বাংলা সাহিত্য-২৫

প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন—
ক. নোয়াখালীতে
খ. ফরিদপুরে
গ. বরিশালে
ঘ. চব্বিশ পরগনায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নক্সী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জসীমউদ্দীন
গ. শামসুর রহমান
ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি জসিম উদ্দীনের লেখা?
ক. মানসকন্যা
খ. ইতিকথার পরের কথা
গ. বোবা কাহিনী
ঘ. উত্তম পুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত?
ক. ১৯২৫
খ. ১৯২৬
গ. ১৯২৭
ঘ. ১৯২৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কবি গোলাম মোস্তফা
গ. কবি জসীম উদ্দীন
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন?
ক. কাজী নজরুল ইসনলাম
খ. জসীমউদ্দীন
গ. ডঃ নীলিমা ইব্রাহীম
ঘ. সাঈদ আহম্মদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. বিজন ভট্টাচার্য
ঘ. তুলসী লাহিড়ী
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো-
ক. স্ত্রী বিয়োগের বেদনা বিলাপ
খ. প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ
গ. সন্তান হারানোর শোকগাথা
ঘ. বন্ধু বিচ্ছেদের করুণ কাহিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কবর’ কবিতাটির রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন
খ. মুনীর চৌধুরী
গ. সিকান্‌দার আবু জাফর
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কবর’ কবিতায় কতটি পঙক্তি রয়েছে?
ক. ১১৮টি
খ. ১৩২টি
গ. ৯৬টি
ঘ. ১০২টি
উত্তরঃ ক

প্রশ্নঃ জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে?
ক. ১৩ এপ্রিল
খ. ১৩ জুন
গ. ১৬ মার্চ
ঘ. ১৩ মার্চ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্‌দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন কত সালে?
ক. ১৯৭৬
খ. ১৯৬৬
গ. ১৯৬৯
ঘ. ১৯৬৪
উত্তরঃ গ

প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি?
ক. কবর
খ. কল্লোল
গ. মিলন গান
ঘ. রাখালী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
ঘ. জসীম উদ্দীন
ঙ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জসীমউদ্‌দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদেন কত সালে?
ক. ১৯৪৮
খ. ১৯৩৮
গ. ১৯৩৬
ঘ. ১৯২৮
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাখালী’ কাব্য কার লেখা?
ক. বন্দে আলী মিয়া
খ. জসীমউদ্দীন
গ. কাজী কাদের নেওয়াজ
ঘ. কালিদাস রায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও’- পংক্তিটি কোন কবির লেখা?
ক. মোজাম্মেল হক
খ. কামিনী রায়
গ. জসীমউদ্দীন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ জসীম উদ্‌দীনের রচনা কোনটি?
ক. যাদের দেখেছি
খ. পথে-প্রবাসে
গ. কালো নিরবধি
ঘ. ভবিষ্যতের বাঙালী
উত্তরঃ ক

প্রশ্নঃ “The filed of embroidered quilt” : কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?
ক. সোজন বাদিয়ার ঘাট
খ. রঙিলানায়ের মাঝি
গ. নকশীকাঁথার মাঠ
ঘ. রাখালী
উত্তরঃ গ

প্রশ্নঃ কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি?
ক. ১৯০৩-১৯৭৬ইং
খ. ১৮৮৯-১৯৬৬ইং
গ. ১৮৯৯-১৯৭৯ইং
ঘ. ১৯১০-১৯৮৭ইং
উত্তরঃ ক

প্রশ্নঃ “বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।” পংক্তিটির রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন
খ. আবদুল কাদির
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
ক. তত্ত্ববোধিনী পত্রিকা
খ. ধুমকেতু
গ. কল্লোল
ঘ. কালি ও কলম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বোবা কাহিনী’ জসীমউদ্‌দীনের কোন ধরনের রচনা?
ক. শিশুতোষ গ্রন্থ
খ. কাব্যগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ জসীমউদ্‌দীন ‘কবর’ কবিতা রচনার সময়ে-
ক. স্কুলে পড়েন
খ. কলেজে পড়েন
গ. বিশ্ববিদ্যালয়ে পড়েন
ঘ. আইন বিভাগে পড়েন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি জসীমউদ্দীনের রচনা?
ক. গাজী মিয়াঁর বস্তানী
খ. ভাওয়াল গড়ের উপাখ্যান
গ. ঠাকুরবাড়ির আঙিনা
ঘ. হাঁসুলী বাঁকের উপকথা
উত্তরঃ গ

প্রশ্নঃ পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়?
ক. কলকাতায়
খ. ঢাকায়
গ. ফরিদপুরে
ঘ. মাদারীপুরে
উত্তরঃ খ

প্রশ্নঃ জসিম উদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?
ক. গোপালগঞ্জ
খ. ফরিদপুর
গ. রাজবাড়ী
ঘ. মাদারীপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি জসীম উদ্দীনের নাটক-
ক. রাখালী
খ. মাটিরকান্না
গ. বেদের মেয়ে
ঘ. বোবা কাহিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ধানক্ষেত’ কাব্যটি কে লিখেছেন?
ক. গোলাম মোস্তফা
খ. ফররূখ আহমদ
গ. বন্দে আলী মিয়া
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কবর’ কবিতার লেখক কে
ক. মুনীর চৌধুরী
খ. রজনীকান্ত সেন
গ. রওশন ইজদানী
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!