সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন : ২০২১

উত্তর নিচে দেওয়া আছে।

০১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে সম্প্রতি ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিবস কত তারিখ?
(ক) ১০ জানুয়ারি (খ) ২৩ ফেব্রুয়ারি
(গ) ৭ই মার্চ (ঘ) ১০ এপ্রিল

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০২। সদ্যঃপ্রয়াত মাহবুবে আলম দেশের কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন?
(ক) ১৩তম (খ) ১৪তম (গ) ১৫তম (ঘ) ১৬তম

০৩। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার ইউনিসেফের শুভেচ্ছা দূত হন?
(ক) মাশরাফি বিন মর্তুজা (খ) তামিম ইকবাল
(গ) মুশফিকুর রহিম (ঘ) সাকিব আল হাসান

০৪। সম্প্রতি ১৯০তম দেশে হিসেবে IMF-এর সদস্য পদ লাভ করে—
(ক) কসোভো (খ) দক্ষিণ সুদান (গ) হাইতি (ঘ) অ্যান্ডোরা

০৫। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?
(ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
(খ) বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)
(গ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
(ঘ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)

০৬। আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক—
(ক) এনামুর রহমান (খ) কাজী দীন মোহাম্মদ
(গ) ড. তাহমিদ আহমেদ (ঘ) এ বি এম আব্দুল্লাহ

০৭। বেলজিয়ামভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিআরইডি’ ও জাতিসংঘের প্রতিষ্ঠান ‘ইউএনডিআরআর’-এর যৌথ প্রতিবেদন অনুযায়ী দুর্যোগে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—
(ক) সপ্তম (খ) অষ্টম (গ) নবম (ঘ) দশম

০৮। সম্প্রতি IMF বাংলাদেশের ২০২০ সালের প্রবৃদ্ধি কত শতাংশ হবে বলে জানিয়েছে?
(ক) ২% (খ) ২.৮% (গ) ৩.৮% (ঘ) ৪.১%

০৯। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান কে?
(ক) অ্যামি কোনি ব্যারেট (খ) কমলা হ্যারিস (গ) চার্লস শুমার (ঘ) ক্রিস কুনস

১০। ভারত প্রদত্ত মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কী?
(ক) আইএনএস সিন্ধুরাজ (খ) আইএনএস সিন্ধুবীর
(গ) আইএনএস সিন্ধুরত্ন (ঘ) আইএনএস সিন্ধুবিজয়
উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!