বাংলা ব্যাকরণ-১৪৯

প্রশ্নঃ ‘সঞ্চয়’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. সম + চয়
খ. সন + চয়
গ. সণ + চয়
ঘ. সম + অচয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সদ্যঃ+ জাত
খ. সৎ+জাত
গ. সদ্যো+ জাত
ঘ. সদ্য+ জাত
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ছেলেমি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-
ক. ছে+লেমি
খ. ছেলে+মি
গ. ছেলে+আমি
ঘ. ছে+এলেমি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শুভেচ্ছা’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. শুভ + ইচ্ছা
খ. শুভ + ঈচ্ছা
গ. শু + ইচ্ছা
ঘ. সু + ইচ্ছা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চলচ্চিত্র’-এর সন্ধি বিচ্ছেদ-
ক. চল+চিত্র
খ. চলত+চিত্র
গ. চলৎ+চিত্র
ঘ. চল+চীত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ সন্ধির প্রধান উদ্দেশ্য কি ?
ক. শব্দের পরিবর্ধন করা
খ. শব্দকে দুর্বোধ্য করা
গ. শব্দের স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা আনয়ন
ঘ. শব্দকে পরিশীলিত করা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তপোবন’ এর সন্ধি বিচ্ছেদ—-
ক. তপ+বন
খ. তপঃ+বন
গ. তপো+বন
ঘ. তপোঃ+বন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পবিত্র’ শব্দটির কোনটি সটিক সন্ধি বিচ্ছেদ?
ক. পো+বিত্র
খ. পো+ইত্র
গ. পো+ঈত্র
ঘ. প+বিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ অধমর্ণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. অধম + র্ণ
খ. অধম + ঋণ
গ. অধ + মর্ণ
ঘ. অধম + ইর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নায়ক’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. নৈ + অক
খ. নাঃ + অক
গ. নাই + অক
ঘ. নী + অক
উত্তরঃ ক

প্রশ্নঃ বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত ?
ক. নিপাতনে সিদ্ধ সন্ধি
খ. স্বরসন্ধি
গ. ব্যঞ্জন সন্ধি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘প্রাতরাশ’ এর সন্ধি-
ক. প্রাত+রাশ
খ. প্রাতঃ+আশ
গ. প্রাতঃ+রাশ
ঘ. প্রাঃ+রাশ
উত্তরঃ খ

প্রশ্নঃ উমেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. ঊমা + ঈশ
খ. উমা + ইশ
গ. উমা + ঈশ
ঘ. ঊমা + ইশ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিপাতনে সিদ্ধ সন্ধির অন্তর্গত কোনটি?
ক. বৃহস্পতি
খ. গবেষণা
গ. দিগন্ত
ঘ. নীরব
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বনৌষধি’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. বন + ওষধি
খ. বন + ঔষধ
গ. বন + ঔষধি
ঘ. বন + ঔষোধি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কুড়িক’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?
ক. কুড়ি + এক
খ. কুড় + এক
গ. কুড়ি + ক
ঘ. কুড়ো + ক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না ?
ক. গায়ক
খ. কুলটা
গ. পশ্বাধর্ম
ঘ. নদ্যম্বু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শুভেচ্ছা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শুভে+ইচ্ছা
খ. শুভ+ইচ্ছা
গ. শুভঃ+ইচ্ছা
ঘ. শুভো+ইচ্ছা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দ্যুলোক’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. দু + লোক
খ. দিব্‌ + আলোক
গ. দুঃ + লোক
ঘ. দিব্‌ + লোক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ?
ক. লো + অন
খ. ল + অন
গ. লে + অন
ঘ. ল +বন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ভজ+ত’ – এর সন্ধিবদ্ধ হল-
ক. ভজত
খ. ভোজ্য
গ. ভক্ত
ঘ. ভজ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নবোঢ়া’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নব+উঢ়া
খ. নবো+উঢ়া
গ. নবো+ওঢ়া
ঘ. নব+ঊঢ়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নিশ্চয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নিশ্চ+য়
খ. নি+চয়
গ. নিশ+চয়
ঘ. নিঃ+চয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্বাগত’ এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. সু+আগত
খ. স্বা+গত
গ. সু+গত
ঘ. সা+আগত
উত্তরঃ ক

প্রশ্নঃ ভাগ্য এর সন্ধি বিচ্ছেদ কি ?
ক. ভজ + য
খ. ভা + অগ্য
গ. ভ + আগ্য
ঘ. ভজঃ + অগ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সংলাপ’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. সং + আপ
খ. সং + লাপ
গ. সম্‌ + আপ
ঘ. সম্‌ + লাপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আন্না শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. আর + ন
খ. আর + না
গ. আরা + অনা
ঘ. আন্না + অ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সংস্কৃত’-এর সন্দি বিচ্ছেদ কি?
ক. সং+স্কৃত
খ. সং+কৃত
গ. সম+কৃত
ঘ. সম+স্কৃত
উত্তরঃ গ

প্রশ্নঃ ভবোদয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. ভব + ঊদয়
খ. ভব + উদয়
গ. ভবো +দয়
ঘ. ভবো + উদয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গন্তব্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গম্+তব্য
খ. গন্ত+ব্য
গ. গন+তব্য
ঘ. গণ+তব্য
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!