভট্ট
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
ক. মুসলিম লীগ প্রতিষ্ঠা
খ. বঙ্গভঙ্গ
গ. গান্ধী হত্যা
ঘ. ভারত বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?
ক. আলাউদ্দিন হোসেন শাহ্‌
খ. রুকনউদ্দিন বারবক শাহ্‌
গ. ফকরুদ্দিন মোবারক শাহ্‌
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন –
ক. আকবরের আমলে
খ. জাহাঙ্গীরের আমলে
গ. শাহজাহানের আমলে
ঘ. আলমগীরের আমলে
উত্তরঃ গ

প্রশ্নঃ কে ‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন ?
ক. হযরত আমানত শাহ্‌
খ. যুবরাজ মুহাম্মদ আযম
গ. পীর খানজাহান আলী
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. খনুয়ার যদ্ধ
ঘ. হলদিঘাটের যুদ্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ দ্বি-জতিতত্বের প্রবক্তা কে ছিলেন ?
ক. আল্লামা ইকবাল
খ. স্যার সৈয়দ আহম্মদ
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন –
ক. স্যার জন হাবার্ট
খ. এন্ডারসন
গ. স্যার এফ বারোজ
ঘ. আর জি কেসি
উত্তরঃ গ

প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে –
ক. ১৭৬০ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬০ খ্রিষ্টাব্দে
গ. ১৬০০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৬৮৫ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ক

প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা –
ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
খ. ধর্ম নিরপেক্ষতা
গ. স্বাতন্ত্র্য মুদ্রা
ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
ক. লর্ড কার্জন
খ. লর্ড পাওয়েল
গ. লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ. লর্ড লিনলিথগো
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
ক. বখতিয়ার খিলজি
খ. হোসেন শাহ্‌
গ. ইলিয়াস শাহ্‌
ঘ. সরফরাজ খান
উত্তরঃ ক

প্রশ্নঃ শুধু একটি নম্বর ‘৩২’ উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি ?
ক. গণভবন
খ. ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
গ. আহসান মঞ্জিল
ঘ. বঙ্গভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?
ক. ১৩ ফেব্রুয়ারী ১৯৪০
খ. ১৩ মার্চ ১৯৪০
গ. ২৩ মার্চ ১৯৪০
ঘ. ২৩ মার্চ ১৯৪২
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্থানের একজন নেতা ঘোষনা করেন ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্থানের রাষ্ট্রভাষা ।’ – কে এই নেতা ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. লিয়াকত আলী খান
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. আইয়ুব খান
উত্তরঃ গ

প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় ?
ক. রোজ গার্ডেনে
খ. সিরাজগঞ্জে
গ. সন্তোষে
ঘ. সুনামগঞ্জে
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি –
ক. এ্যালান অক্টোভিয়ান হিউম
খ. আনন্দমোহন বসু
গ. মতিলাল নেহেরু
ঘ. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত?
ক. তেভাগা
খ. ফরায়েজী
গ. স্বদেশী
ঘ. ওয়াহাবী
উত্তরঃ খ

প্রশ্নঃ সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
ক. ১ মার্চ
খ. ৩ মার্চ
গ. ৫ মার্চ
ঘ. ৭ মার্চ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করে?
ক. সম্রাট আকবর
খ. ঈসা খাঁ
গ. সুবেদার ইসলাম খান
ঘ. শাহজাদা আজম
উত্তরঃ খ

প্রশ্নঃ ফা-হিয়েন ছিলেন –
ক. সম্রাট
খ. সেনাপতি
গ. পরিব্রাজক
ঘ. মন্ত্রী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!