বাংলাদেশ বিষয়াবলী-৬২

প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? (The most ancient historical place of Bangladesh is -)
ক. পাহাড়পুর (Paharpur)
খ. মহাস্থানগড় (Mohasthangarh)
গ. সোনারগাঁও (Sonargoan)
ঘ. ময়নামতি (Moynamoti)
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ যে এলাকায় অবস্থিত একে বলা হয় –
ক. শহীদুল্লাহ হল
খ. এস এম হল
গ. কার্জন হল
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উওরা গণভবন কোথায় অবস্থিত? (Where is the ‘Uttara Ganobhaban, situated?)
ক. রাজশাহী(Rajshahi)
খ. নওগাঁ(Naogon)
গ. বগুড়া(Bogra)
ঘ. নাটোর(Natore)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লালবাগ কেল্লা স্থাপন কে করেন?
ক. শায়েস্তা খান
খ. শাহ সুজা
গ. টিপু সুলতান
ঘ. ইসলাম খান
উত্তরঃ ক

প্রশ্নঃ রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “অর্জন” এর ভাস্কর কে?
ক. নিতুন কুণ্ড
খ. মইনুল হক
গ. অনীক রেজা
ঘ. জিয়াউল আহসান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অপরাজেয় বাংলার’ স্থপতি কে?
ক. লুই কান
খ. নিতুন কুণ্ডু
গ. শামীম সিকদার
ঘ. সৈয়দ আবদুল্লাহ খালেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য ‘বীর’-এর মূল ডিজাইনার কে?
ক. মৃণাল হক
খ. হামিদুজ্জামান খান
গ. হাজ্জাজ কায়সার
ঘ. সাবির সারওয়ার উপল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মোগল আমলের স্থাপত্য কীর্তি –
ক. আদিনা মসজিদ
খ. লালবাগ শাহী মসজিদ
গ. সোনা মসজিদ
ঘ. কার্জন হল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
ক. মিঠাপুকুর, রংপুর
খ. কালিয়াকৈর, গাজীপুর
গ. পরিবাগ, ঢাকা
ঘ. মোহাম্মদপুর, ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ক. টি এস সি মোড়ে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. রেডক্রস ময়দানে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সম্প্রতি ‘সব্যসাচী শিল্পী’ খেতাব দেওয়া হয় কাকে?
ক. নিতুন কুণ্ড
খ. মোস্তফা মনোয়ার
গ. আহসান হাবীব
ঘ. ওপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ডুলাহাজরা সাফারী পার্ক’ কোন জেলায় অবস্থিত ? (Where is the ‘Dulahazara Safari Park’ located ? )
ক. Barisal
খ. Cox’s Bazar
গ. Gazipur
ঘ. Rangpur
উত্তরঃ খ

প্রশ্নঃ শাপলা চত্বরের স্থপতি কে ?
ক. মৃনাল হক
খ. মাসুদ আহমেদ
গ. আবুল হোসেন
ঘ. আজিজুল জলিল পাশা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সাফারী পার্ক’ যে জাতীয় পার্ক –
ক. জীবজন্তুর অভয়ারণ্য
খ. ফুলের বাগান
গ. বিরাট উদ্যান
ঘ. পাখি পালনের স্থান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সত্যপীরের ভিটা’ কোথায় অবস্থিত ?
ক. সোমপুর বিহার, নওগাঁ
খ. পুঠিয়া, রাজশাহী
গ. ময়নামতি বিহার , কুমিল্লা
ঘ. আনন্দ বিহার বিহার, কুমিল্লা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঢাকা গেইট’ কে নির্মাণ করেন?
ক. শায়েস্তা খান
খ. ইসলাম খান
গ. মীর জুমলা
ঘ. খিযির হায়াত খান
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ সরকার ‘শিল্প পার্ক’ স্থাপন করেছেন নিচে উল্লিখিত কোন স্থানে ?
ক. নারায়ণগঞ্জ
খ. মুন্সিগঞ্জ
গ. মংলা
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় স্থাপিত হয়েছে?
ক. সিলেট
খ. রাঙ্গামাটি
গ. সীতাকুণ্ড
ঘ. খাগড়াছড়ি
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
ক. ২৮ মে ২০১৫
খ. ২৫ জুন ২০১৫
গ. ২৮ জুন ২০১৫
ঘ. ১ জুলাই ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে Lady Justice-এর আদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে?
ক. সৈয়দ আবদুল্লাহ খালেদ
খ. মৃণাল হক
গ. নিতুন কুণ্ডু
ঘ. শামীম শিকদার
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘বিজয়কেতন’ কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম সেনানিবাসে
খ. ঢাকা সেনানিবাসে
গ. সাভারে
ঘ. মহাস্থানগড়ে
উত্তরঃ খ

প্রশ্নঃ ৯ অক্টোবর ২০১৫ কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের ভাস্কর্য উদ্বোধন করা হয়?
ক. মাদার্স ওয়াক্স মিউজিয়াম
খ. গিমে জাদুঘর
গ. বাংলাদেশ জাতীয় যাদুঘর
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বগুড়ার নবাববাড়িকে কবে সরকার সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে?
ক. ১০ মে ২০১৬
খ. ১২ মে ২০১৬
গ. ৮ মে ২০১৬
ঘ. ১৬ মে ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ লালবাগ কেল্লা কার সমাধিস্থল ?
ক. আমেনা বেগম
খ. জিনাতমহল
গ. পরিবানু
ঘ. পরিবিবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী বা ভাস্কর কে?
ক. হামিদুজ্জামান
খ. নিতুন কুণ্ডু
গ. মৃণাল হক
ঘ. শামীম সিকদার
উত্তরঃ খ

প্রশ্নঃ শিল্পী জয়নুল আবেদীন সংগ্রহশালাটি কোথায়?
ক. ঢাকায়
খ. ময়মনসিংহে
গ. চট্টগামে
ঘ. নড়াইলে
উত্তরঃ খ

প্রশ্নঃ রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের নাম কি?
ক. রক্ত সোপান
খ. রক্ত লাল
গ. অর্জন
ঘ. রক্ত রাঙা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শীলাদেবীর ঘাট’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. শিলিগুডি
ঘ. নওগাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিজয় কেতন’ কি?
ক. শহীদ স্মৃতিসৌধ
খ. জাতীয় জাদুঘর
গ. ওসমানী জাদুঘর
ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ক. ফকরুদ্দিন মোবারক শাহ্‌
খ. হোসেন শাহ্‌
গ. শায়েস্তা খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!