বাংলা সাহিত্য-২৩

প্রশ্নঃ কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
ক. অগ্নিবীণা
খ. কুহেলিকা
গ. পথের পাঁচালী
ঘ. দোলনচাঁপা
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম লিখেছেন-
ক. গীতাঞ্জলি
খ. মার্চ পাস্ট
গ. রাখালী
ঘ. মাল্যদান
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
ক. অগ্নিকোণ
খ. মরুশিখা
গ. মরুসূর্য
ঘ. রাঙা জবা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হল-
ক. অগ্রপথিক
খ. বিদ্রোহী
গ. প্রলয়োল্লাস
ঘ. ধূমকেতু
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের জীবনাবাসন হয় কত সালে?
ক. ১৯৭৬, ১২ আগস্ট
খ. ১৯৭৬, ২১ আগস্ট
গ. ১৯৭৬, ২৭ আগস্ট
ঘ. ১৯৭৬, ২৬ আগস্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা?
ক. উপন্যাস
খ. গল্প
গ. কাব্য
ঘ. প্রবন্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি
ক. মুক্তি
খ. বাউণ্ডেলের আত্মকাহিনী
গ. হেনা
ঘ. বিদ্রোহী
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কনোটি?
ক. ব্যথার দান
খ. বসন্ত প্রয়াণ
গ. ধান কন্যা
ঘ. শেষ খেলা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বহু যুবককে দেখিয়াছি -যাহাদের যৌবনের উর্দির নীচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি’-এই উক্তিটি কোন লেখকের?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ খ

প্রশ্নঃ “ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত”- ছড়াটি কার সম্পর্কে?
ক. জসীম উদ্দীন
খ. পাগলা কানাই
গ. লালন শাহ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমণ করেন?
ক. ১৯৭২ সালের ১৪ আগস্ট
খ. ১৯৭৪ সালের ০২ জানুয়ারি
গ. ১৯৭৬ সালৈর ২৯ আগস্ট
ঘ. ১৯৭৭ সালের ২১ ফেব্র“য়ারি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন?
ক. সোমনাথ লাহিড়ী
খ. কবি কায়কোবাদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. কাজী কাদের নওয়াজ
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
ক. খেয়াপারের তরণী
খ. আনন্দময়ীর আগমনে
গ. মহররম
ঘ. বিজয়িনী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত পত্রিকা নয়?
ক. ধূমকেতু
খ. শিখা
গ. দৈনিক নবযুগ
ঘ. লাঙল
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা উপন্যাসের প্রকাশকাল কত?
ক. ১৯২২
খ. ১৯৩২
গ. ১৯৩০
ঘ. ১৯২৬
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মামসুর রাহমান
ঘ. আল মাহমুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি?
ক. ১৩৮১ বঙ্গাব্দ
খ. ১৩৮২ বঙ্গাব্দ
গ. ১৩৮৩ বঙ্গাব্দ
ঘ. ১৩৮৪ বঙ্গাব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামরে রচিত উপন্যাস নয়?
ক. রিক্তের বেদন
খ. মৃত্যুক্ষুধা
গ. বাঁধনহারা
ঘ. কুহেলিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমণে
গ. প্রলয়োল্লাস
ঘ. রক্তাম্বরধারিনী মা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রাজবন্দীর জবানবন্দী’-কার রচনা?
ক. সৈয়দ শামসুল হক
খ. আল মাহমুদ
গ. নির্মলেন্দু গুণ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
ক. জননী
খ. চন্দ্রনাথ
গ. জীবনক্ষুধা
ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
ক. যতীন্দ্র মোহন বাগচী
খ. কালিদাস রায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক. কবিতা
খ. পত্রিকা
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ গ

প্রশ্নঃ নজরুল ইসলামের নাটক কোনটি?
ক. সিন্ধু-হিন্দোল
খ. বাঁধন হারা
গ. রিক্তের বেদন
ঘ. ঝিলিমিলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুলের কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক. ছায়ানট
খ. সর্বহারা
গ. সাম্যবাদী
ঘ. বুলবুল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের রচনা নয়-
ক. চক্রবাক
খ. বালুচর
গ. ছায়ানট
ঘ. রুদ্রমঙ্গল
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল রচিত নাটক নয় কোনটি?
ক. আলেয়া
খ. শিউলিমালা
গ. পুতুলের বিয়ে
ঘ. ঝিলিমিলি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সর্বহারা’ কাব্যের লেখক কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সুভাষ মুখোপ্যাধয়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!