বাংলাদেশ বিষয়াবলী-১২

প্রশ্নঃ মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
ক. ব্যাবিলন
খ. থেসালোনিকি
গ. আঙ্কারা
ঘ. এথেন্স
উত্তরঃ ক

প্রশ্নঃ শশাঙ্কের রাজধানী ছিল –
ক. কর্ণসুবর্ন
খ. গৌড়
গ. নদীয়া
ঘ. ঢাকা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ গ্রান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা কে?
ক. বাবর
খ. আকবর
গ. শাহজাহান
ঘ. শেরশাহ্‌
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দীন-ই-এলাহি’ প্রবর্তন করেন –
ক. সম্রাট জাহাঙ্গীর
খ. সম্রাট শাহজাহান
গ. সম্রাট আকবর
ঘ. সম্রাট আওরঙ্গজেব
উত্তরঃ গ

প্রশ্নঃ একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-
ক. সিনহাবাদ
খ. চন্দ্রদ্বীপ
গ. গৌড়
ঘ. মাকসুদাবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ক. ধানের শীষ
খ. নৌকা
গ. লাঙ্গল
ঘ. বাইসাইকেল
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৮৫ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল–
ক. ৪২০-৪৪০ সাল
খ. ৪২২–৪৪২ সাল
গ. ৩৮০-৪১৫ সাল
ঘ. ৩৪০-৩৮০ সাল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
ক. ইসলাম খান
খ. শায়েস্তা খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. আলীবর্দি খান
উত্তরঃ গ

প্রশ্নঃ লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
খ. দ্বৈত শাসন ব্যবস্থা
গ. সতীদাহ নিবারণ ব্যবস্থা
ঘ. পুলিশ ব্যবস্থা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
ক. ত্রিপিটক
খ. উপনিষদ
গ. বেদ
ঘ. ভগবৎ গীতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
ক. অয়াসফিয়া নাজনীন
খ. মুসা ইব্রাহিম
গ. এম.এ.মুহিম
ঘ. নিশাত মজুমদার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দাবি কি ছিল?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
গ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারী স্বত্ত্বের উচ্ছেদ সাধন
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে?
ক. ১৪৮৭ সালে
খ. ১৩৮৭ সালে
গ. ১৫৮৭ সালে
ঘ. ১৬৮৭ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল?
ক. ঢাকা
খ. মুর্শিদাবাদ
গ. কলকাতা
ঘ. আগ্রা
উত্তরঃ গ

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?
ক. প্রচন্ড গণআন্দোলনের জন্য
খ. দয়াপরবশ হয়ে
গ. আভিযোগ প্রমাণিত না হওয়ায়
ঘ. বিচারকের মৃত্যুর ফলে
উত্তরঃ ক

প্রশ্নঃ বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
ক. সফোক্লিস
খ. সক্রেটিস
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তরঃ গ

প্রশ্নঃ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে –
ক. ফরিদপুর
খ. ঢাকায়
গ. করাচিতে
ঘ. কোলকাতায়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে?
ক. আর্য জাতি
খ. আরাকান জাতি
গ. মঙ্গোলীয় জাতি
ঘ. হুন জাতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?
ক. লর্ড মাউন্টব্যাটেন
খ. লর্ড কর্ণওয়ালিস
গ. লর্ড বেন্টিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ক. ফা-হিয়েন
খ. ইবনে বতুতা
গ. মার্কো পোলো
ঘ. হিউয়েন সাং
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লর্ড লিটন কতসালে ‘আর্মস অ্যাক্ট’ প্রবর্তন করেন?
ক. ১৮৭৬ সালে
খ. ১৮৭৮ সালে
গ. ১৮৮০ সালে
ঘ. ১৮৮২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ কাকে ‘প্রাচীন ভারতের নেপোলিয়ন’ বলা হয়?
ক. সম্রাট আকবর
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. সমুদ্রগুপ্ত
ঘ. চন্দ্রগুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?
ক. সমুদ্রগুপ্ত
খ. প্রথম চন্দ্রগুপ্ত
গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ. অশোক
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ –
ক. ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
খ. নীল বিদ্রোহ
গ. আগস্ট(১৯৪২) বিদ্রোহ
ঘ. সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক

প্রশ্নঃ ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
ক. চীন
খ. ইরাক
গ. মরক্কো
ঘ. জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ক. গিয়াস উদ্দিন আযম শাহ্‌
খ. আলাউদ্দিন হুসেন শাহ্‌
গ. ফকরুদ্দিন মোবারক শাহ্‌
ঘ. ইলিয়াস শাহ্‌
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
ক. এক রাজনৈতিক মতবাদের
খ. এক সাংস্কৃতিক আন্দোলনের
গ. এক নতুন জাতীয় চেতনার
ঘ. এক নতুন সমাজ ব্যবস্থার
উত্তরঃ গ

প্রশ্নঃ টিপু সুলতান কে ছিলেন ?
ক. ব্যাঙ্গোলারের শাসনকর্তা
খ. মহীশূরের শাসনকর্তা
গ. অযোধ্যার শাসনকর্তা
ঘ. মীরাটের নবাব
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!