বাংলা সাহিত্য-৪০

প্রশ্নঃ ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী ছিল?
ক. কুশারী
খ. মুখোপাধ্যায়
গ. শাস্ত্রী
ঘ. ঘোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ক. ইন্দিরা দেবী
খ. কাদম্বরী দেবী
গ. মৃণালিনী দেবী
ঘ. মৈত্রয়ী দেবী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
ক. আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
গ. অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কাব্য গ্রন্থ?
ক. শেষ প্রশ্ন
খ. শেষ লেখা
গ. শেষের কবিতা
ঘ. নবযুগ
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সভ্যতার সংকট
খ. কঙ্কাল
গ. ল্যাবরেটরী
ঘ. বিশ্বপরিচয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “জীবনস্মৃতি” কার রচনা?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ Robindranath Tagore was born on/রবীন্দ্রনাথ ঠাকুরের -জন্ম
ক. 1st Baishakh
খ. 25th Baishakh
গ. 23th Sraban
ঘ. 11th Jaistha
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
ক. চতুর্দশী
খ. চুতষ্পাঠী
গ. চতুর্দশপদী
ঘ. চার অধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিসর্জন’ কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সেলিম আল দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. গিরিশ চন্দ্র ঘোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. একরাত্রি
খ. নষ্টনীড়
গ. ক্ষুধিত পাষাণ
ঘ. মধ্যবর্তিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র?
ক. মুক্তধারা
খ. রক্তকরবী
গ. অচলায়তন
ঘ. বিসর্জন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
ক. বিষবৃক্ষ
খ. গণদেবতা
গ. আরণ্যক
ঘ. ঘরে-বাইরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
ক. নদী
খ. বৃক্ষ
গ. পথ
ঘ. পাহাড়
উত্তরঃ ক

প্রশ্নঃ গল্পগুচ্ছের লেখক কে?
ক. রবীন্দ্রনাথ
খ. বীরবল
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরে’।
ক. কায়কোবাদ
খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ পূস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
ক. কাব্যগ্রন্থ
খ. গীতিকাব্য
গ. কাব্যনাট্য
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন–
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চোখের বালি’ উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
ক. ইতিহাস আশ্রয়ী
খ. দ্বন্দ্বমূলক
গ. রাজনৈতিক
ঘ. সমস্যামূলক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. গোরা (গল্পগ্রন্থ)
খ. শেষের কবিতা (নাটক)
গ. শেষ প্রশ্ন (নাটক)
ঘ. জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
ক. এজরা পাউন্ড
খ. টি এস ইলিয়ট
গ. ডবলিউ. বি. ইয়েটস
ঘ. কীটস
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৫শে বৈশাখ কার জন্ম দিন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রহমান
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনার তরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
ক. ১৯৫১
খ. ১৯৬১
গ. ১৯৭১
ঘ. ১৯৮১
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি?
ক. বউঠাকুরানীর হাট
খ. নৌকাডুবি
গ. করুণা
ঘ. রাজর্ষি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. কাব্য সংকলনের নাম
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?
ক. ১৯০০ সালে
খ. ১৯০১ সালে
গ. ১৯০২ সালে
ঘ. ১৯০৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছে?
ক. নেপাল
খ. ভারত
গ. ভুটান
ঘ. শ্রীলংকা
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক. ১০ বছর বয়সে
খ. ১২ বছর বয়সে
গ. ১৫ বছর বয়সে
ঘ. ১৭ বছর বয়সে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!