বাংলা সাহিত্য-৩৯

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
ক. সাহিত্য
খ. সাহিত্যের স্বরূপ
গ. সাহিত্যের পথে
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন-
ক. ১৯১৩
খ. ১৯১৫
গ. ১৯১৭
ঘ. ১৯১৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ক. বাংলার প্রকৃতির কথা
খ. বাংলার মানুষের কথা
গ. বাংলার ইতিহাসের কথা
ঘ. বাংলার সংস্কৃতির কথা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ -এটি রচনার প্রেক্ষাপট কি?
ক. কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা
খ. প্রথম বিশ্বযুদ্ধ
গ. অসহযোগ আন্দোলন
ঘ. বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. কৃষ্ণকুমারী
ঘ. বলাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ক্ষণিকা’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. প্রহসন
গ. কাব্য
ঘ. নাটক
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?
ক. ডাকঘর
খ. অচলায়তন
গ. বাল্মীকি প্রতিভা
ঘ. রাজা ও রাণী
উত্তরঃ গ

প্রশ্নঃ Which Bengali poet was awarded the title ‘Knight? /কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন?
ক. Kazi Najrul Islam
খ. Shukumar Roy
গ. Robindronath Togore
ঘ. Satyendranath Datta
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. মানসী
খ. চিত্রা
গ. সোনারতরী
ঘ. বলাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. মহেন্দ্র ও বিনোদিনী
গ. সুরেশ ও অচলা
ঘ. মধুসূদন ও কুমুদিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. কণিকা
ঘ. বীথিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’ -রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপনোদন অর্থে
খ. পূজা অর্থে
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ
ক. য়ুরোপ প্রবাসী পত্র
খ. য়ুরোপ যাত্রীর ডায়রী
গ. জাপানযাত্রীর পত্র
ঘ. জাভাযাত্রীর পত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে-
ক. মুনীর চৌধুরী ও জহির রায়হান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
গ. জহির রায়হান ও শহীদুল্লাহ
ঘ. মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?
ক. ভানু বন্দ্যোপাধ্যায়
খ. চণ্ডীদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি রবী ঠাকুরের লেখা প্রহসন নয়?
ক. বৈকুন্ঠের খাতা
খ. চিরকুমার সভা
গ. শেষ রক্ষা
ঘ. এর উপায় কি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ?
ক. হৈমন্তী
খ. ল্যাবরেটরী
গ. ক্ষুধিত পাষাণ
ঘ. সভ্যতার সংকট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনারতরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি?
ক. বিসর্জন
খ. রক্তকরবী
গ. মালিনী
ঘ. পুতুলের বিয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি?
ক. চিত্রাঙ্গদা
খ. মালিনী
গ. চিরকুমার সভা
ঘ. বিসর্জন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে-
ক. অমিত, লাবণ্য
খ. মহেন্দ্র, বিনোদিনী
গ. মধূসুদন, কুমুদিনী
ঘ. শচীশ, দামিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বুদ্ধদেব বসু
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. রজনীকান্ত সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা “১৪০০ সাল’ এর রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাশ
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাতের সাংকেতিক নাটক হল-
ক. রাজা ও রানী
খ. ডাকঘর
গ. তাসের ঘর
ঘ. প্রায়শ্চিত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব?
ক. নৌকাডুবি
খ. যোগাযোগ
গ. দুইবোন
ঘ. নৈবেদ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
ক. মানসী
খ. রাজা
গ. সঞ্চিতা
ঘ. সভ্যতার সংকট
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মীর মশাররফ হোসেন
গ. মুনীর চৌধুরী
ঘ. নুরুল মোমেন
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!