বাংলা সাহিত্য-৪০

প্রশ্নঃ ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী ছিল?
ক. কুশারী
খ. মুখোপাধ্যায়
গ. শাস্ত্রী
ঘ. ঘোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ক. ইন্দিরা দেবী
খ. কাদম্বরী দেবী
গ. মৃণালিনী দেবী
ঘ. মৈত্রয়ী দেবী
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
ক. আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
গ. অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি কাব্য গ্রন্থ?
ক. শেষ প্রশ্ন
খ. শেষ লেখা
গ. শেষের কবিতা
ঘ. নবযুগ
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সভ্যতার সংকট
খ. কঙ্কাল
গ. ল্যাবরেটরী
ঘ. বিশ্বপরিচয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “জীবনস্মৃতি” কার রচনা?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ Robindranath Tagore was born on/রবীন্দ্রনাথ ঠাকুরের -জন্ম
ক. 1st Baishakh
খ. 25th Baishakh
গ. 23th Sraban
ঘ. 11th Jaistha
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
ক. চতুর্দশী
খ. চুতষ্পাঠী
গ. চতুর্দশপদী
ঘ. চার অধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিসর্জন’ কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সেলিম আল দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. গিরিশ চন্দ্র ঘোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. একরাত্রি
খ. নষ্টনীড়
গ. ক্ষুধিত পাষাণ
ঘ. মধ্যবর্তিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র?
ক. মুক্তধারা
খ. রক্তকরবী
গ. অচলায়তন
ঘ. বিসর্জন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
ক. বিষবৃক্ষ
খ. গণদেবতা
গ. আরণ্যক
ঘ. ঘরে-বাইরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
ক. নদী
খ. বৃক্ষ
গ. পথ
ঘ. পাহাড়
উত্তরঃ ক

প্রশ্নঃ গল্পগুচ্ছের লেখক কে?
ক. রবীন্দ্রনাথ
খ. বীরবল
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরে’।
ক. কায়কোবাদ
খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ পূস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
ক. কাব্যগ্রন্থ
খ. গীতিকাব্য
গ. কাব্যনাট্য
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন–
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চোখের বালি’ উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
ক. ইতিহাস আশ্রয়ী
খ. দ্বন্দ্বমূলক
গ. রাজনৈতিক
ঘ. সমস্যামূলক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. গোরা (গল্পগ্রন্থ)
খ. শেষের কবিতা (নাটক)
গ. শেষ প্রশ্ন (নাটক)
ঘ. জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
ক. এজরা পাউন্ড
খ. টি এস ইলিয়ট
গ. ডবলিউ. বি. ইয়েটস
ঘ. কীটস
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৫শে বৈশাখ কার জন্ম দিন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রহমান
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনার তরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
ক. ১৯৫১
খ. ১৯৬১
গ. ১৯৭১
ঘ. ১৯৮১
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি?
ক. বউঠাকুরানীর হাট
খ. নৌকাডুবি
গ. করুণা
ঘ. রাজর্ষি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. কাব্য সংকলনের নাম
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?
ক. ১৯০০ সালে
খ. ১৯০১ সালে
গ. ১৯০২ সালে
ঘ. ১৯০৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছে?
ক. নেপাল
খ. ভারত
গ. ভুটান
ঘ. শ্রীলংকা
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক. ১০ বছর বয়সে
খ. ১২ বছর বয়সে
গ. ১৫ বছর বয়সে
ঘ. ১৭ বছর বয়সে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top