বাংলা ব্যাকরণ-১৫০

প্রশ্নঃ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. নিপাতনে সিদ্ধ সন্ধি
ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ গ

প্রশ্নঃ সন্ধি সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনে সন্ধির দৃষ্টান্ত?
ক. ব্যঞ্জন ধ্বনি
খ. স্বর ধ্বনি
গ. নিপাতনে সিদ্ধ
ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘মহেন্দ্র’—–
ক. মহা+ইন্দ্র
খ. মহ+ইন্দ্র
গ. মহি+ইন্দ্র
ঘ. মহা+ঈন্দ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রান্না’-এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. রান+না
খ. রাদ+না
গ. রান্না+না
ঘ. রাধ+না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. ষড়+ঋতু
খ. ষড়–+ঋতু
গ. ষট+ঋত
ঘ. ষট্+ঋতু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অত্যন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অতি+অন্ত
খ. অতী+অন্ত
গ. অতৎ+অন্ত
ঘ. অত+অন্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নির্জন’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. নিঃ + জন
খ. নী + জন
গ. নি + জন
ঘ. নির + জন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আশ্চর্য’ কোন সন্ধির উদাহরণ?
ক. স্বরসন্ধির
খ. ব্যঞ্জন সন্ধির
গ. বিসর্গ সন্ধির
ঘ. সংস্কৃত সন্ধির
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মনস্তাপ’-এর সন্ধি বিচ্ছেদ-
ক. মন+তাপ
খ. মনস+তাপ
গ. মনঃ+তাপ
ঘ. মনো+তাপ
উত্তরঃ গ

প্রশ্নঃ উপমান অর্থ কি ?
ক. তুলনীয় বস্তু নয়
খ. তুলনীয় বস্তু
গ. সম্মানিত বস্তু
ঘ. অতুলনীয় বস্তু
উত্তরঃ খ

প্রশ্নঃ নিপাতনে সিদ্ধ ষ এর ব্যবহার আছে কোনটিতে ?
ক. মুমূর্ষু
খ. অনুষদ
গ. বর্ষণ
ঘ. ভূষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উৎ+ডীন’-এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক. উড্ডিন
খ. উদ্দিন
গ. উৎডীন
ঘ. উড্ডীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পুরস্কার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পুর+কার
খ. পুরঃ+কার
গ. পুরস+কার
ঘ. পুরুষ+কার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পরিচ্ছেদ’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. পরি +ছেদ
খ. পর + ছেদ
গ. পরী + ছেদ
ঘ. পরি + ছাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বজ্জাত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বাজ+জাত
খ. বজ্জ+জাত
গ. বদ+জাত
ঘ. বজ্জা+আত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পবন’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. প + বন
খ. পো + বন
গ. পো + অন
ঘ. পব + অন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মুখচ্ছবি’ সন্ধি কোন নিয়মে পড়ে ?
ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
ঘ. ব্যঞ্জনধ্বনি + বিসর্গধ্বনি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিদ্যালয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বিদ্যা+লয়
খ. বিদ্যা+আলয়
গ. বিদ্য+আলয়
ঘ. বিদ্যা+অলয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি নিয়মানুষারে সন্ধি হয় না?
ক. একাদশ
খ. পশ্বাধাম
গ. গায়ক
ঘ. নায়ক
উত্তরঃ ক

প্রশ্নঃ ত/দ -কারের পর জ/ঝ থাকলে ত/দ স্থানে কোনটি হয় ?
ক. চ্চ/চ্ছ
খ. জ্জ/জ্ঝ
গ. দ্দ/দ্ধ
ঘ. চ্ছ/জ্জ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাজ্ঞী’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. রা + জ্ঞী
খ. রাজ + জ্ঞী
গ. রা + জজ্ঞী
ঘ. রাজ + নী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সন্ধি গঠিত নির্ভুল শব্দ?
ক. দূঃ+নীতি=দূর্নীতি
খ. দূর+ণীতি=দূর্ণীতি
গ. দুর+নীতি=দূর্ণীতি
ঘ. দুঃ+নীতি=দূর্নীতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উন্নয়ন’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. উৎ + য়ন
খ. উৎ + নয়ন
গ. উৎ + অন
ঘ. উন + নয়ন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রত্যুপকার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রতি+উপকার
খ. প্রতি+অপকার
গ. প্রতি+উপরকার
ঘ. প্রত্যুপ+কার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শিরঃ+ছেদ’ -এর সন্ধি-
ক. শিরচ্ছেদ
খ. শিরশ্ছেদ
গ. শিরোশ্ছেদ
ঘ. শিরোচ্ছেদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মতৈক্য’ শব্দটি কোন্ সন্দির অন্তর্গত?
ক. বিসর্গ সন্ধির
খ. খাঁটি বাংলা সন্ধির
গ. স্বরসন্ধির
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধির
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক. রত্ন+কর
খ. রত্ন+কর
গ. রত্না+আকর
ঘ. রত্ন+আকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পুনরায়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পুনঃ+রায়
খ. পুন+রায়
গ. পুন+আয়
ঘ. পুনঃ+আয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সম+ন্যাস-এর সন্ধি কোনটি?
ক. সন্ন্যাস
খ. সন্যাস
গ. স্বন্যাস
ঘ. সন্ন্যাসী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. মনীষা
খ. দিগন্ত
গ. সম্রাট
ঘ. লবণ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!