বাংলা সাহিত্য-২৪

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, কায়কোবাদ:

প্রশ্নঃ নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য?
ক. রৈবতক
খ. মহাশ্মশান
গ. পলাশীর যুদ্ধ
ঘ. কুরুক্ষেত্র
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘মহাশ্মশান’ মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?
ক. ১৭২৬
খ. ১৭৬১
গ. ১৫৫৬
ঘ. ১৫২৬
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি কায়কোবাদ রচিত ‘অশ্রুমালা’ কোন জাতীয় রচনা?
ক. গল্পগ্রন্থ
খ. কাব্য
গ. উপন্যাস
ঘ. গীতিকাব্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ কার রচনা?
ক. রবীন্দ্রনাথ
খ. কায়কোবাদ
গ. নজরুল ও শরৎ
ঘ. শরৎ ও রবীন্দ্রনাথ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আযান’ কবিতাটি কার রচিত?
ক. আহসান হাবীব
খ. কায়কোবাদ
গ. জসীম উদ্দীন
ঘ. শামসুর রহমান
উত্তরঃ খ

প্রশ্নঃ কায়কোবাদের রচনা নয় কোনটি?
ক. মহাশ্মশান
খ. অশ্রুমালা
গ. চিন্তাতরঙ্গিনী
ঘ. বিরহ বিলাপ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. গোবিন্দ্রচন্দ্র দাস
খ. কায়কোবাদ
গ. অক্ষয় কুমার সরকার
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি মহাকাব্য?
ক. মহাশ্মশান
খ. গীতাঞ্জলি
গ. অগ্নিবীণা
ঘ. ইউসুফ-জোলেখা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বিষয়ের উপর ভিত্তি করে ‘মহাশ্মশান’ কাব্য রচিত?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. পানিপথের তৃতীয় যুদ্ধ
ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কোবাদের আসল নাম কি?
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. নেয়ামত উল্লাহ আল কোরেশী
গ. মোহাম্মদ কাজেম আল কোরেশী
ঘ. মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আযান’ কবিতাটি কার রচনা?
ক. আকরম খাঁ
খ. কায়কোবাদ
গ. ফররুখ আহমদ
ঘ. হামিদ আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মহাশ্মশান’ মহাকাব্যের কবি কে?
ক. ফররুখ আহমদ
খ. মীর মশাররফ হোসেন
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. কায়কোবাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?
ক. অশ্র“মালা
খ. মহাশ্মশান
গ. বলাবন
ঘ. মেঘনাদবধ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ‘মহাকাব্য’?
ক. লা মিজরেবল
খ. দি ওয়েস্টল্যান্ড
গ. প্যারাডাইস লস্ট
ঘ. ভিশনস অব দি পাস্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. মীর মশাররফ হোসেন
গ. আলাওল
ঘ. কায়কোবাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত?
ক. অমিয়ধারা
খ. মহররম শরীফ
গ. অশ্রুমালা
ঘ. মহাশ্মশান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অশ্রুমালা’র কবি কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. কায়কোবাদ
গ. মোজাম্মেল হক
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ খ

প্রশ্নঃ কায়কোবাদের মূল নাম কি?
ক. মীর্জা কায়কোবাদ
খ. কাজেম আল কোরেশী
গ. শাহ কাজেম বিন হাই
ঘ. কায়কোবাদ বিন হাই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. চম্পাবতী
খ. গঙ্গামণি
গ. লাজুকলতা
ঘ. বিরহ বিলাপ
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, গোলাম মোস্তফা:

প্রশ্নঃ ‘বনি আদম’ গ্রন্থের রচয়িতা-
ক. মীর মশাররফ হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. ফররুখ আহমদ
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিশ্বনবী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ফররুখ আহম্মেদ
খ. আকরাম খাঁ
গ. মীর মশাররফ হোসেন
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবি গোলাম মোস্তফা পরলোকগমন করেন-
ক. ১৯৬০ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর
খ. ১৯৬২ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর
গ. ১৯৬৪ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর
ঘ. ১৯৭০ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, জসিম উদ্দীন:

প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন?
ক. আম
খ. পাট
গ. তরমুজ
ঘ. মাছ
উত্তরঃ গ

প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্‌দীনের পল্লীগানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে?
ক. রঙিলা নায়ের মাঝি
খ. রাখালী
গ. এক পয়সার বাঁশী
ঘ. মা যে জননী কান্দে
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি জসীমউদ্দীন রচিত কাব্য কোনটি?
ক. কুহু ও কেকা
খ. সাঁঝের মায়া
গ. মাটির মায়া
ঘ. রাখালী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক হলেন-
ক. জসীমউদ্দীন
খ. ফররুখ আহমেদ
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. অতুল প্রসাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে
ক. সোজন বাদিয়ার ঘাট
খ. বালুচর
গ. নকশীকাঁথার মাঠ
ঘ. রাখালী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. ত্রিপদী
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!