বাংলা ব্যাকরণ-১৫১

প্রশ্নঃ ‘পরিচ্ছেদ’ শব্দটি কোন্ শ্রেণীর সন্ধির নিয়মে গঠিত?
ক. বিসর্গ সন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. অনিয়মিত সন্ধি
ঘ. স্বরসন্ধি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভাবুক’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. ভা + উক
খ. ভ + বুক
গ. ভৌ + উক
ঘ. ভৌ + বুক
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. ল + অন
খ. লো + অন
গ. ল + বন
ঘ. লো + বণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ত্‌ এর পরে ল থাকলে সন্ধিতে ত্‌ এবং ল মিলে কোনটি হয় ?
ক. ড
খ. দ্ধ
গ. ল্ব
ঘ. ল্ল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ও -কারের পর স্বরধ্বনি থাকলে ও -কার স্থানে কি হয় ?
ক. ও -কার
খ. অয়
গ. অব
ঘ. অ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মোড়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-
ক. মোড়+এক
খ. মুড়ি+অক
গ. মুড়+অক
ঘ. মোড়+ক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নবোঢ়া’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. নব + ঊঢ়া
খ. নবো + ঊঢ়া
গ. নব + উঢ়া
ঘ. নব + ঊড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বৃষ্টি’ এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
ক. বৃষ+টি
খ. বৃশ+টি
গ. বৃ+টি
ঘ. বৃষ্+তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অহ+রহ
খ. অহঃ+রহ
গ. অহঃ+অহ
ঘ. অহ+অহ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘স্বাধীন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল-
ক. স্বা+ধীন
খ. স্ব+অধিন
গ. স্ব+অধীন
ঘ. স্ব+ধীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বন+পতিঃ
খ. বন+স্পতি
গ. বনঃ+পতি
ঘ. বন+পতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সংসার’ এর সন্ধি বিচ্ছেদ-
ক. সং+সার
খ. সাং+সার
গ. সম্+সার
ঘ. সম+সার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. রবী + ন্দ্র
খ. রবি + ঈন্দ্র
গ. রবি + ইন্দ্র
ঘ. রব + ইন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ সন্ধির প্রধান সুবিধা কি?
ক. উচ্চারণের সুবিধা
খ. লেখার সুবিধা
গ. শোনার সুবিধা
ঘ. পড়ার সুবিধা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সংবাদ ‘ এর সন্ধি বিচ্ছেদ –
ক. স + বাদ
খ. সং + বাদ
গ. সাম + বাদ
ঘ. সম্ + বাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নমস্কার’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. নমঃ + কার
খ. নমস + কার
গ. ন + আকার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-
ক. বহ্ন্যু + উৎসব
খ. বহ্ন্যু + সব
গ. বহ্ন্য + উৎসব
ঘ. বহ্নি + উৎসব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নীরব’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নী+রব
খ. নি+লোক
গ. নি+রব
ঘ. নিঃ+রব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সন্ধির বিধান নেই এমন শব্দের উদাহরণ কোনটি ?
ক. নিষ্ঠুর
খ. দুষ্কর
গ. অহরহ
ঘ. ষষ্ঠ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা বানানে অধিকাংশ ক্ষেত্রে কোনটি না লেখার প্রবৃত্তি দেখা যায় ?
ক. অনুস্বার (ং)
খ. চন্দ্রবিন্দু (ঁ)
গ. বিসর্গ (ঃ)
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক. অগ্নুৎ+পাত
খ. অগ্নি+পাত
গ. অগ্নি+উৎপাত
ঘ. অগ্নী+উৎপাত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক. পদ+ধতি
খ. পৎ+ধতি
গ. পথ+ধতি
ঘ. পদ্+হতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাংলা পদেরসাথে সন্ধি হয় না?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া
ঘ. অব্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন নিয়ম ব্যতীত সাধিত সন্ধিকে কি বলে ?
ক. স্বয়ংসিদ্ধ
খ. স্বরসন্ধি
গ. নিপাতনে সিদ্ধ
ঘ. স্বীয় সন্ধি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. আশ্চর্য
খ. আবিষ্কার
গ. বৃষ্টি
ঘ. নীরস
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!