বাংলাদেশ বিষয়াবলী-৬১

প্রশ্নঃ বাংলাদেশ কোড –
ক. ফোন কোড
খ. আইন সংকলন
গ. ইন্টারনেট ডোমেন
ঘ. আইএসপি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় –
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান,স্থাপত্য ও ভাস্কর্য:

প্রশ্নঃ মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
ক. গৌড়ে
খ. ময়নামতিতে
গ. মহাস্থানগড়ে
ঘ. সোনারগাঁওয়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মুক্তমঞ্চ’ কোথায় অবস্থিত ?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ রাজশাহীর বড়কুঠি নির্মিত হয় –
ক. ইংরেজদের আমলে
খ. ডাক আমলে
গ. রানী ভবানীর আমলে
ঘ. শায়েস্তা খাঁর আমলে
উত্তরঃ গ

প্রশ্নঃ মহামুনি বিহার কোথায় অবস্থিত?
ক. সিলেটে
খ. কুমিল্লায়
গ. চট্টগ্রামে
ঘ. নওগাঁয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সাত গম্বুজ’ মসজিদের নির্মাতা কে ?
ক. আলাউদ্দিন হোসেন শাহ্‌
খ. মুর্শিদ কুলি খান
গ. সুবেদার ইসলাম খান
ঘ. শায়েস্তা খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন মসজিদটি বাংলাদেশে অবস্থিত নয় ? (Which one is not in Bangladesh ? )
ক. Sona Masjid
খ. Tara Masjid
গ. Babri Masjid
ঘ. Parai Bibir Masjid
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যের স্থপতি কে?
ক. হামিদুজ্জামান খান
খ. নিতুন কুন্ডু
গ. মইনুল হক
ঘ. মৃণাল হক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. শামীম শিকদার
খ. অলক রায়
গ. আলাউদ্দীন বুলবুল
ঘ. কেউই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাচীন ‘পুণ্ড্রনগর’ কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. বিক্রমপুর
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কোথায় সর্বশেষ প্রত্নতাত্বিক নিদর্শন আবিস্কৃত হয়েছে ?
ক. বান্দরবান
খ. কলাকোপা
গ. মহাস্থানগড়
ঘ. উয়ারি বটেশ্বর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মহাত্না গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন ?
ক. নোয়াখালী
খ. বরিশাল
গ. ঢাকা
ঘ. খুলনা
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু ম্যুরাল এর উচ্চতা কত?
ক. ৪২ মিটার
খ. ৪২ ফুট
গ. ৩৫ মিটার
ঘ. ৩৫ ফুট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি কে?
ক. আবুল হোসেন
খ. আজিজুল জলিল পাশা
গ. মৃণাল হক
ঘ. মইনুল হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আনন্দ বিহার’ কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. পাহাড়পুরে
গ. মহাস্থানগড়ে
ঘ. সোনারগাঁওয়ে
উত্তরঃ ক

প্রশ্নঃ বধ্যভুমি স্মৃতিসৌধ, রায়ের বাজার -এর নকশাবিদ কে ছিলেন?
ক. হামিদুর রহমান
খ. ফরিউদ্দিন আহমেদ ও জামি আল শাফি
গ. নিতুন কুণ্ডু
ঘ. মৃনাল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হুসেনী দালান’ কে নির্মাণ করেন ?
ক. শায়েস্তা খান
খ. শাহ মহাম্মদ আজম
গ. সুবাদার ইসলাম খান
ঘ. মীর মুরাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইতিহাস খ্যাত ‘মসলিন’ এর একটি ছোট টুকরো এখনও সংরক্ষিত আছে ?
ক. মুক্তিযুদ্ধ জাদুঘরে
খ. বরেন্দ্র জাদুঘরের
গ. লালবাগদূর্গে
ঘ. জাতীয় জাদুঘরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. রাজশাহী
গ. নাটোর
ঘ. রংপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাষা শহীদদের স্বরণে নির্মিত ভাস্কর্য কোনটি?
ক. অপরাজেয় বাংলা
খ. অঙ্গীকার
গ. মোদের গরব
ঘ. দুরন্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ মার্চ ২০১৬ কোন বিশ্ববিদ্যালয়ে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উন্মোচন করা হয়?
ক. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খ. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘রক্তসোপান’ কোথায় অবস্থিত ?
ক. ঢাকা সেনানিবাসে
খ. সৈয়দপুর সেনানিবাসে
গ. সারদা পুলিশ একাডেমিতে
ঘ. রাজেন্দ্রপুর সেনানিবাসে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
ক. শামীম শিকদার
খ. সৈয়দ আব্দুল্লাহ খালেদ
গ. হামিদুজ্জামান খান
ঘ. আব্দুস সুলতান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সোমপুর বিহার’ কোন জেলায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. রংপুর
গ. কুমিল্লা
ঘ. নওগাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের প্রথম সাফারী পার্ক কোথায়?
ক. মাধবকুন্ডে
খ. সীতাকুন্ডের চন্দ্রনাথ রিজার্ভ বনভূমিতে
গ. মুরাইছড়ি
ঘ. কক্সবাজার জেলার ডুলা হাজরায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাচীন নিদর্শন সমৃদ্ধ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? (In which district is the historic ‘Pahar Pur’ situated?)
ক. Rajshahi
খ. Bogra
গ. Naogaon
ঘ. Comilla
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত –
ক. ঢাকা
খ. টুঙ্গিপাড়া
গ. বরিশাল
ঘ. মেহেরপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের প্রথম ওষুধ পার্ক কোথার স্থাপিত হচ্ছে ?
ক. গজারিয়া
খ. গাজীপুর
গ. সাভার
ঘ. সেন্টমার্টিনে
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!