সাম্প্রতিক তথ্য : ফেব্রুয়ারী ২০২১

বাংলাদেশ অংশ :

০১। বুড়িমারী স্থলবন্দর দেশের ১ম ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আসে
__ ২৭ ডিসেম্বর ২০২০।
০২। বাংলাদেশের প্রথম শরিয়াহ ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয়
→ ২৮ ডিসেম্বর ২০২০।
০৩। ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়ােটেকের ‘BANGAVAX’র ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়
→ ২৮ ডিসেম্বর ২০২০।
০৪। জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়
→ ২৯ ডিসেম্বর ২০২০।
০৫। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয়
→ ৩১ ডিসেম্বর ২০২০ (নাম – বঙ্গবন্ধু নৌকা জাদুঘর)।
০৬। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা যান
→ ০২ জানুয়ারি ২০২১।
০৭। স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা যান
→ ০৩ জানুয়ারি ২০২১।
০৮। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর অক্সফোর্ড – অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার অনুমোদন দেয়
→ ০৭ জানুয়ারি ২০২১।
০৯। সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো মারা যান
→ ১০ জানুয়ারি ২০২১।
১০। ভারত থেকে পাঠানো করোনা টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়
→ ২১ জানুয়ারি ২০২১ (২০ লাখ টিকা)।
১১। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় করোনাভাইরাস পরীক্ষার এন্টিবডি টেস্টের অনুমতি দেয়
→ ২৪ জানুয়ারি ২০২১।
১২। বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
→ ২৭ জানুয়ারি ২০২১।
১৩। ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায়
→ PricewaterhouseCoopers (PwC)।
১৪। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে
→ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।
১৫। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে
→ ২০২৩ সালে।
১৬। বর্তমানে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য
→ ৪টি।
১৭। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য
→ ঢাকাই মসলিন (স্বীকৃতি – ২৮ ডিসেম্বর ২০২০)।
১৮। বাংলাদেশ সরকার এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে
→ ৮টি।
১৯। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল
→ ২০২১-২০২৫ সাল।
২০। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে
→ ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা।
২১। ‘আদমশুমারি ও গৃহগণনা’র বর্তমান নাম
→ জনশুমারি ও গৃহগণনা।
২২। ‘আদমশুমারি ও গৃহগণনা’- এর নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়
→ ২০১৩ সালের পরিসংখ্যান আইন অনুযায়ী।
২৩। জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় যত বছর পর পর
→ ১০ বছর।
২৪। দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে
→ ২৫-৩১ অক্টোবর ২০২১।
২৫। প্রথম ইসলামী বন্ড সুকুক যে নামে ইস্যু করা হয়
→ ইজারা সুকুক।
২৬। ১ জানুয়ারি ২০২১ যে দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়
→ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
২৭। জানুয়ারি ২০২১ পর্যন্ত পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে
→ ১০টি ব্যাংক।
২৮। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর বর্তমান নাম
→ গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
২৯। বাংলাদেশে যে টিকা দিয়ে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
→ কোভিশিল্ড।
৩০। দেশের ১ম মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপিত হবে
→ ভাঙা, ফরিদপুর।
৩১। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি যে দেশে চা রপ্তানি করে
→ পাকিস্তান (২য় – সংযুক্ত আরব আমিরাত)।
৩২। ২০ জানুয়ারি ২০২১ পুলিশের যে থানাটি উদ্বোধন করা হয়
→ ঈদগাঁও থানা (কক্সবাজার)।
৩৩। ১৯ জানুয়ারি ২০২১ পুলিশের যে থানাটি উদ্বোধন করা হয়
→ ভাসানচর থানা (হাতিয়া, নোয়াখালী)।
৩৪। দেশে বর্তমানে নিবন্ধিত সিমেন্ট কোম্পানির সংখ্যা
→ ৭৬টি।
৩৫। বর্তমানে দেশে বিসিক (BSCIC) শিল্পনগরী রয়েছে
→ ৭৬টি ( সূত্র : শিল্পমন্ত্রী – ১৯ জানুয়ারি ২০২১)।
৩৬। ঢাকা মহানগরে নির্মাণাধীন মেট্রোরেলের নিরাপত্তার জন্য পুলিশের নতুন ইউনিটের নাম
→ Mass Rapid Transit (MRT) পুলিশ ইউনিট।
৩৭। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) যে বিভাগের অধীনে
→ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের।
৩৮। প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ সংশ্লিষ্ট “আমার গ্রাম আমার শহর” প্রকল্পটির স্বপ্নদ্রষ্টা
→ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩৯। দেশের ১ম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম
→ ‘মুজিব আমার পিতা’ (পরিচালক – সোহেল মোহাম্মদ রানা)।
৪০। করোনাভাইরাস ধ্বংসকারী ন্যাজাল স্প্রে উদ্ভাবনের দাবি করেছেন
→ বাংলাদেশী গবেষকরা (নাম – বঙ্গোসেইফ ওরো ন্যাজাল স্প্রে)।
৪১। বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বিশ্বের
→ ৪১টি দেশ।


পুরস্কারসমূহ :

৪২। ২০২১ সালে ১ম বাংলাদেশী হিসেবে ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’এ ভূষিত হন
→ তাজিন শাদিদ।
৪৩। ‘আন্তর্জাতিক IPM অ্যাওয়ার্ড অব রিকগনিশন পুরস্কার -২০২০’র মনোনীত হন
→ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন।
৪৪। ২০২১ সালে ‘আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড’এ ভূষিত হন
→ অধ্যাপক ড. এম জাহিদ হাসান।
৪৫। ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার – ২০২০’র জন্য মনোনীত হন
→ প্রাবন্ধিক হাসান ফেরদৌস।
৪৬। ‘কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার -২০২১’ লাভ করেন
→ বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

৪৭। ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার – ২০২০’ ( পেয়েছেন – ১০ জন ব্যক্তি)।

১। কবিতায় – মুহাম্মদ সামাদ।
২। কথাসাহিত্যে – ইমতিয়ার শামীম।
৩। প্রবন্ধ/গবেষণায় – বেগম আকতার কামাল।
৪। অনুবাদে – সুরেশরঞ্জন বসাক।
৫। নাটকে – রবিউল আলম।
৬। শিশুসাহিত্যে – আনজীর লিটন।
৭। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় – সাহিদা বেগম।
৮। বিজ্ঞান/কল্পবিজ্ঞানে – অপরেশ বন্দ্যোপাধ্যায়।
৯। আত্মজীবনী /স্মৃতিকথা /ভ্রমণকাহিনীতে – ফেরদৌসী মজুমদার।
১০। ফোকলোর সাহিত্যে – মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।


নতুন মুখ :

৪৮। জাতিসংঘের শরণার্থী সংস্থা ‘UNHCR’র শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন
→ সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
৪৯। হোয়াইট হাউসের ‘ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজর’ হিসেবে নিয়োগ পান
→ বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক জাইন সিদ্দিকী।
৫০। ‘গ্লোবাল পিস চেইন’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত হন
→ আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ।
৫১। ‘আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (IMSO) নতুন ভাইস চেয়ারম্যান
→ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
৫২। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) নতুন প্রেসিডেন্ট
→ একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।
৫৩। জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে ১ম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন
→ ফরিদা ইয়াসমিন।
৫৪। সার্ক কৃষি কেন্দ্রের (SAC) নতুন পরিচালকের নাম
→ ড. মো. বক্তীয়ার হোসেন।
৫৫। খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালকের নাম
→ শেখ মুজিবুর রহমান।
৫৬। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক
→ প্রকৌশলী মহম্মদ আলী।
৫৭। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নতুন চেয়ারম্যান
→ মো. আরিফুর রহমান অপু।
৫৮। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণার নতুন চেয়ারম্যান
→ জাকিয়া সুলতানা।
৫৯। জাতীয় নদী রক্ষা কমিশনের (NRCC) নতুন চেয়ারম্যান
→ এএসএম আলী কবির।
৬০। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (BPC)নতুন চেয়ারম্যান
→ পারভীন আক্তার।
৬১। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (BUP) নতুন উপাচার্য
→ মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।


রিপোর্ট সমীক্ষা :

৬২। ইলিশ মাছ উৎপাদনে ও পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ
→ ১ম।
৬৩। পাট ও কাঁঠাল উৎপাদনে ও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ
→ ২য়।
৬৪। ধান, সবজি ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৩য়।
৬৫। জিডিপি প্রবৃদ্ধিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ৩য়।
৬৬। চাল, মাছ ও ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৪র্থ।
৬৭। ছাগলের গোশত উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৫ম।
৬৮। আলু উৎপাদনে ও ওয়ানডে ক্রিকেটে বিশ্বে বাংলাদেশ
→ ৭ম।
৬৯। আম ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৮ম।
৭০। বৈদেশিক মুদ্রা আয়, জনশক্তি ও বাইসাইকেল রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ
→ ৮ম।
৭১। মৌসুমি ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ১০ম।
৭২। গবাদি পশু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ১২তম।
৭৩। পেঁপে উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ১৪ম।
৭৪। World Economic League Table 2021 GDP’র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান
→ ৪১ তম।
৭৫। GFP’র ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান
→ ৪৫ তম (১৯০টি দেশের মধ্যে)।
৭৬। বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী দেশের তালিকায় বাংলাদেশ
→ ৮১তম (১৯০টি দেশের মধ্যে)।
৭৭। ২০২১ সালের শিল্পোদ্যোগ (এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্স) সূচকে বিশ্বে বাংলাদেশ
→ ৮৪তম (১০০টি দেশের মধ্যে)।
৭৮। ‘IATA’র তথ্যানুযায়ী ভিসা ছাড়া ভ্রমণে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ১০১ তম (১১০টি দেশের মধ্যে)।
৭৯। ‘Democracy Report 2020’ প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী গনতন্ত্র সূচকে বাংলাদেশ
→ ১৩৯তম।
৮০। ‘Democracy Report 2020’ প্রতিবেদন অনুযায়ী উদার গনতন্ত্র সূচকে বাংলাদেশ
→ ১৫৪তম।


আন্তর্জাতিক অংশ :

৮১। যুক্তরাজ্যের পার্লামেন্টে ‘EU-UK Trade and Cooperation Agreement (TCA)’ অনুমোদন করে
→ ৩০ ডিসেম্বর ২০২০।
৮২। ‘EU-UK Trade and Cooperation Agreement (TCA)’ চুক্তি কার্যকর হয়
→ ০১জানুয়ারি ২০২১।
৮৩। অস্ট্রেলিয়ার পরিবর্তিত জাতীয় সংগীত কার্যকর হয়
→ ০১ জানুয়ারি ২০২১।
৮৪। আলজেরিয়ার নতুন সংবিধান কার্যকর হয়
→ ০১ জানুয়ারি ২০২১।
৮৫। মুসলিম দেশ হিসেবে কাজাখস্তান মৃত্যুদণ্ড বাতিলের ঘোষণা দেয়
→ ০২ জানুয়ারি ২০২১।
৮৬। ‘GCC’র ৬টি দেশ ‘ সংহতি ও স্থিতিশীলতা ‘ চুক্তিতে সাক্ষর করে
→ ০৫ জানুয়ারি ২০২১।
৮৭। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর পূর্ণ হয়
→ ০৫ জানুয়ারি ২০২১।
৮৮। মার্কিন কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে
→ ০৬ জানুয়ারি ২০২১।
৮৯। কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন
→ ১০ জানুয়ারি ২০২১।
৯০। মালয়েশিয়ায় ৫০ বছরের ইতিহাসে ১ম বারের মতো দেশব্যাপী জরুরি অবস্থা জারী করে
→ ১২ জানুয়ারি ২০২১ (করোনার বিস্তার রোধে)।
৯১। ডােনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ২ বার অভিশংসিত হন
→ ১৩ জানুয়ারি ২০২১।
৯২। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণ করেন
→ ২০ জানুয়ারি ২০২১।
৯৩। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়
→ ২২ জানুয়ারি ২০২১।
৯৪। এশিয়ার ‘মাদক সম্রাট ‘ খ্যাত সে চি লপকে গ্রেপ্তার করা হয়
→ ২২ জানুয়ারি ২০২১।
৯৫। প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হবে
→ ১৯ ফেব্রুয়ারী ২০২১।
৯৬। ইউরোপীয় ইউনিয়ন (EU) ও যুক্তরাষ্ট্রের (UK) মধ্যে ব্রেক্সিট পরবর্তী বানিজ্য চুক্তির নাম
→ EU – UK Trade and Cooperation Agreement (TCA).
৯৭। ১ম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দু’বার অভিশংসিত হন
→ ডােনাল্ড ট্রাম্প।
৯৮। ৪ ডিসেম্বর ২০২০ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ ঘটে যে দেশের
→ ভানুয়াতু।
৯৯। ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC থেকে উত্তরণ ঘটবে যে দেশের
→ অ্যাঙ্গোলা।
১০০। ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC- ভুক্ত দেশের সংখ্যা হবে
→ ৪৫টি।
১০১। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ
→ ৮৫টি।
১০২। ৬ জানুয়ারি ২০২১ যে দেশ AIIB’র ৮৫তম সদস্যপদ লাভ করে
→ টোঙ্গা।
১০৩। আন্তুর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)- এর বর্তমান সদস্য দেশ
→ ৯৪টি।
১০৪। ৭ ডিসেম্বর ২০২০ যে দেশ IHO’র ৯৪তম সদস্যপদ লাভ করে
→ লেবানন।
১০৫। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করােনার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট যে নামে উৎপাদন করছে
→ Covishield।
১০৬। ২০২০ সালে যে দেশ দারিদ্র্যমুক্ত হওয়ার ঘোষণা দেয়
→ চীন।
১০৭। আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়
→ মরক্কো (১০ ডিসেম্বর ২০২০)।
১০৮। সার্কভুক্ত যে দেশ ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের অনুমোদন করে
→ ভুটান (১৪ ডিসেম্বর ২০২০)।
১০৯। বিপ (Bip) Messaging App যে দেশের তৈরি
→ তুরস্ক।
১১০। ‘The Presidential Years’ আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক
→ ভারতের ১ম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
১১১। ম্যারাডোনার মৃত্যুরহস্য উন্মোচনের চেষ্টায় নির্মিত ওয়েব সিরিজ
→ ‘What Killed Maradona’.
১১২। সম্প্রতি বিশ্বের প্রাচীনতম প্রাণী – গুহাচিত্রের সন্ধান পেয়েছেন
→ ইন্দোনেশিয়ার প্রত্নতত্ত্ববিদরা।
১১৩। সম্প্রতি বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন
→ ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা।
১১৪। বিশ্বের ১ম বারের মতো কৃত্রিম ‘কর্নিয়া’ প্রতিস্থাপনে সফল হয়েছে
→ ইসরায়েল।
১১৫। শুভেচ্ছা নিদর্শন হিসেবে মোট ১২টি দেশকে বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে
→ ভারত (যা ‘টিকা কূটনীতি’ নামে পরিচিত)।
১১৬। RS-18 ‘সারমাট’ নামের এক নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে
→ রাশিয়া।
১১৭। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় কুরআন একাডেমি উদ্বোধন করা হয়
→ সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
১১৮। ১৭০ বর্গমিটার আয়তনের বিশ্বের ১ম কার্বন নিঃসরণমুক্ত শহর নির্মাণ করতে যাচ্ছে
→ সৌদি আরব ( শহরের নাম – The Line)।
১১৯। ‘World Economic Forum’ বিশেষ বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে
→ সিঙ্গাপুর (২৫-২৮ মে ২০২১)।
১২০। উপসাগরীয় সহযোগিতা সংস্থা ‘GCC’র ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হয়
→ আল-উলা, সৌদি আরব (৫ জানুয়ারি ২০২১)।
১২১। ২০২১ সালের ৪১তম ‘GCC’ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়
→ আল-উলা, সৌদি আরব (৫ জানুয়ারি ২০২১)।
১২২। ২৬তম ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ অনুষ্ঠিত হয়
→ ৮-১৫ জানুয়ারি ২০২১।
১২৩। ১৯তম ‘Dhaka International Film Festival’ অনুষ্ঠিত হয়
→ ১৬-২৪ জানুয়ারি ২০২১।
১২৪। ভার্চুয়ালভাবে ‘International Renewable Energy Agency’ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়
→ আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (১৮-২১ জানুয়ারি ২০২১)।
১২৫। ৫১তম ‘International Film Festival Of India’ অনুষ্ঠিত হয়
→ ১৬-২৮ জানুয়ারি ২০২১ (১ম বাংলাদেশী বিচারক – নির্মাতা রুবাইয়াত হোসেন)।


নতুন মুখ :

১২৬। ক্ষুদ্র বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার ১ম নারী প্রধানমন্ত্রী
→ কাজা কালাস।
১২৭। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট
→ কমলা হ্যারিস।
১২৮। ৭৮তম ও ১ন নারী মার্কিন অর্থমন্ত্রীর নাম
→ জ্যানেট ইয়েলেন।
১২৯। ২৮তম ও ১ম কৃষাঙ্গ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম
→ লয়েড অস্টিন।
১৩০। যুক্তরাষ্ট্রের ৭১তম পররাষ্ট্রমন্ত্রীর নাম
→ অ্যান্টনি ব্লিঙ্কেন।
১৩১। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১ম ‘ সেকেন্ড জেন্টেলম্যান ‘ হলেন
→ কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ।
১৩২। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব
→ জুলি ভেরার।
১৩৩। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) ভারপ্রাপ্ত মহাসচিব
→ ইসাবেলা ডুরান্ড।


রিপোর্ট সমীক্ষা :

১৩৪। বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে ‘WHO’র স্বীকৃতি পায়
__ সৌদি আরবের পবিত্র শহর মদিনা।
১৩৫। ‘IATA’র তথ্যানুযায়ী ভিসা ছাড়া ভ্রমণে শীর্ষ দেশ
→ জাপান (২য় – সিঙ্গাপুর)।
১৩৬। ‘IATA’র তথ্যানুযায়ী ভিসা ছাড়া ভ্রমণে সর্বনিম্ন দেশ
→ আফগানিস্তান (ভিসা ছাড়া ২৬টি দেশ ভ্রমণ করা যাবে)।
১৩৭। যে দেশের শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া সর্বোচ্চ সংখ্যক দেশ ভ্রমণ করা যাবে
→ জাপান (১৯১টি দেশ)।
১৩৮। ২০২১ সালের শিল্পোদ্যোগ (এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্স) সূচকে শীর্ষ দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় – জার্মানি)।
১৩৯। ২০২১ সালের শিল্পোদ্যোগ (এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্স) সূচকে সর্বনিম্ন দেশ
→ এল সালভেদর।
১৪০। World Economic League Table 2021 অনুযায়ী GDP’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় – চীন)
১৪১। World Economic League Table 2021 GDP’র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ
→ টুভ্যালু।
১৪২। ২০৩০ সালে ‘GDP’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ হবে
→ চীন (২য় – যুক্তরাষ্ট্র)।
১৪৩। GFP’র ২০২১ সালের সামরিক শক্তিতে শীর্ষ দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় – রাশিয়া)।
১৪৪। GFP’র ২০২১ সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ
→ ভুটান।
১৪৫। বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী দেশের তালিকায় শীর্ষ দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় – চীন)।
১৪৬। “Democracy Report 2020′ প্রতিবেদন অনুযায়ী উদার গনতন্ত্র সূচকে শীর্ষ দেশ
→ ডেনমার্ক (২য় – এস্তোনিয়া)।
১৪৭। ‘Democracy Report 2020’ প্রতিবেদন অনুযায়ী উদার গনতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ
→ ইরিত্রিয়া।
১৪৮। ‘Democracy Report 2020’ প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী গনতন্ত্র সূচকে শীর্ষ দেশ
→ ডেনমার্ক (২য় – ইরিত্রিয়া)।
১৪৯। ‘Democracy Report 2020’ প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী গনতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ
→ সৌদি আরব।


খেলাধুলা :

১৫০। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে
→ বাংলাদেশে ( অক্টোবর ২০২১)।
১৫১। ২০২১ সালের নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে
→ ১-১০ এপ্রিল।
১৫২। ২০২১ সালের ৫ম ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে
→ কনিয়া, তুরস্ক (১০-১৯ সেপ্টেম্বর)।
১৫৩। ২০২২ সালের ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে
→ হাংঝু, চীন (১০-২৫ সেপ্টেম্বর)।
১৫৪। ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যানবিষয়ক সংস্থা ‘IFFHS’র দশক-সেরা ফুটবলার নির্বাচিত হন
→ বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
১৫৫। ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড ‘র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন
→ রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড)।
১৫৬। ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড ‘র শতাব্দী সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন
→ ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
১৫৭। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন
→ ক্রিস্টিয়ানো রোনালদো (৭৬০টি গোল)।
১৫৮। নারী টি-২০ ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন
→ নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (৩৬ বলে ১০০ রান)।
১৫৯। আইসিসি’র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ক্রিকেটার (পুরুষ)
→ বিরাট কোহলি (ভারত)।
১৬০। আইসিসি’র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ক্রিকেটার (নারী)
→ অ্যালিস প্যারি (অস্ট্রেলিয়া)।
১৬১। আইসিসি’র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা টেস্ট ক্রিকেটার
→ স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)।
১৬২। আইসিসি’র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ওয়ানডে ক্রিকেটার
→ বিরাট কোহলি (ভারত)।
১৬৩। আইসিসি’র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা টি-২০ ক্রিকেটার
→ রশীদ খান (আফগানিস্তান)।
১৬৪। আইসিসি’র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী’ স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড ‘ পান
→ মহেন্দ্র সিং ধোনি (ভারত)।
১৬৫। উইজডেনের টেস্ট সেরা কিশোর একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের
→ মুশফিকুর রহিম।
১৬৬। আইসিসি’র দশক-সেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের
→ সাকিব আল হাসান।
১৬৭। বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে
→ হাসান মাহমুদ (২০ জানুয়ারি ২০২১ ও.ইন্ডিজের বিপক্ষে)।
১৬৮। ‘ বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস – ২০২১’এ দ্রুততম মানব ও মানবী
→ মো. ইসমাইল হোসেন ও শিরিন হোসেন (বাংলাদেশ সেনাবাহিনী)।
১৬৯। বাংলাদেশে উশুর প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন
→ উশু কোচ ‘ওস্তাদ’ আলমগীর শাহ ভূইয়া।
১৭০। ঢাকার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়
→ বঙ্গবন্ধুর ২য় পুত্র লে. শেখ জামালের নামে

সংগ্রাহকঃ উর্মি শেখ | Zakir's BCS specials

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!