বাংলা সাহিত্য-৪১

প্রশ্নঃ কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক. ৭ জুন, ১৯৪১
খ. ৭ জুলাই, ১৯৪১
গ. ৭ আগস্ট, ১৯৪১
ঘ. ৭ সেপ্টেম্বর, ১৯৪১
উত্তরঃ গ

প্রশ্নঃ খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. ছোটগল্প
গ. প্রহসন
ঘ. নাটক
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন গ্রন্থটি উপন্যাস?
ক. পদ্মাবতী
খ. মহাশ্মশান
গ. শেষের কবিতা
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. দোলনচাঁপা
গ. সোনারতরী
ঘ. মানসী
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
ক. নিউটন
খ. আইনস্টাইন
গ. শ্রডিঞ্জার
ঘ. ম্যাক্স প্লাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি?
ক. কাবুলিওয়ালা
খ. পোস্টমাস্টার
গ. হৈমন্তী
ঘ. ভিখারিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য?
ক. চিত্রাঙ্গদা
খ. বিসর্জন
গ. চতুরঙ্গ
ঘ. রক্তকবরী
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায়কবির উপলব্ধি হচ্ছে-
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্টকরে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মমতাজ উদ্দিন আহমদ
গ. ওবায়েদ উল হক
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-
ক. নাটক
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. প্রবন্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়-
ক. কড়ি ও কোমল
খ. রক্তকরবী
গ. মানসী
ঘ. পুনশ্চ
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
ক. চৌদ্দ বছর
খ. পনের বছর
গ. ষোল বছর
ঘ. সতের বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক. শেষপ্রশ্ন
খ. শেষকথা
গ. শেষদিন
ঘ. শেষলেখা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
ক. শেষের কবিতা
খ. বলাকা
গ. ডাকঘর
ঘ. কালান্তর
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. গোরা
খ. শেষের কবিতা
গ. কৃষ্ণকান্তের উইল
ঘ. নৌকাডুবি
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
ক. জন্মদিন
খ. সন্ধ্যা সঙ্গীত
গ. প্রভাত সঙ্গীত
ঘ. আকাশ প্রদীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
ক. “কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও”?
খ. “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান”।
গ. “প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে”?
ঘ. ” কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে”।
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি?
ক. সোনার তরী
খ. মানসী
গ. বনফুল
ঘ. পরপুট
উত্তরঃ গ

প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন
ক. ১৯৩৮ সালে
খ. ১৯৪১ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪০ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
ক. W. B Yeats
খ. T. S. Eliot
গ. রবীন্দ্রনাথ ও W. B Yeats
ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ গ

প্রশ্নঃ মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি?
ক. জন্মদিনে
খ. শেষ লেখা
গ. পুনশ্চ
ঘ. বিসর্জন
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-
ক. ১৯০৫ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯২৩ সালে
ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরষ্কার পান প্রথম ভারতীয়
ক. স্যার ইকবাল
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কৃষন চন্দর
ঘ. নীরোদ চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. বীরাঙ্গনা
ঘ. বলাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ প্রকাশিত হয় কত সনে?
ক. ১৯১০
খ. ১৯১১
গ. ১৯১২
ঘ. ১৯১৩
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মহেন্দ্র’ ও ‘বিনোদিনী’ নিচের কোন উপন্যাসের চরিত্র?
ক. মৃণালিণী
খ. চোখের বালি
গ. পল্লীসমাজ
ঘ. মানসী
উত্তরঃ খ

প্রশ্নঃ Rabindranath Tagore got Noble Prize for this: অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. Gitanjali
খ. Sonar Tari
গ. Shesher Kabita
ঘ. Chitrangada
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা
ক. অতুলপ্রসাদ সেন
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ উপন্যাস রচনার প্রথমদিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
ক. মীর মশাররফ হোসেন
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পদাবলী’ লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!