বাংলাদেশ বিষয়াবলী-৬৩

প্রশ্নঃ বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত ?
ক. যশোর
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মোগল আমলের ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ –
ক. সাত গম্বুজ মসজিদ
খ. মাওলানা আওলাদ হোসেন লেনের জামে মসজিদ
গ. চকের মসজিদ
ঘ. লালবাগ শাহী মসজিদ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘অগ্নিঝরা একাত্তর’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. ঢাকা
গ. বরগুনা
ঘ. বরিশাল
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রত্নস্থল ওয়ারি-বটেশ্বর যে জেলায় অবস্থিত –
ক. ঢাকা
খ. গাজীপুর
গ. নরসিংদী
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম বন্দরনগরী –
ক. মহাস্থানগড়
খ. পুন্ড্রবর্ধন
গ. ময়নামতি
ঘ. অয়ারী-বটেশ্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ ওসমানী স্মৃতি জাদুঘর রয়েছে –
ক. ঢাকা
খ. সিলেট
গ. চট্টগ্রাম
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বলধা গার্ডেন কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. খুলনা
গ. নারায়ণগঞ্জ
ঘ. গাজীপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ক. সেগুন বাগিচা
খ. ধানমণ্ডি
গ. মগবাজার
ঘ. বনানী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত ?
ক. ঢাকা মেডিকেল কলেজের সামনে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শালবন বিহার’ কোথায় অবস্থিত ?
ক. পাহাড়পুর
খ. ময়নামতি
গ. খাগড়াছড়ি
ঘ. রাঙামাটি
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৮৭২ সালে
গ. ১৯০৫ সালে
ঘ. ১৯১৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ The sculptor of the Sangsaptak at Jahangirnagar University is –
ক. Azizul Jalil Pasha
খ. Jahanara parvin
গ. Alauddin Bulbul
ঘ. Hamiduzzaman Khan
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সাত গম্বুজ’ মসজিদ অবস্থিত –
ক. খুলনায়
খ. বাগেরহাট
গ. ঢাকায়
ঘ. গাজীপুরে
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন ? (Lalbagh Fort at Dhaka was constructed by )
ক. Prince Azam, the third son of Aurangazeb
খ. Shaista Khan, the Mughul Governor of Bengal
গ. Bibi Pari, The daughter of Shaista khan
ঘ. Both (A) & (B)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
ক. লালমাই, কুমিল্লা
খ. বাইতুল ইজ্জত, চট্টগ্রাম
গ. রাজারবাগ, ঢাকা
ঘ. সারদা, রাজশাহী
উত্তরঃ গ

প্রশ্নঃ ভাষা শহীদদের স্বরণে নির্মিত ভাস্কর্য কোনটি ?
ক. অপরাজেয় বাংলা
খ. অঙ্গীকার
গ. মোদের গরব
ঘ. দুরন্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী যে একই কে এই শনাক্ত করণ করেন?
ক. কানিংহাম
খ. মার্শাল
গ. রাখালদাস
ঘ. রেনেল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়
ঘ. ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউটে
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
ক. সপ্তদশ শতাব্দী
খ. ষোড়শ শতাব্দী
গ. উনবিংশ শতাব্দী
ঘ. পঞ্চদশ শতাব্দী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শালবন বিহার’ কোন রাজবংশের কীর্তি ?
ক. পাল
খ. দেব
গ. চন্দ্র
ঘ. রাঢ়
উত্তরঃ খ

প্রশ্নঃ বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত “বীরশ্রেষ্ঠ ফোয়ারা” বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. রংপুর
খ. ঢাকা
গ. রাজশাহী
ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
ক. বৌদ্ধ সভ্যতার
খ. হিন্দু সভ্যতার
গ. খ্রিষ্টীয় সভ্যতার
ঘ. মুসলিম সভ্যতার
উত্তরঃ ক

প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করা হয় –
ক. ১৬০৫ সালে
খ. ১৬৭৮ সালে
গ. ১৭৫৭ সালে
ঘ. ১৫২৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ কোথায় অবস্থিত?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? (Who was the designer of Central Shahid Minar of Bangladesh?)
ক. Shamim Sihkdar
খ. Hamidur Rahman
গ. Jainul Abedin
ঘ. Kamrul Hasan
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
ক. ময়নামতি
খ. পাহাড়পুর
গ. মহাস্থানগড়
ঘ. সোনারগাঁও
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে অনুষ্ঠিত সাফ গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে ?
ক. মোস্তফা মনোয়ার
খ. হামিদুজ্জামান খান
গ. শামীম শিকদার
ঘ. আব্দুল্লা খালেদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘বিশ্বাস-ই-বিজয়’ ভাস্কর্যের স্থপতি কে?
ক. মইনুল আহসান
খ. আহসান হাবীব
গ. দীপক সরকার
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ

প্রশ্নঃ সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
ক. পাল আমলে
খ. মুঘল আমলে
গ. ব্রিটিশ আমলে
ঘ. গুপ্ত আমলে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত –
ক. ঢাকা জেলায়
খ. চট্টগ্রাম জেলায়
গ. কুমিল্লা জেলায়
ঘ. কক্সবাজার জেলায়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!